Gold Gift Tax: গিফ্টে পাওয়া সোনার উপরেও দিতে হবে ট্যাক্স ? জেনে নিন নিয়ম...
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
সোনায় বিনিয়োগ করলে দিতে হবে কর (Tax on Gold Investment)
#নয়াদিল্লি: যে কোনও অনুষ্ঠানেই সোনার চাহিদা সব সময়ে তুঙ্গে থাকে ৷ ভারতীয় বিয়েতে মোট খরচের একটি বড় অংশ সোনার উপরে করা হয়ে থাকে ৷ এর পাশাপাশি নিকট আত্মীয়দের শুভ অনুষ্ঠানে সোনা উপহাক দেওয়ার প্রথাও চলে আসছে যুগ যুগ ধরে ৷ ফলে সোনার দাম যতই আকাশছোঁয়া হোক না কেন সোনার চাহিদায় কোনও কমতি নেই ৷
আমাদের দেশে গিফ্ট আইটেমের (Tax on Gift) উপরে কোনও ট্যাক্স লাগে না ৷ কিন্তু সোনাকে এর বাইরে রাখা হয়েছে ৷ উপহারে দেওয়া সোনা ট্যাক্স ফ্রি হয় না ৷ একটি নির্দিষ্ট লিমিটের পর উপহারে পাওয়া সোনার উপরে ট্যাক্স দিতে হয় ৷ গোল্ড, ফিজিক্যাল গোল্ড, পেপার গোল্ড বিভিন্ন ভাবে সোনায় ইনভেস্ট করা যায় ৷ সোনায় করা ইনভেস্টমেন্ট এবং তার থেকে হওয়া আয়ের উপরে ট্যাক্স দিতে হয় ৷
advertisement
advertisement
সোনায় বিনিয়োগ করলে দিতে হবে কর (Tax on Gold Investment)
ফিজিক্যাল গোল্ড যেমন গয়না, বিস্কুট, কয়েন বা সোনার বারে ইনভেস্ট করলে তার উপরে ট্যাক্সের নিয়ম আলাদা হয় ৷ সোনা কেনার সময় আপনাকে জিএসটি দিতে হয় ৷ কোনও ব্যক্তি সোনা বিক্রি করলে ২০ শতাংশ হিসেবে ট্যাক্স দিতে হবে ৷ সোনার বিক্রির উপরে লং টার্ম ক্যাপিটাল গেইন LTCG হিসেবে ৪ শতাংশ সেস আলাদা দিতে হয় ৷ সোনা কেনার ৩৬ মাসের মধ্যে সেটি বিক্রি করলে তাহলে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন এর অধীনে আসবে ৷ ৩৬ মাসের পর LTCG হিসেবে ট্যাক্স দিতে হবে ৷
advertisement
এই ক্ষেত্রে লাগবে না কোনও ট্যাক্স-
কিছু ক্ষেত্রে উপহারে পাওয়া সোনা পুরোপুরি ট্যাক্স ফ্রি (Tax Free Gold) হয় ৷ পরিবারের সদস্যদের তরফে দেওয়া সোনা ট্যাক্সের আওতার বাইরে পরে ৷ মেয়ের বিয়ে বাবার দেওয়া সোনা বা সন্তানের জন্মদিনে উপহার হিসেবে দেওয়া সোনার উপরে কোনও ট্যাক্স লাগবে না ৷ গিফ্টে পাওয়া সোনার কোনও লিমিট হয় না ৷
advertisement
এই সোনায় লাগবে না কোনও ট্যাক্স-
বিয়েতে মেয়ে মায়ের তরফে সোনা দেওয়া এই রীতি বংশ পরম্পরা হিসেবে চলে আসছে ৷ এই ধরনের উপহারের ক্ষেত্রে কোনও ট্যাক্স লাগে না ৷
কোন সোনায় দিতে হবে ট্যাক্স
আপনি যদি কোনও বন্ধু বা দূর সম্পর্কের কোনও আত্মীয়র থেকে সোনা গিফ্টে পেয়ে থাকেন সে ক্ষেত্রে ট্যাক্স দিতে হবে ৷ ইনকাম ফর্ম আদার সোর্সের আওতায় আসবে এই ট্যাক্স ৷ এই সোনায় ট্যাক্স তখনই লাগবে যখন সোনার মূল্য ৫০,০০০ টাকার বেশি লাগবে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 11, 2022 11:10 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold Gift Tax: গিফ্টে পাওয়া সোনার উপরেও দিতে হবে ট্যাক্স ? জেনে নিন নিয়ম...