Vista-কে স্বাগত...এই চুক্তি ডিজিটাল ইন্ডিয়ার পথে আরও একধাপ এগিয়ে দেবে: মুকেশ আম্বানি

Last Updated:

ভিস্তা হল ফেসবুক এবং সিলভার লেকের পর এখনও পর্যন্ত জিও-তে তৃতীয় সবচেয়ে বড় বিনিয়োগকারী সংস্থা ৷

#মুম্বই: লকডাউনের মধ্যে দেশে ব্যবসা-বাণিজ্য যখন থমকে তখন একের পর এক চমক দিচ্ছে জিও ৷ ফেসবুক, সিলভার লেকের পর আরও এক মার্কিন সংস্থা ভিস্টা ইক্যুয়িটি পার্টনার্স এবার জিও-তে বিপুল অঙ্কের বিনিয়োগের কথা ঘোষণা করল ৷ জিও-র ২.৩২ শতাংশ স্টেক কেনার কথা ঘোষণা করল মার্কিন প্রাইভেট ইক্যুয়িটি ফার্ম Vista Equity Partners ৷ এর জন্য জিও-তে ১১,৩৬৭ কোটি টাকা বিনিয়োগ করবে তারা ৷ এই বিনিয়োগের ঘোষণার পরেই জিও প্ল্যাটফর্মগুলি মাত্র তিন সপ্তাহের মধ্যেই ৬০,৫৯৬.৩৭ কোটি টাকা বিদেশি লগ্নি পেতে সফল ৷ যা স্বভাবতই নতুন রেকর্ড ৷
advertisement
advertisement
জিও প্ল্যাটফর্মে এই নতুন বিনিয়োগের ইক্যুয়িটি মূল্য ৪.৯১ লক্ষ কোটি টাকা এবং এন্টারপ্রাইজ মূল্য ৫.১৬ কোটি টাকা ৷ ভিস্তা হল ফেসবুক এবং সিলভার লেকের পর এখনও পর্যন্ত জিও-তে তৃতীয় সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগকারী সংস্থা ৷
জিও-তে ভিস্তার এই নতুন বিনিয়োগের ঘোষণার পর স্বভাবতই খুশি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি ৷ তিনি বলেন, ‘‘ ভিস্তাকে স্বাগত ! বিশ্বের অন্যতম সেরা এই টেক বিনিয়োগকারী সংস্থা ৷ আমাদের অন্যান্য পার্টনারদের মতো ভিস্তার সঙ্গে এই চুক্তিও ভারতের ডিজিটাল ইকোসিস্টেমের অগ্রগতিতে দারুণ সাহায্য করবে ৷ ’’
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Vista-কে স্বাগত...এই চুক্তি ডিজিটাল ইন্ডিয়ার পথে আরও একধাপ এগিয়ে দেবে: মুকেশ আম্বানি
Next Article
advertisement
Khaleda Jia Health Update: অত্যন্ত সংকটজনক খালেদা জিয়া, দ্রুত আরোগ্যলাভের বার্তা পাঠালেন পাক প্রধানমন্ত্রী
অত্যন্ত সংকটজনক খালেদা জিয়া, দ্রুত আরোগ্যলাভের বার্তা পাঠালেন পাক প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংকটজনক অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি. বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানান, তাঁর হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ হয়েছে. পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ অনেকে সুস্থতা কামনা করেছেন. বিএনপি দেশজুড়ে প্রার্থনার আয়োজন করেছে.

VIEW MORE
advertisement
advertisement