Home /News /business /
Vista-কে স্বাগত...এই চুক্তি ডিজিটাল ইন্ডিয়ার পথে আরও একধাপ এগিয়ে দেবে: মুকেশ আম্বানি

Vista-কে স্বাগত...এই চুক্তি ডিজিটাল ইন্ডিয়ার পথে আরও একধাপ এগিয়ে দেবে: মুকেশ আম্বানি

ভিস্তা হল ফেসবুক এবং সিলভার লেকের পর এখনও পর্যন্ত জিও-তে তৃতীয় সবচেয়ে বড় বিনিয়োগকারী সংস্থা ৷

 • Share this:

  #মুম্বই: লকডাউনের মধ্যে দেশে ব্যবসা-বাণিজ্য যখন থমকে তখন একের পর এক চমক দিচ্ছে জিও ৷ ফেসবুক, সিলভার লেকের পর আরও এক মার্কিন সংস্থা ভিস্টা ইক্যুয়িটি পার্টনার্স এবার জিও-তে বিপুল অঙ্কের বিনিয়োগের কথা ঘোষণা করল ৷ জিও-র ২.৩২ শতাংশ স্টেক কেনার কথা ঘোষণা করল মার্কিন প্রাইভেট ইক্যুয়িটি ফার্ম Vista Equity Partners ৷ এর জন্য জিও-তে ১১,৩৬৭ কোটি টাকা বিনিয়োগ করবে তারা ৷ এই বিনিয়োগের ঘোষণার পরেই জিও প্ল্যাটফর্মগুলি মাত্র তিন সপ্তাহের মধ্যেই ৬০,৫৯৬.৩৭ কোটি টাকা বিদেশি লগ্নি পেতে সফল ৷ যা স্বভাবতই নতুন রেকর্ড ৷

  জিও প্ল্যাটফর্মে এই নতুন বিনিয়োগের ইক্যুয়িটি মূল্য ৪.৯১ লক্ষ কোটি টাকা এবং এন্টারপ্রাইজ মূল্য ৫.১৬ কোটি টাকা ৷ ভিস্তা হল ফেসবুক এবং সিলভার লেকের পর এখনও পর্যন্ত জিও-তে তৃতীয় সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগকারী সংস্থা ৷

  জিও-তে ভিস্তার এই নতুন বিনিয়োগের ঘোষণার পর স্বভাবতই খুশি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি ৷ তিনি বলেন, ‘‘ ভিস্তাকে স্বাগত ! বিশ্বের অন্যতম সেরা এই টেক বিনিয়োগকারী সংস্থা ৷ আমাদের অন্যান্য পার্টনারদের মতো ভিস্তার সঙ্গে এই চুক্তিও ভারতের ডিজিটাল ইকোসিস্টেমের অগ্রগতিতে দারুণ সাহায্য করবে ৷ ’’

  Published by:Siddhartha Sarkar
  First published:

  Tags: Jio-Vista, Reliance Jio, Reliance Jio-Vista deal

  পরবর্তী খবর