Delhi Airport: বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলির মধ্যে অন্যতম দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর, বলছে সমীক্ষা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
অফিসিয়াল এয়ারলাইন গাইড বা ওএজি-র রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের অক্টোবর মাসে সিট ক্যাপাসিটি বা যাত্রী ধারণ ক্ষমতা এবং ডোমেস্টিক ও আন্তর্জাতিক উড়ানের ঘন-ঘন আনাগোনার নিরিখে দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর তালিকায় দশম স্থান অধিকার করেছে।
নয়াদিল্লি: বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের তালিকার প্রথম দশে জায়গা করে নিল দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর। অফিসিয়াল এয়ারলাইন গাইড বা ওএজি-র রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের অক্টোবর মাসে সিট ক্যাপাসিটি বা যাত্রী ধারণ ক্ষমতা এবং ডোমেস্টিক ও আন্তর্জাতিক উড়ানের ঘন-ঘন আনাগোনার নিরিখে দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর তালিকায় দশম স্থান অধিকার করেছে।
আসলে গত দুবছর ধরে গোটা বিশ্ব জুড়ে তাণ্ডব চালিয়েছে মারণ করোনাভাইরাস। যা বিশ্বব্যাপী মহামারীর সৃষ্টি করেছিল। আর কোভিড ১৯-এর জেরে লকডাউনের প্রভাবে স্বাভাবিক জনজীবনও যেন থমকে গিয়েছিল। ফলে সব ক্ষেত্রেই এর ব্যাপক প্রভাব পড়তে দেখা গিয়েছে। বাদ যায়নি বিমান বা উড়ান সংক্রান্ত শিল্পও। তবে চলতি বছর করোনাভাইরাসের দাপট কিছুটা কমার ফলে ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হতে শুরু করেছে। আর বিমান শিল্পও ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে।
advertisement
advertisement
সমীক্ষা করার পরে অ্যাভিয়েশন অ্যানালিটিকস কোম্পানি ওএজি জানিয়েছে যে, ২০১৯ সালের অক্টোবর মাসে অর্থাৎ অতিমারীর আগে দিল্লি বিমানবন্দর ব্যস্ততম বিমানবন্দরের তালিকার ১৪-তম স্থানে জায়গা করে নিয়েছিল। তবে সেই জায়গা থেকে অনেক উন্নতি দেখা যাচ্ছে ২০২২ সালের অক্টোবরের রিপোর্টে।
advertisement
আর ওএজি-র বর্তমান তালিকা অনুসারে, বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের তকমা ছিনিয়ে নিয়েছে হার্ৎসফিল্ড-জ্যাকসন আটলান্টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। যা প্রায় ৪৭ লক্ষ ৪৭ হাজার ৩৬৭ সিটের পরিষেবা প্রদান করেছে।
এর পরেই দ্বিতীয় স্থানে রয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। এখানে প্রায় ৪১ লক্ষ ২৭ হাজার ৭০৪ সিটের পরিষেবা প্রদান করা হয়েছে। দুবাইয়ের পরেই স্থান পেয়েছে টোকিও আন্তর্জাতিক বিমানবন্দর। এখানে ৩৮ লক্ষ ৭৭ হাজার ১৬৪ সিটের পরিষেবা দেওয়া হয়েছে। চতুর্থ স্থানে রয়েছে প্রায় ৩৭ লক্ষ ৫৩ হাজার ৮৫৮ সিটের পরিষেবা প্রদানকারী ডালাসের ডালাস/ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দর। পঞ্চম স্থান ছিনিয়ে নিয়েছে ৩৭ লক্ষ ০৯ হাজার ৩৯৪ সিটের পরিষেবা প্রদানকারী ডেনভার বিমানবন্দর। এর পরেই অর্থাৎ ষষ্ঠ স্থানে রয়েছে লন্ডন হিথরো বিমানবন্দর। সপ্তম, অষ্টম এবং নবম স্থানে রয়েছে যথাক্রমে শিকাগো ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর, ইস্তানবুল বিমানবন্দর এবং লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 28, 2022 3:07 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Delhi Airport: বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলির মধ্যে অন্যতম দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর, বলছে সমীক্ষা