Delhi Airport: বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলির মধ্যে অন্যতম দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর, বলছে সমীক্ষা

Last Updated:

অফিসিয়াল এয়ারলাইন গাইড বা ওএজি-র রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের অক্টোবর মাসে সিট ক্যাপাসিটি বা যাত্রী ধারণ ক্ষমতা এবং ডোমেস্টিক ও আন্তর্জাতিক উড়ানের ঘন-ঘন আনাগোনার নিরিখে দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর তালিকায় দশম স্থান অধিকার করেছে।

বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলির মধ্যে অন্যতম দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর (File Photo)
বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলির মধ্যে অন্যতম দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর (File Photo)
নয়াদিল্লি: বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের তালিকার প্রথম দশে জায়গা করে নিল দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর। অফিসিয়াল এয়ারলাইন গাইড বা ওএজি-র রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের অক্টোবর মাসে সিট ক্যাপাসিটি বা যাত্রী ধারণ ক্ষমতা এবং ডোমেস্টিক ও আন্তর্জাতিক উড়ানের ঘন-ঘন আনাগোনার নিরিখে দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর তালিকায় দশম স্থান অধিকার করেছে।
আসলে গত দুবছর ধরে গোটা বিশ্ব জুড়ে তাণ্ডব চালিয়েছে মারণ করোনাভাইরাস। যা বিশ্বব্যাপী মহামারীর সৃষ্টি করেছিল। আর কোভিড ১৯-এর জেরে লকডাউনের প্রভাবে স্বাভাবিক জনজীবনও যেন থমকে গিয়েছিল। ফলে সব ক্ষেত্রেই এর ব্যাপক প্রভাব পড়তে দেখা গিয়েছে। বাদ যায়নি বিমান বা উড়ান সংক্রান্ত শিল্পও। তবে চলতি বছর করোনাভাইরাসের দাপট কিছুটা কমার ফলে ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হতে শুরু করেছে। আর বিমান শিল্পও ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে।
advertisement
advertisement
সমীক্ষা করার পরে অ্যাভিয়েশন অ্যানালিটিকস কোম্পানি ওএজি জানিয়েছে যে, ২০১৯ সালের অক্টোবর মাসে অর্থাৎ অতিমারীর আগে দিল্লি বিমানবন্দর ব্যস্ততম বিমানবন্দরের তালিকার ১৪-তম স্থানে জায়গা করে নিয়েছিল। তবে সেই জায়গা থেকে অনেক উন্নতি দেখা যাচ্ছে ২০২২ সালের অক্টোবরের রিপোর্টে।
advertisement
আর ওএজি-র বর্তমান তালিকা অনুসারে, বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের তকমা ছিনিয়ে নিয়েছে হার্ৎসফিল্ড-জ্যাকসন আটলান্টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। যা প্রায় ৪৭ লক্ষ ৪৭ হাজার ৩৬৭ সিটের পরিষেবা প্রদান করেছে।
এর পরেই দ্বিতীয় স্থানে রয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। এখানে প্রায় ৪১ লক্ষ ২৭ হাজার ৭০৪ সিটের পরিষেবা প্রদান করা হয়েছে। দুবাইয়ের পরেই স্থান পেয়েছে টোকিও আন্তর্জাতিক বিমানবন্দর। এখানে ৩৮ লক্ষ ৭৭ হাজার ১৬৪ সিটের পরিষেবা দেওয়া হয়েছে। চতুর্থ স্থানে রয়েছে প্রায় ৩৭ লক্ষ ৫৩ হাজার ৮৫৮ সিটের পরিষেবা প্রদানকারী ডালাসের ডালাস/ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দর। পঞ্চম স্থান ছিনিয়ে নিয়েছে ৩৭ লক্ষ ০৯ হাজার ৩৯৪ সিটের পরিষেবা প্রদানকারী ডেনভার বিমানবন্দর। এর পরেই অর্থাৎ ষষ্ঠ স্থানে রয়েছে লন্ডন হিথরো বিমানবন্দর। সপ্তম, অষ্টম এবং নবম স্থানে রয়েছে যথাক্রমে শিকাগো ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর, ইস্তানবুল বিমানবন্দর এবং লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Delhi Airport: বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলির মধ্যে অন্যতম দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর, বলছে সমীক্ষা
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement