7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীরা শীঘ্রই পেতে পারেন ১৮ মাসের বকেয়া মহার্ঘ ভাতা

Last Updated:

দীর্ঘ সময় ধরে ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধির দাবি জানানো হয়েছে-

#নয়াদিল্লি: কেন্দ্র সরকার শীঘ্রই তাদের কর্মীদের সুখবর দিতে চলেছেন ৷ মনে করা হচ্ছে ১৮ মাস ধরে কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে শীঘ্রই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে সরকার ৷ একটি রিপোর্ট অনুযায়ী, ক্যাবিনেটের আগামী বৈঠকে এই বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ আরও অনুমান করা হচ্ছে কেন্দ্রীয় কর্মীদের ন্যূনতম বেতন বৃদ্ধি করা হতে পারে ৷ কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেসিক স্যালারি (Minimum Wages) ১৮ হাজার থেকে বাড়িয়ে ২৬ হাজার টাকা করা হতে পারে ৷
অন্যদিকে, জেসিএম-এর তরফে দাবি জানানো হয়েছে ১৮ মাসের বকেয়া ডিএ-র ওয়ান টাইম সেটেলমেন্ট করে দেওয়ার ৷ এই বিষয়ে জেসিএম, ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং ও অর্থ মন্ত্রকের মধ্যে এরিয়ার নিয়ে কর্তাবার্তা হয়েছে ৷ অনুমান করা হচ্ছে কেন্দ্র সরকারের তরফে ডিএ বৃদ্ধিও করা হতে পারে ৷ কত টাকা বৃদ্ধি হবে এবং এই নিয়ে কবে ঘোষনা করা হবে সেই নিয়ে এখনও কিছু জানানো হয়নি ৷
advertisement
advertisement
৩ শতাংশ বাড়তে পারে মহার্ঘ ভাতা
মনে করা হচ্ছে মহার্ঘ ভাতা ৩১ শতাংশ থেকে বেড়ে ৩৪ শতাংশ করা হতে পারে ৷ মোদি সরকারের তরফে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানো হলে কর্মচারীদের ন্যূনতম বেতন অর্থাৎ বেসিক স্যালারি বেড়ে ২৬,০০০ টাকা হতে পারে ৷ বাজেটের আগে অনুমোদন পেয়ে গেলে বাজেটের আগে থেকেই লাগু করে দেওয়া হতে পারে ৷
advertisement
দীর্ঘ সময় ধরে ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধির দাবি জানানো হয়েছে
কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মীদের তরফে লম্বা সময় ধরে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ শতাংশ থেকে বাড়িয়ে ৩.৬৮ শতাংশ করার জন্য দাবি জানানো হয়েছে ৷ সূত্রের খবর অনুযায়ী, কেন্দ্র সরকারি কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে পর্যালোচনা করতে পারে ৷ কেন্দ্রীয় কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টরের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমতি দিতে পারে ৷ ক্যাবিনেটের অ্যাপ্রুভালের পর এক্সপেন্ডিচারে সামিল করা হতে পারে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীরা শীঘ্রই পেতে পারেন ১৮ মাসের বকেয়া মহার্ঘ ভাতা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement