Alert! বুস্টার ডোজের নামে OTP চাইছে প্রতারকরা, দিলেই খালি হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

Last Updated:

Cyber Fraud: এই ভাবে পাতা হচ্ছে ফাঁদ-

#নয়াদিল্লি: দেশে প্রতিনিয়ত বেড়ে চলেছে সাইবার ফ্রডের (Cyber Fraud) ঘটনা ৷ সাধারন মানুষকে নিজেদের শিকার বানাতে নিত্যদিন নতুন নতুন উপায় বের করতে থাকে ঠগরা ৷ দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে করোনার তৃতীয় টেউ ৷ এবার করোনার বুস্টার ডোজের নাম করে মানুষকে লুটতে শুরু করেছে প্রতারকরা ৷ ফোন করে বুস্টার ডোজের জন্য রেজিস্ট্রেশনের নাম করে ওটিপি নম্বর জিজ্ঞাসা করা হচ্ছে ৷  ওটিপি নম্বর দিলেই মুহূর্তের মধ্যে খালি হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ৷
এই ভাবে পাতা হচ্ছে ফাঁদ-
advertisement
  • প্রথম ফোনে জিজ্ঞাসা করা হবে আপনার ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া হয়েছে ?
  • আপনি হ্যাঁ বললে প্রতারক আপনাকে বুস্টার ডোজের কথা বলবেন ৷ বলবে বুস্টার ডোজের জন্য রেজিস্ট্রেশন করা হচ্ছে, ফোনে আসা ওটিপি দিতে হবে ৷
  • ওটিপি দিলেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা তুলে নেওয়া হবে ৷
advertisement
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭৯ হাজার ৭২৩ জন (India Coronavirus Update)। এ নিয়ে দেশের মোট করোনা আক্রান্ত বেড়ে দাঁড়াল ৩ কোটি ৫৭ লক্ষ ৭ হাজার ৭২৭ জন। এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭,২৩,৬১৯ জন। করোনায় মৃত্যু হয়েছে একদিনে ১৪৬ জনের। যার ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৮৩,৯৩৬ জন (India Coronavirus Update)।
advertisement
দেশে ঝড়ের গতিতে বাড়ছে করোনা সংক্ৰমণ (Coronavirus)। পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রনও। এই পরিস্থিতিতে দেশকে করোনার ভয়াবহতা থেকে বাঁচাতে রক্ষা কবচ হিসেবে কাজ করবে COVID-এর বুস্টার ডোজ (Covid Booster Dose)। আর এই বুস্টার ডোজকে নিজেদের হাতিয়ার বানিয়ে মানুষকে লুটতে শুরু করে দিয়েছে প্রতারকরা ৷ তাই  ফোন কলের মাধ্যমে ভুলেও কোনওরকমের ওটিপি দেবেন না ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Alert! বুস্টার ডোজের নামে OTP চাইছে প্রতারকরা, দিলেই খালি হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement