জরুরি খবর! ৩১ ডিসেম্বরের আগে সেরে রাখুন এই কাজ, না হলে দিতে হবে জরিমানা....

Last Updated:

ই-ফাইলিং পোর্টালে গিয়ে নিজের ট্যাক্স রিটার্ন ফাইল করতে চাইলে নীচে দেওয়া স্টেপস ফলো করতে হবে -

#নয়াদিল্লি: ৩১ ডিসেম্বরের মধ্যে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল (Income tax return file) না করলে দিতে হতে পারে ৫০০০ টাকার জরিমানা ৷ তবে এরকম বেশ কিছু করদাতা রয়েছেন যাঁরা সময় সীমা সমাপ্ত হওয়ার পর বিনা পেনাল্টিতে আইটিআর ফাইল করতে পারবেন ৷ দেখে নিন কোন করদাতারা ছাড় পাবেন ৷
সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) আর্থিক বছর ২০২০-২১ এর জন্য ITR ফাইল করার ডেডলাইন একবার ফের বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২১ করে দিয়েছে ৷ ৩১ ডিসেম্বরের পর ITR ফাইল করার জন্য ৫০০০ টাকার জরিমানা দিতে হতে পারে ৷
advertisement
advertisement
দিতে হতে পারে ৫০০০ টাকার জরিমানা
সরকারের দেওয়া সময়সীমার পর রিটার্ন ফাইল করলে দিতে হতে পারে ৫০০০ টাকা জরিমানা ৷ ইনকাম ট্যাক্স সেকশন 234F-এ এই বিষয়ে জানানো হয়েছে ৷ করদাতার আয় ৫ লক্ষ টাকার মধ্যে হলে লেট ফাইন হিসেবে ১০০০ টাকা দিতে হবে ৷ ৫ লক্ষ টাকার বেশি আয় হলে বেশি জরিমানা দিতে হবে ৷
advertisement
কাদের দিতে হবে না জরিমানা ?
যে ব্যক্তিদের গ্রস টোটাল ইনকাম বেসিক ছাড়ের লিমিটের থেকে বেশি নয়, তাঁদের আইটিআর ফাইল করতে দেরি হলে দিতে হবে না পেনাল্টি ৷ গ্রস টোটাল ইনকাম ছাড়ের বেসিক লিমিটের থেকে কম থাকলে রিটার্ন ফাইল করতে দেরি হলে সেকশন 234F অনুযায়ী কোনও জরিমানা দিতে হবে না ৷
advertisement
কীভাবে ফাইল করলে আইটিআর (e-filing portal): ই-ফাইলিং পোর্টালে গিয়ে নিজের ট্যাক্স রিটার্ন ফাইল করতে চাইলে নীচে দেওয়া স্টেপস ফলো করতে হবে -
- প্রথমে ই-ফাইলিং পোর্টালে incometax.gov.in গিয়ে লগইন করতে হবে
advertisement
- ইউজার নাম দিয়ে continue বটনে ক্লিক করতে হবে
- এরপর দিতে হবে নিজের পাসওয়ার্ড
- এবার e-file ট্যাবে ক্লিক করে File Income Tax Return বিকল্প সিলেক্ট করতে হবে
- ২০২১-২২ সাল সিলেক্ট করে continue অপশনে ক্লিক করতে হবে
- এরপর আপনাকে অনলাইন বা অফলাইন অপশন সিলেক্ট করতে বলা হবে
advertisement
- অনলাইন অপশন সিলেক্ট করে continue ট্যাবে ক্লিক করতে হবে
- এবার পার্সোনাল অপশন সিলেক্ট করতে হবে
- আইটিআর 1 বা আইটিআর -4 যে কোনও একটি অপশন সিলেক্ট করে continue ট্যাবে ক্লিক করতে হবে
- আপনার কাছে Return এর কারন জিজ্ঞাসা করা হবে
- আইটিআর অনলাইন ফাইল করার সময় সঠিক বিকল্প সিলেক্ট করতে হবে
advertisement
- নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেল দিতে হবে
- এবার আইটিআর ফাইল করার জন্য নতুন পেজ খুলে যাবে
- নিজের আইটিআর ভেরিফাই করে রিটার্নের হার্ড কপি আয়কর বিভাগে পাঠিয়ে দিতে হবে
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
জরুরি খবর! ৩১ ডিসেম্বরের আগে সেরে রাখুন এই কাজ, না হলে দিতে হবে জরিমানা....
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement