Civic Volunteers Money Hike: সিভিক ভলান্টিয়ারদের জন্য বিরাট সুখবর! পুজোর মুখে বাড়ল টার্মিনাল বেনিফিটের টাকা! এককালীন কত টাকা পাবেন? চমকে দেবে অঙ্ক!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Civic Volunteers Money Hike: এড হোক বোনাসের পর এবার বাড়ল টার্মিনাল বেনিফিটের টাকা। ৬০ বছর বয়সের পর এককালীন টার্মিনাল বেনিফিট দেওয়া হবে ৫ লক্ষ টাকা।
কলকাতা: সিভিক ভলেন্টিয়ারদের জন্য এবার বড় সুখবর। এড হোক বোনাসের পর এবার বাড়ল টার্মিনাল বেনিফিটের টাকা। ৬০ বছর বয়সের পর এককালীন টার্মিনাল বেনিফিট দেওয়া হবে ৫ লক্ষ টাকা। যা আগে ছিল ৩ লক্ষ টাকা। আগামী ১লা এপ্রিল থেকেই এই নির্দেশিকা কার্যকর হবে।
সিভিক ভলেন্টিয়ারদের এলিজিবিলিটি চেক করেই এই অবসরকালীন ভাতা দিতে হবে বলেও জানিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর। কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশকে এই মর্মে একটি নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র দফতর।
advertisement
গত সপ্তাহেই সিভিক ভলান্টিয়ারদের জন্য অ্যাড-হক বোনাস ঘোষণা করা হয়। গত বছরের তুলনায় বেড়েছে বোনাস। এবার বাড়ল টার্মিনাল বেনিফিটের টাকা। দুর্গাপুজোর কয়েক মাস আগেই সিভিক ভলান্টিয়ারদের জন্য তাই এবার খুশির খবর। গত বুধবার বোনাস সংক্রান্ত নোটিশ জারি করে নবান্ন। আর আজ বৃহস্পতিবার বাড়ানো হল অবসরকালীন ভাতার টাকা।
advertisement
এই মুহূর্তে রাজ্যে দুই লক্ষাধিক সিভিক ভলান্টিয়ার রয়েছেন। তাঁরা পুলিশের কাজে সহায়তা করেন। বিশেষ করে এলাকায় টহল দেওয়া, ট্রাফিক সামলানোর কাজ মূলত এখন সিভিক ভলান্টিয়াররাই করে থাকেন। তবে হাই কোর্টের নির্দেশে এখন আইনশৃঙ্খলাজনিত কোনও বিষয়ে সিভিক ভলান্টিয়ারদের কাজে লাগানো যায় না। বাজেটে বেতন বৃদ্ধির পাশাপাশি রাজ্য সরকার ঘোষণা করেছিল, পুলিশের ২০ শতাংশ চাকরি সংরক্ষিত থাকবে সিভিক ভলান্টিয়ারদের জন্য। যা এত দিন ১০ শতাংশ ছিল।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 29, 2024 6:22 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Civic Volunteers Money Hike: সিভিক ভলান্টিয়ারদের জন্য বিরাট সুখবর! পুজোর মুখে বাড়ল টার্মিনাল বেনিফিটের টাকা! এককালীন কত টাকা পাবেন? চমকে দেবে অঙ্ক!