Child Adoption Rule: সন্তান দত্তক নিতে চান, জেনে নিন সঠিক নিয়ম কানুন

Last Updated:

Child Adoption Rule: ক্রমেই বেড়ে চলেছে শিশু দত্তক নেওয়ার প্রবণতা

+
জেনে

জেনে নিন সঠিক নিয়ম কানুন

নদিয়া: ক্রমেই বেড়ে চলেছে শিশু দত্তক নেওয়ার প্রবণতা। আগেকার যুগে তুলনামূলকভাবে কম হলেও তা ধীরে ধীরে বাড়ছে। তবে শিশু দত্তক নেওয়ার রয়েছে বেশ কিছু আইন কানুন। শুধুমাত্র সরকারি সংস্থা থেকেই নেওয়া যেতে পারে দত্তক নেওয়া। কোনরকম বেসরকারি সংস্থা কিংবা তৃতীয় ব্যক্তির কাছ থেকে সরাসরি নেওয়া যায় না শিশু দত্তক। সেটি সম্পূর্ণ আইনবিরোধী কাজ। এমনটাই জানালেন সরকার অনুমোদিত নদিয়া জেলার দত্তক প্রদানকারী সংস্থা রানাঘাট লায়ন্স আনন্দী।
দীর্ঘ বেশ কয়েক বছর ধরে নদিয়া জেলার সরকার অনুমোদিত দত্তক প্রদানকারী সংস্থা রানাঘাট লায়ন্স আনন্দী এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে। ইতিমধ্যে একাধিক পরিবারকে সরকারি নিয়ম মেনে তারা তুলে দিতে পেরেছে একাধিক শিশুকে। শিশু দত্তক নেওয়ার কী কী সরকারি নিয়মাবলী রয়েছে কোন উপায়ে এবং পদ্ধতিতে শিশু দত্তক দেওয়া যায় সেই বিষয়েই শান্তিপুর লায়ন্স ক্লাবের সহযোগিতায় স্টার প্যালেসে, আজ এক আলোচনা সভার আয়োজন করেছিলো রানাঘাট লায়ন্স আনন্দী সংস্থা।
advertisement
এই আলোচনা সভায় তারা জানান, জন্ম থেকে ১৮ বছর বয়স পর্যন্ত যে কোনও অনাথ, প্রত্যর্পিত শিশু, যাদের শিশু কল্যাণ সমিতি “দত্তকের জন্য আইনত বৈধ” হিসেবে শংসাপত্র প্রদান করেছেন, এমন সকল শিশুদের যে কোনও নিঃসন্তান দম্পতি, একক দত্তক পিতা/মাতা বা নিজের সন্তান আছে এরূপ দম্পতি সন্তান রূপে প্রতিপালনের জন্য দত্তক নিতে পারবেন।
advertisement
advertisement
জুভেনাইল জাস্টিস অ্যাক্ট ২০১৫, ২ নম্বর ধারার (৫২) নম্বর উপধারা অনুযায়ী কোন দম্পতি অথবা ব্যক্তি তাদের আত্মীয়ের শিশুকে আইনানুগভাবে সন্তান রূপে দত্তক নিতে পারবেন। আগের বিবাহের এক বা একাধিক শিশুকে বর্তমান বিবাহের দম্পতি আইনগতভাবে দত্তক নিতে পারবেন। সে ক্ষেত্রে আগের বিবাহের দম্পতি শিশুকে প্রত্যর্পণ করবেন।
দত্তক নিতে ইচ্ছুক বা বিবাহিত জীবন অন্তত দুবছর অতিক্রান্ত হয়েছে এমন দম্পতিকে সন্তান দত্তক নেওয়ার জন্য সর্বপ্রথম আবশ্যিক ভাবে www.cara.nic.in এ রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইনে আবেদনের সময় প্যান কার্ড, ছবি বিবাহের শংসাপত্র, বাসস্থানের শংসাপত্র, জন্মতারিখের প্রমাণপত্র ইত্যাদি প্রয়োজনীয় নথি দত্ত গ্রহণ ইচ্ছুক দম্পতি/ব্যক্তিকে আপলোড করতে হবে।
advertisement
রাজ্যের বা দেশের যেকোনো সরকার অনুমোদিত দত্তক প্রদানকারী সংস্থা থেকে বাসস্থান নির্বিশেষে দত্তক নেওয়া যায়। এ বিষয়ে বিশদ তথ্য জানতে www.cara.nic.in / www.wbcdwdsw.gov.in এই ওয়েবসাইট গুলোতে তথ্য রয়েছে। সরকারি নির্দেশ অনুসারে সন্তান দত্তক গ্রহণ প্রক্রিয়ার জন্য মোট খরচ ৫৪,০০০ টাকা। দত্তক গ্রহণ নির্ভর করে দত্তক প্রদানকারী সংস্থাগুলির কাছে দত্তকযোগ্য শিশুর উপস্থিতি ও আইনি প্রক্রিয়ার উপর।
advertisement
ক) ০-৪ বছর পর্যন্ত শিশু দত্তক নেওয়ার ক্ষেত্রে পিতা-মাতার বয়সের যোগফল হতে হবে সর্বোচ্চ ৯০ বছর। একক পিতা/মাতার ক্ষেত্রে সর্বোচ্চ ৪৫ বছর।
খ) ৪-৮ বছর পর্যন্ত শিশু দত্তক নেওয়ার ক্ষেত্রে পিতা-মাতার বয়সের যোগফল হতে হবে সর্বোচ্চ ১০০ বছর। একক পিতা/মাতার ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ বছরের বেশি নয়।
গ) ৮-১৮ বছর পর্যন্ত শিশু দত্তক নেওয়ার ক্ষেত্রে পিতা-মাতার বয়সের যোগফল হতে হবে সর্বোচ্চ ১১০ বছর। একক পিতা/মাতার ক্ষেত্রে সর্বোচ্চ ৫৫ বছর। কোনও ব্যক্তি বা দম্পতি কোন সংস্থা থেকে যখন কোন শিশুর দত্তক রূপে প্রতিপালনের জন্য গ্রহণ করবেন, তখন অবশ্যই নিম্নলিখিত নথিপত্রগুলি সংস্থার কাছ থেকে সংগ্রহ করবেন,
advertisement
ক) শিশুর ডাক্তারি পরীক্ষার রিপোর্ট ফটোকপি (MER)
খ) শিশুর সমীক্ষার রিপোর্টের ফটোকপি (CSR)
গ) প্রতিপালন যত্নের (Foster Care) চুক্তির ফটোকপি।
ঘ) চাইল্ড ওয়েলফেয়ার কমিটি কর্তৃক প্রদত্ত “দত্তকের জন্য আইনত বৈধ” (LFA ) শংসাপত্রের ফটোকপি।
শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ এবং আর্থিকভাবে সক্ষম ব্যক্তি/দম্পতি প্রতিপালনের জন্য সন্তান দত্তক গ্রহণ করতে পারবেন।
advertisement
বেশ কিছু সময় দেখা যায় বেআইনি ভাবে দত্তক গ্রহণের প্রবণতা, বেআইনিভাবে কোন শিশুকে দত্তক নিলে তার ক্ষেত্রে রয়েছে বেশ কিছু প্রযোজ্য শাস্তির ধারা। রয়েছে তিন বছর পর্যন্ত হাজতবাস অথবা এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা কিংবা উভয়ই। সুতরাং সম্পূর্ণ সরকারিভাবে এবং সরকার অনুমোদিত দত্ত প্রদানকারী সংস্থার থেকেই দত্তক নেওয়ার জন্য করা যেতে পারে আবেদন।
Mainak Debnath
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Child Adoption Rule: সন্তান দত্তক নিতে চান, জেনে নিন সঠিক নিয়ম কানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement