চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন, ফের রেলে দুর্ঘটনা! দাউ দাউ করে জ্বলছে কামরা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
humsafar express fire: চলন্ত ট্রেনে আগুন, গল গল করে বেরোচ্ছে ধোঁয়া। চিৎকার করছেন যাত্রীরা।
ভালসাদ: বালাসোর দুর্ঘটনার রেশ মিলিয়ে যায়নি এখনও। এরই মধ্যে রেলে আরও একটি ভয়ঙ্কর ঘটনা। এবার চলন্ত হামসফর এক্সপ্রেসের বগিতে আগুন। দাউ দাউ করে জ্বলল কামরা।
তিরুচিরাপল্লি থেকে গুজরাতের গঙ্গানগর পর্যন্ত চলা হামসফর এক্সপ্রেসে এদিন আগুন লাগে। চলন্ত ট্রেনে থেকেই গল গল করে ধোযা উঠতে দেখা যায়।
ট্রেনটি ছিপওয়াড় নামে এক স্টেশনের কাছে পৌঁছনোর পরই জেনারেটর বগিতে আগুন ধরে যায়। ট্রেনে আগুন লাগার পরই ঘটনাস্থলে বিশৃঙ্খলা দেখা দেয়। যাত্রীবাহী কোচেও জেনারেটর বগি থেকে আগুন লেগেছে বলে জানা যায়।
advertisement
advertisement
আগুনে পুড়ে যাওয়া বগিগুলোকে ট্রেন থেকে আলাদা করা হয়। তবে অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর নেই। তবে এই ঘটনায় ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে স্বাভাবিকভাবেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়।
আরও পড়ুন- মেট্রোয় চুমুতে মত্ত যুগল! খেয়াল নেই কোনওদিকে, অস্বস্তিতে যাত্রীরা! দেখুন ভিডিও
এই ঘটনার পরই পশ্চিম রেলওয়ের সিপিআরও সুমিত ঠাকুর বলেছেন, ভালসাদ হয়ে যাওয়ার সময় তিরুচিরাপল্লী-শ্রীগঙ্গানগর ট্রেন নম্বর 22498-এর পাওয়ার কার/ব্রেক ভ্যান কোচে আগুন এবং ধোঁয়া দেখা গিয়েছিল।
advertisement
পাশের কোচের সব যাত্রীদের প্রায় সঙ্গে সঙ্গে নিরাপদে নামানো হয়েছে। কোনও হতাহতের ঘটনা নেই। যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে রেল।
অগ্নিকাণ্ডের মুহূর্তের ছবি-ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন একাধিক যাত্রী। ইতিমধ্যে রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে আরও একবার। প্রসঙ্গত উল্লেখ্য, অগাস্ট মাসে ‘ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেন’-এও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 23, 2023 5:07 PM IST