অনলাইনে Pan Card ডিটেলস দেখবেন কীভাবে? যদি কিছু ভুল থেকে যায়?

Last Updated:

বর্তমানে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক বাধ্যতামূলক করেছে সরকার। এই পরিস্থিতি প্যান কার্ডের বিশদ বিবরণ জানা দরকার।

কলকাতা: প্যান মানে পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর। এটি ১০ সংখ্যার আলফানিউমেরিক নম্বর, যা প্রত্যেক প্যান কার্ড হোল্ডারকে স্বতন্ত্রভাবে বরাদ্দ করা হয়। আয়কর জমা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, নির্দিষ্ট সীমার উপর সম্পত্তি ক্রয় বা বিক্রয় ইত্যাদি ক্ষেত্রে প্যান কার্ডের প্রয়োজন হয়।
বর্তমানে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক বাধ্যতামূলক করেছে সরকার। এই পরিস্থিতি প্যান কার্ডের বিশদ বিবরণ জানা দরকার। এই কাজ অনলাইনেই করা যায়। এক্ষেত্রে প্যান নম্বর বা নাম এবং জন্মতারিখ দিয়েও প্যান কার্ডের বিশদ জানা যায়। বিস্তারিতভাবে সেই পদ্ধতিই দেখে নেওয়া যাক।
advertisement
advertisement
প্যান নম্বর দিয়ে প্যান কার্ডের বিশদ অনুসন্ধান:
প্রথম ধাপ – আয়কর বিভাগের ই-ফাইলিং ওয়েবসাইটে লগ ইন করতে হবে।
দ্বিতীয় ধাপ – এবার ‘রেজিস্টার ইয়োরসেলফ’ অপশনে ক্লিক করতে হবে। লিখতে হবে প্যান নম্বর।
তৃতীয় ধাপ – রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে জমা দিতে হবে।
চতুর্থ ধাপ – এরপর ই-মেলে একটি লিঙ্ক আসবে। অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে।
advertisement
পঞ্চম ধাপ – অ্যাকাউন্টে প্রবেশ করতে https://incometaxindiaefiling.gov.in/e-Filing/UserLogin/LoginHome.html এ গিয়ে ‘মাই অ্যাকাউন্ট’-এ ক্লিক করতে হবে।
ষষ্ঠ ধাপ – প্রোফাইল সেটিংসে গিয়ে ক্লিক করতে হবে প্যান ডিটেলস-এ।
সপ্তম ধাপ – এরপর প্যান কার্ড হোল্ডারের ডিটেলস আসবে। নাম, এলাকার কোড, ঠিকানা এবং অন্যান্য তথ্য পাওয়া যাবে।
নাম ও জন্মতারিখ দিয়ে প্যান কার্ডের বিশদ অনুসন্ধান:
advertisement
প্রথম ধাপ – আয়কর বিভাগের অফিসিয়াল ই-ফাইলিং ওয়েবসাইটে যেতে হবে।
দ্বিতীয় ধাপ – এবার ক্লিক করতে হবে ‘কুইক লিঙ্ক’ অপশনে।
তৃতীয় ধাপ – ‘নো ইওর প্যান’ অপশনে ক্লিক করতে হবে।
চতুর্থ ধাপ – নাম, মধ্যনাম, পদবি, লিঙ্গ, জন্ম তারিখ, অবস্থা, মোবাইল নম্বর, ইত্যাদি লিখতে হবে।
পঞ্চম ধাপ – প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে।
advertisement
ষষ্ঠ ধাপ – ওটিপি লিখতে হবে।
সপ্তম ধাপ – ‘ভ্যালিডেট’ অপশনে ক্লিক করতে হবে।
অষ্টম ধাপ – এবার লিখতে হবে বাবার নাম।
নবম ধাপ – ‘সাবমিট’ অপশনে ক্লিক করতে হবে।
প্যান নম্বর সহ প্রাসঙ্গিক বিবরণ স্ক্রিনে চলে আসবে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
অনলাইনে Pan Card ডিটেলস দেখবেন কীভাবে? যদি কিছু ভুল থেকে যায়?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement