PM Kisan: এখনও আসেনি পিএম কিষানের দশম কিস্তির টাকা ? দেখে নিন কী করতে হবে....

Last Updated:

PM Kisan: অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার না হয়ে থাকলে শীঘ্রই সরকারের তরফে জারি হেল্পলাইন নম্বরে ফোন করে বিষয়টি জানান ৷

#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার দশম কিস্তির টাকা ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফে জারি করে দেওয়া হয়েছে ৷ এই যোজনার টাকা ১ জানুয়ারি দেশের কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে শুরু করে দিয়েছে কেন্দ্র ৷ এখনও পর্যন্ত কিস্তির টাকা না পেয়ে থাকলে শীঘ্রই কয়েকটি কাজ করতে হবে ?
বেশ কয়েকদিন কেটে গিয়েছে দশম কিস্তির টাকা জারি হওয়ার পর থেকে ৷ কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার না হয়ে থাকলে শীঘ্রই সরকারের তরফে জারি হেল্পলাইন নম্বরে ফোন করে বিষয়টি জানান ৷
advertisement
advertisement
কেন্দ্র সরকার দেশের প্রায় ১০.০৯ কোটির বেশি কৃষকদের অ্যাকাউন্টে ২০,৯০০ কোটি টাকার বেশি ট্রান্সফার করেছে ৷ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় প্রতি বছর কৃষকদের ৬০০০ টাকার আর্থিক সাহায্য করা হয়ে থাকে ৷ তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়ে থাকে ৷ PM Kisan পোর্টালে দেওয়া তথ্য অনুযায়ী, স্কিমের প্রথম কিস্তি ১ ডিসেম্বর থেকে ৩১ মার্চের মধ্যে দেওয়া হয়, দ্বিতীয় কিস্তি ১ এপ্রিল থেকে ৩১ জুলাই এবং তৃতীয় কিস্তি ১ অগাস্ট থেকে ৩০ নভেম্বরের মধ্যে দেওয়া হয় ৷
advertisement
PM Kisan Samman Nidhi Helpline Number
-পিএম কিষান টোল ফ্রি নম্বর: 18001155266
-পিএম কিষান হেল্পলাইন নম্বর:155261
-পিএম কিষান ল্যান্ডলাইন নম্বর: 011—23381092, 23382401
-পিএম কিষানের নতুন হেল্পলাইন নম্বর: 011-24300606
-পিএম কিষানের আরও একটি হেল্পলাইন নম্বর: 0120-6025109
advertisement
-ই-মেল আইডি: pmkisan-ict@gov.in
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: এখনও আসেনি পিএম কিষানের দশম কিস্তির টাকা ? দেখে নিন কী করতে হবে....
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement