ITR ফাইল জমায় বিলম্বে দিতে হয় জরিমানা, কিন্তু কাদের তা দিতে হবে না?
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
এক নজরে দেখে নেওয়া যাক কারা কী ভাবে জরিমানা ছাড়াই ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিতে পারবে।
#নয়াদিল্লি: আর্থিক বর্ষ ২০২০-২১ সালের জন্য ইনকাম ট্যাক্স রিটার্ন (ITR) জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২০২১ সালের ৩১ ডিসেম্বর। যারা এই তারিখের মধ্যে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল জমা করেনি তাদের দিতে হবে জরিমানা। যাদের আয় ৫ লাখ টাকার বেশি তাদের দিতে হবে ৫০০০ টাকা জরিমানা। এছাড়া যাদের আয় ৫ লাখ টাকার কম তাদের দিতে হবে ১০০০ টাকা জরিমানা। কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ পার হয়ে গেলেও কয়েকজন জরিমানা ছাড়াই সেটি জমা দিতে পারবে। এক নজরে দেখে নেওয়া যাক কারা কী ভাবে জরিমানা ছাড়াই ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিতে পারবে।
জরিমানা ছাড়াই ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল
যাদের বয়স ৬০ বছরের কম এবং আয় ২.৫ লাখ টাকার কম তারা কোনও জরিমানা ছাড়াই ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল জমা করতে পারবে। যাদের ৬০ বছরের বেশি কিন্তু ৮০ বছরের কম এবং আয় ৩ লাখ টাকার কম তারা কোনও জরিমানা ছাড়াই ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল জমা করতে পারবে। এছাড়া যাদের বয়স ৮০ বছরের বেশি এবং আয় ৫ লাখ টাকার কম তারা কোনও জরিমানা ছাড়াই ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল জমা করতে পারবে। আয় এবং বয়স অনুযায়ী জরিমানা ছাড়াই ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল জমা করা যেতে পারে।
advertisement
advertisement
নির্দিষ্ট কয়েকটি শর্ত
ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল জমা করার শেষ তারিখ পার হয়ে যাওয়ার পর কোনও জরিমানা ছাড়াই তা জমা করার নির্দিষ্ট কয়েকটি শর্ত রয়েছে। সেকশন ১৩৯(১) অনুযায়ী নির্দিষ্ট পরিমাণের বেশি আয় হলে জরিমানা দিতে হবে। এছাড়াও অন্যান্য কয়েকটি ক্ষেত্রে খরচের পরিমাও বেশি হলেও জরিমানা দিতে হয়।
advertisement
১) কেউ যদি কোনও ব্যাঙ্ক অথবা অন্য কোনও আর্থিক প্রতিষ্ঠানে ১ কোটি টাকা বা তার বেশি টাকা ডিপোজিট করে।
২) কেউ যদি নিজের জন্য অথবা অন্য কারো জন্য বিদেশে ট্রাভেল করার জন্য ২ লাখ টাকা খরচ করে।
৩) কেউ যদি ১ লাখ টাকা বিদ্যুতের বিলের পেছনে খরচ করে।
advertisement
২০২১ সালের ৩১ ডিসেম্বর ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল জমা করার শেষ তারিখ পার হয়ে গেলে নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্র ছাড়া জরিমানা দিয়েই জমা করতে হবে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল। ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল জমা করার জন্য কয়েকটি ক্ষেত্রে ধারা অনুযায়ী ছাড় দেওয়া হয়।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 08, 2022 8:31 AM IST