বাড়তে চলেছে কর্মক্ষেত্রে নিয়োগ, কোন শহরে পাওয়া যাচ্ছে সবচেয়ে বেশি চাকরি ? জেনে নিন

Last Updated:

নিয়োগ করার দিক থেকে বেঙ্গালুরু দেশের মধ্যে অগ্রণী ভূমিকা পালন করছে।

#কলকাতা: করোনা দেশে কর্মক্ষেত্রে সাময়িক প্রভাব ফেললেও এবার তার প্রকোপ কমতে চলেছে বলেই মনে করা হচ্ছে। কর্মক্ষেত্রে আবার কর্মসংস্থানের বান আসা শুধু সময়ের অপেক্ষা। দেশে করোনার কুপ্রভাবকে পিছনে ফেলে দ্রুত চাঙ্গা হচ্ছে অর্থনীতি। বিশেষ করে সেবাক্ষেত্রে (Service Sector) কর্মসংস্থান সবচেয়ে ভাল। সেবাক্ষেত্রে আরও বেশি তৈরি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ।
মানব সম্পদ উন্নয়ন কোম্পানি টিমলিজ সার্ভিসেস (TeamLease Services Ltd) কর্মসংস্থান সংক্রান্ত এক 'কর্মসংস্থান পরিস্থিতি প্রতিবেদন' প্রকাশ করেছে। সেই প্রতিবেদন অনুসারে, ৯৫ শতাংশ নিয়োগকর্তা জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে আরও নিয়োগের জন্য দৃঢ়সঙ্কল্প হয়েছেন। এর আগে এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকে শুধু ৯১শতাংশ নিয়োগকর্তা এমনটি বলেছিলেন। স্পষ্টত নিয়োগকর্তারা চাইছেন আরও বেশি কর্মী।
advertisement
advertisement
নিয়োগ করার দিক থেকে বেঙ্গালুরু দেশের মধ্যে অগ্রণী ভূমিকা পালন করছে। মনে করা হচ্ছে বেঙ্গালুরুতেই চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে নিয়োগের সবচেয়ে বেশি সুযোগ এবং অভিপ্রায় রয়েছে। এর কারণ হল তথ্য প্রযুক্তি (আইটি), ই-কমার্স, এফএমসিজি এবং অন্যান্য সংশ্লিষ্ট ক্ষেত্রে বৃদ্ধি কর্মক্ষেত্রেও প্রতিফলিত হচ্ছে, অন্তত প্রতিবেদনটিতে এমনটাই বলা হয়েছে।
নিয়োগ করতে ইচ্ছুক ৬১% কর্পোরেট কোম্পানি
বৃহত্তর ভাবে দেখতে গেলে, ভারতের ৬১ শতাংশ কর্পোরেট কোম্পানি এই সময়ের মধ্যে নিয়োগ করতে ইচ্ছুক, যা আগের ত্রৈমাসিকের তুলনায় সাত শতাংশ বেশি৷ বেঙ্গালুরুতে বরাবর উৎপাদন এবং পরিষেবা উভয় ক্ষেত্রেই কর্মী নিয়োগের বিষয়ে একটি ইতিবাচক মনোভাব ছিল। সেটাই প্রতিফলিত হয়েছে প্রতিবেদনটিতে। উৎপাদন ক্ষেত্রের শীর্ষস্থানীয় শিল্পগুলি হল এফএমসিজি (৪৮ শতাংশ), স্বাস্থ্য পরিসেবা এবং ওষুধ (৪৩ শতাংশ), ইঞ্জিনিয়ারিং এবং পরিকাঠামো (৩৮ শতাংশ), শক্তি এবং বিদ্যুৎ (৩৪ শতাংশ) এবং কৃষি এবং কৃষি রাসায়নিক (৩০ শতাংশ)।
advertisement
সবথেকে এগিয়ে তথ্য প্রযুক্তি
পরিষেবা খাতে নিয়োগের ইচ্ছার দিক থেকে শীর্ষস্থানীয় শিল্পগুলির মধ্যে স্বাভাবিক ভাবে এগিয়ে তথ্য প্রযুক্তি (৯৭ শতাংশ)। তার পরে জায়গা করে নিচ্ছে ই-কমার্স এবং সম্পর্কিত স্টার্টআপ (৮৫ শতাংশ), শিক্ষামূলক পরিষেবা (৭০ শতাংশ), টেলিযোগাযোগ (৬০ শতাংশ), খুচরো প্রয়োজনীয় পণ্য (৬৪ শতাংশ), খুচরো অপ্রয়োজনীয় পণ্য (৩০ শতাংশ) এবং আর্থিক পরিষেবা (৫৫ শতাংশ)।
advertisement
টিমলিজ সার্ভিসেসের চিফ বিজনেস অফিসার মহেশ ভাট বলেছেন যে, গত এক দশকে, বাজার হিসাবে বেঙ্গালুরু বিভিন্ন শিল্পে শক্তিশালী বৃদ্ধি দেখিয়েছে। ইন্টারনেট ভিত্তিক অনেক নতুন কোম্পানি এখানে গড়ে উঠেছে যারা বিভিন্ন মূল্য ভিত্তিক সেবা এবং পণ্য অফার করে।
advertisement
আরও বাড়বে রোজগার
শ্রীভাট আরও বলেছেন, “এই ইতিবাচক বৃদ্ধি বিভিন্ন ক্ষেত্রে এবং নানা ভূমিকায় প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। আরও বেশি বেশি নিয়োগকর্তা তাদের মানব সম্পদ এখন বাড়িয়ে নিতে চান এবং তার জন্য বেশি বেতন দিতেও প্রস্তুত। আগামী ত্রৈমাসিকে নিয়োগের অভিপ্রায় আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।" নিয়োগের দিক থেকে উৎপাদন খাতে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে দিল্লিতে (৭২ শতাংশ), তার পরে মুম্বই (৫৯ শতাংশ ) এবং তৃতীয় স্থানে রয়েছে চেন্নাই (৫৫ শতাংশ )। পরিষেবা ক্ষেত্রে বেঙ্গালুরু (৯৭ শতাংশ) শীর্ষে রয়েছে, তার পরে মুম্বই (৮১ শতাংশ) এবং সব শেষে দিল্লি (৬৮ শতাংশ)।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বাড়তে চলেছে কর্মক্ষেত্রে নিয়োগ, কোন শহরে পাওয়া যাচ্ছে সবচেয়ে বেশি চাকরি ? জেনে নিন
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement