মাত্র ৪০ হাজার টাকায় কেনা যাবে ১ লাখের ল্যাপটপ!

Last Updated:

ভারতে সেমিকন্ডাকটর চিপ তৈরি হলে ১ লাখ টাকা দামের ল্যাপটপ পাওয়া যাবে মাত্র ৪০ হাজার টাকায়।

#কলকাতা: এ বার আরও সহজ হবে কাজ। কম খরচেই মিলবে দামি ল্যাপটপ। এমনই ইঙ্গিত দিয়েছেন বেদান্তর (Vedanta) চেয়ারম্যান অনিল আগরওয়াল (Anil Agarwal)। সম্প্রতি তিনি জানিয়েছেন যে, ভারতে সেমিকন্ডাকটর চিপ তৈরি হলে বিভিন্ন ধরনের জিনিসের দাম অনেকটাই কমে যাবে।
ভারতে সেমিকন্ডাকটর চিপ তৈরি হলে ১ লাখ টাকা দামের ল্যাপটপ পাওয়া যাবে মাত্র ৪০ হাজার টাকায়। বেদান্ত তাইওয়ানের জনপ্রিয় বৈদ্যুতীন সংস্থা ‘ফক্সকন’ (Foxconn)-এর সঙ্গে যৌথ ভাবে গুজরাতে একটি নতুন সেমিকন্ডাকটর চিপ তৈরির প্লান্ট খুলতে চলেছে। জানা গিয়েছে যে গুজরাতের এই প্লান্টে ১.৫৪ লাখ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। সেমিকন্ডাক্টরের ব্যবহার অটো, স্মার্টফোন শিল্পে ব্যাপক ভাবে করা হয়। এ ছাড়াও ইলেকট্রনিক দ্রব্য বানানোর জন্য এর প্রয়োজন হয়। বিশ্বের প্রায় বেশিরভাগ দেশই এখন এই ধরনের সেমিকনডাক্টর চিপের জন্য তাইওয়ান-সহ অন্য দেশের ওপর নির্ভরশীল।
advertisement
advertisement
সংবাদ মাধ্যমকে অনিল আগরওয়াল জানিয়েছেন যে, ল্যাপটপ তৈরির জন্য প্রয়োজনীয় গ্লাসের নির্মাণ তাইওয়ান এবং দক্ষিণ কোরিয়াতে হয়। কিন্তু খুব তাড়াতাড়ি সেই উৎপাদন ভারতে শুরু হবে। তিনি আরও জানিয়েছেন যে, ভারতে এই ধরনের গ্লাস এবং সেমিকন্ডাকটর চিপ তৈরি করা শুরু হলে বিভিন্ন ধরনের বৈদ্যুতীন পণ্যের দাম অনেকটাই কমে যাবে।
advertisement
মহারাষ্ট্রতে হবে ম্যানুফ্যাকচারিং হাব -
অনিল আগরওয়াল জানিয়েছেন যে, দেশীয় উদ্যোগের ক্ষমতার কথা মাথায় রেখে বেদান্ত মহারাষ্ট্রে একটি ম্যানুফ্যাকচার হাব তৈরি করবে। মহারাষ্ট্রে মোবাইল ফোন, ল্যাপটপ এবং ইলেকট্রনিক দ্রব্য তৈরি করার জন্য খোলা হবে এই হাব।
বেদান্ত শুরু করবে চিপ তৈরির প্লান্ট -
বেদান্ত তাইওয়ানের জনপ্রিয় কম্পানি ‘ফক্সকন’-এর সঙ্গে যৌথ ভাবে গুজরাতের আহমেদাবাদে সেমিকন্ডাকটর চিপ তৈরির জন্য একটি প্লান্ট তৈরি করতে চলেছে। জানা গিয়েছে যে এই প্লান্ট তৈরি করার জন্য বেদান্ত এবং ফক্সকন প্রায় ১.৫৪ লাখ কোটি টাকা বিনিয়োগ করবে। এই প্লান্টে মূলত জোর দেওয়া হবে সেমিকন্ডাকটর চিপ এবং ডিসপ্লে তৈরি করার উপরে।
advertisement
বেদান্ত এবং ফক্সকনের যৌথ উদ্যোগের তহবিল প্রসঙ্গে প্রশ্ন করা হলে অনিল আগরওয়াল বলেন, ‘এমন কোনও সংস্থা নেই যারা আমাদের প্রকল্পে বিনিয়োগ করতে চায় না। ফক্সকনের কাছে ৩৮ শতাংশ ইক্যুইটি থাকবে। এই প্রকল্পের জন্য টাকা কখনও বাধা হবে না।’ অনিলের দাবি, ভারতে সেমিকন্ডাকটর বাজার খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আগামী দিনে অর্থাৎ ২০২৬ সালের মধ্যে তা ৬৩০০ কোটি ডলারে পৌঁছে যাবে। ২০২০ সালে এর পরিমাণ ছিল ১৫০০ কোটি ডলার।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মাত্র ৪০ হাজার টাকায় কেনা যাবে ১ লাখের ল্যাপটপ!
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement