Petrol Diesel Prices : ১২০ টাকা পেরিয়ে গেল পেট্রোলের দাম, দেখে নিন আপনার শহরে কত হল
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Petrol Diesel Prices : চার মহানগরে আজ কত হল পেট্রোল ও ডিজেলের দাম-
#নয়াদিল্লি: প্রতিদিন অল্প অল্প করে বাড়তে বাড়তে আকাশছোঁয়া হয়ে গিয়েছে পেট্রোল ও ডিজেলের দাম ৷ বেশিরভাগ শহরেই ১০০ টাকা পেরিয়ে গিয়েছে পেট্রোলের দাম ৷ এবার সেঞ্চুরি হাঁকাতে দেরি নেই ডিজেলেরও ৷ ২২ মার্চের পর প্রায় ১০.২০ টাকা প্রতি লিটারে দাম বৃদ্ধি করা হয়েছে তেলের ৷ তবে এদিন অর্থাৎ শনিবার নিয়ে লাগাতার তিনদিন জ্বালানির দাম অপরিবর্তিত রাখল সরকারি তেল সংস্থাগুলি ৷
শনিবার দেশের চার মহানগর-সহ অন্যান্য শহরে পেট্রোল ও ডিজেলের দাম স্থির রেখেছে তেল সংস্থাগুলি ৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১০০ ডলারের বেশি হয়ে গিয়েছে প্রতি ব্যারেলে ৷ এর জেরে তেল সংস্থাগুলিকে বিপুল টাকার লোকসানের মধ্যে দিয়ে যেতে হয়েছে ৷ ফলে এবার হু হু করে তেলের দাম বৃদ্ধি করে চলেছে দেশের সরকারি তেল সংস্থাগুলি ৷
advertisement
advertisement
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম
- দিল্লি- পেট্রোল ১০৫.৪১ টাকা, ডিজেল ৯৬.৬৭ টাকা
- মুম্বই- পেট্রোল ১২০.৫১ টাকা, ডিজেল ১০৪.৭৭ টাকা
- চেন্নাই- পেট্রোল ১১০.৮৫ টাকা, ডিজেল ১০০.৯৪ টাকা
- কলকাতা- পেট্রোল ১১৫.১২ টাকা, ডিজেল ৯৯.৮৩ টাকা
advertisement
অন্যান্য শহরে জ্বালানির দাম
- নয়ডা- পেট্রোল ১০৫.৪৭ টাকা, ডিজেল ৯৭.০৩ টাকা
- লখনউ- পেট্রোল ১০৫.২৫ টাকা, ডিজেল ৯৬.৮৩ টাকা
- পোর্টব্লেয়ার- পেট্রোল ৯১.৪৫ টাকা, ডিজেল ৮৫.৮৩ টাকা
- পটনা- পেট্রোল ১১৬.২৩ টাকা, ডিজেল ১০১.০৬ টাকা
দেশের তিনটি অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ নতুন দাম ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমেও চেক করতে পারবেন ৷
advertisement
এর জন্য কেবল 92249 92249 নম্বরে এসএমএস পাঠাতে হবে ৷ RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷ দিল্লির বাসিন্দা পেট্রোল ও ডিজেলের দাম জানতে চাইলে RSP 102072 লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷
advertisement
প্রতিদিন সকাল ৬টায় দেশের সরকারি তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 09, 2022 9:51 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol Diesel Prices : ১২০ টাকা পেরিয়ে গেল পেট্রোলের দাম, দেখে নিন আপনার শহরে কত হল