Petrol Diesel Prices: ফের বাড়তে শুরু করেছে অশোধিত তেলের দাম, চেক করে নিন আপনার শহরে পেট্রোল-ডিজেলের লেটেস্ট দাম

Last Updated:

দেশের তিনটি অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷

#নয়াদিল্লি: অপরিশোধিত তেল অর্থাৎ ক্রুড অয়েলের দাম একবার ফের বাড়তে শুরু করেছে ৷ গত কয়েকদিন ধরে ১০০ ডলারের নীচে ছিল ক্রুডের দাম ৷ কিন্তু একবার ফের ১০০ ডলার পেরিয়ে গেল ক্রুডের দাম ৷ ক্রুড সস্তা হওয়ায় অনুমান করা হচ্ছিল যে দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দামও কমতে পারে ৷
এর মধ্যে সরকারি তেল সংস্থাগুলি বুধবারের জন্য পেট্রোল-ডিজেলের নয়া দাম জারি করে দিয়েছে ৷ এদিনও তেলের দামে কোনও বদল করা হয়নি ৷ দেশের চার মহানগরে তেলের দাম ৬ এপ্রিলের পর বৃদ্ধি করা হয়নি ৷ তবে কেন্দ্রের তরফে আবগারি শুল্ক কমানোর পর মে মাসে পেট্রোলের দাম ৯ টাকা ও ডিজেল ৭ টাকা সস্তা হয়ে গিয়েছে ৷
advertisement
advertisement
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম
  • দিল্লি- পেট্রোল ৯৬.৭২ টাকা, ডিজেল ৮৯.৬২ টাকা
  • মুম্বই- পেট্রোল ১০৬.৩১ টাকা, ডিজেল ৯৪.২৭ টাকা
  • চেন্নাই- পেট্রোল ১০২.৬৩ টাকা, ডিজেল ৯৪.২৪ টাকা
  • কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা
advertisement
অন্যান্য শহরে জ্বালানির দাম
  • নয়ডা- পেট্রোল ৯৬.৯২ টাকা, ডিজেল ৯০.০৮ টাকা
  • লখনউ- পেট্রোল ৯৬.৫৭ টাকা, ডিজেল ৮৯.৭৬ টাকা
  • পটনা- পেট্রোল ১০৭.৫৯ টাকা, ডিজেল ৯৪.৩৬ টাকা
  • পোর্টব্লেয়ার- পেট্রোল ৮৪.১০ টাকা, ডিজেল ৭৯.৭৪ টাকা
দেশের তিনটি অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ নতুন দাম ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমেও চেক করতে পারবেন ৷
advertisement
এর জন্য কেবল 92249 92249 নম্বরে এসএমএস পাঠাতে হবে ৷ RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷ দিল্লির বাসিন্দা পেট্রোল ও ডিজেলের দাম জানতে চাইলে RSP 102072 লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷ প্রতিদিন সকাল ৬টায় দেশের সরকারি তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol Diesel Prices: ফের বাড়তে শুরু করেছে অশোধিত তেলের দাম, চেক করে নিন আপনার শহরে পেট্রোল-ডিজেলের লেটেস্ট দাম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement