#নয়াদিল্লি: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (Punjab National Bank) গ্রাহকদের জন্য রয়েছে বড়সড় সুখবর! এ-বার থেকে ঘরে বসেই ফিক্সড ডিপোজিট (FD)-এর উপর ওভারড্রাফটের সুবিধা (PNB Overdraft Facility) পেয়ে যাবেন দেশের দ্বিতীয় বৃহত্তম সরকারি ব্যাঙ্কের গ্রাহকরা। আর পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অ্যাপ অথবা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বাড়ি থেকেই ওভারড্রাফটের জন্য আবেদন করা যাবে। এখানেই শেষ নয়, পিএনবি ওয়ান (PNB One)-এর মতো ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এই ওভারড্রাফট (Overdraft) সংক্রান্ত আবেদন করলে সুদের উপর ০.২৫ শতাংশ ছাড় পাওয়া যাবে বলে ঘোষণা করা হয়েছে।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক লঞ্চ করল প্রি-কোয়ালিফাইড কার্ড:পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক লঞ্চ করেছে প্রি-কোয়ালিফাইড ক্রেডিট কার্ড। স্যালারি অ্যাকাউন্টধারী গ্রাহকরা এই ক্রেডিট কার্ডের সুবিধা পাবেন। এছাড়াও এর মাধ্যমে ইন্স্যুরেন্স-সহ বিভিন্ন ধরনের সুবিধাও পাওয়া যাবে। এই কার্ড পেতে হলে গ্রাহকদের পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ডিজিটাল অ্যাপের মাধ্যমে ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবার মাধ্যমে আবেদন করতে হবে।
আরও পড়ুন: মানিক ভট্টাচার্যকে অপসারণ রাজ্যের! আগামিকালই দায়িত্বে নতুন পর্ষদ সভাপতি গৌতম পাল
পিএনবি ই-নিলামের মাধ্যমে বাড়ি বিক্রি করবে :যে সমস্ত গ্রাহক সস্তায় বাড়ি এবং জমি কিনতে চান, তাঁদের জন্য পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক নিয়ে এসেছে দারুণ সব সুবিধা। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ই-নিলামের মাধ্যমে হাউজিং, রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল সম্পত্তি নিলাম করবে। আর যে কোনও ব্যক্তি এই নিলামে অংশগ্রহণ করতে পারবেন। আগামী ২৫ অগাস্ট পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এটি অনুষ্ঠিত হবে। ওই দিন সেই সব সম্পত্তি নিলাম হবে, যে সমস্ত সম্পত্তি পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কাছে বন্ধক রাখা হয়েছিল এবং সেই টাকা পরিশোধ করা হয়নি। এর অর্থ হল, সম্পত্তি বন্ধক রেখে যে টাকা নেওয়া হয়েছিল, সেই টাকা শোধ না-করার ফলে সংশ্লিই সম্পত্তি ব্যাঙ্কের হাতে চলে যায়। ওই সম্পত্তিগুলি নিলাম করেই ব্যাঙ্ক সেই ঋণের টাকা তুলে নেয়। সম্পত্তির মালিকানা থাকার কারণে ব্যাঙ্ক খুব সহজেই সেই সম্পত্তি নিলামে তুলতে পারে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: PNB FD