Life Insurance: কোন লাইফ ইনস্যুরেন্স পলিসি সবথেকে ভালো, দেখে নিন এক নজরে!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
বর্তমানে কোন জীবন বিমা সবথেকে ভালো, সেটা এক নজরে দেখে নেওয়া যাক!
#নয়াদিল্লি: লাইফ ইনস্যুরেন্স অর্থাৎ জীবন বিমা পলিসি (Life Insurance Policy) একটি ব্যক্তি এবং বিমা কোম্পানির মধ্যে চুক্তি অনুযায়ী করা হয়। এর জন্য বিমাকারী সেই ব্যক্তিকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্রিমিয়াম জমা দিতে হয়। তাই নিজেদের প্রয়োজন অনুযায়ী জীবন বিমা বেছে নিতে হবে। বর্তমানে কোন জীবন বিমা সবথেকে ভালো, সেটা এক নজরে দেখে নেওয়া যাক!
একজন ব্যাক্তি যে কারণেজীবন বীমা প্ল্যানে বিনিয়োগ করে, সেই কারণগুলো হল
advertisement
- মৃত্যুর সময়ে আর্থিক সুরক্ষা।
- সন্তানের শিক্ষা।
- সন্তানের বিবাহ।
- নতুন একটি বাড়ি কেনা।
- রিটায়ারমেন্টের পর একটি নিশ্চিত আয় সুনিশ্চিত করা।
বিভিন্ন ধরনের লাইফ ইনস্যুরেন্স প্ল্যান-
advertisement
টার্ম লাইফ ইনস্যুরেন্স প্ল্যান- এটি পুরোপুরি একটি রিস্ক কভার প্ল্যান।
ইউনিট লিঙ্কড ইনস্যুরেন্স প্ল্যান- এখানে ইনস্যুরেন্সের সঙ্গে সঙ্গে বিনিয়োগের সুযোগও রয়েছে।
এন্ডোমেন্ট প্ল্যান- ইনস্যুরেন্স এবং সেভিংস।
মানি ব্যাক- ইনস্যুরেন্সের সঙ্গে সঙ্গে সময়ে রিটার্নের সুবিধা।
সম্পূর্ণ জীবন বিমা - বিমাকারী ব্যক্তির সম্পূর্ণ লাইফ কভারেজ।
শিশুদের প্ল্যান- সন্তানের শিক্ষা এবং বিয়ে।
রিটায়ারমেন্ট প্ল্যান- রিটায়ারমেন্টের পর আয়।
advertisement
জেনে নেওয়া যাক কোন পলিসি কী ভাবে কাজ করে-
টার্ম লাইফ ইনস্যুরেন্স প্ল্যান (Term Life Insurance)
জীবন বিমার সবথেকে সহজ প্রকারের পলিসি হল, টার্ম লাইফ ইনস্যুরেন্স প্ল্যান। এটি পুরোপুরি একটি রিস্ক কভার প্ল্যান। এর মাধ্যমে লাইফ কভার করা হয়। জীবন বিমার সব পলিসির মধ্যে টার্ম লাইফ ইনস্যুরেন্স প্ল্যান সবথেকে বেশি লাভজনক।
advertisement
ইউনিট লিঙ্কড ইনস্যুরেন্স প্ল্যান (Unit Linked Insurance Plan)
এই ধরনের ইউনিট লিঙ্কড ইনস্যুরেন্স প্ল্যান বিনিয়োগ এবং ইনস্যুরেন্সের একটি সঠিক মিশ্রণ। এখানে বিনিয়োগকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী বিভিন্ন ফান্ডে বিনিয়োগ করতে পারে।
এন্ডোমেন্ট প্ল্যান (Endowment Plan)
এন্ডোমেন্ট প্ল্যান হল একটি ট্র্যাডিশনাল লাইফ ইনস্যুরেন্স পলিসি, যা বিমা আর সঞ্চয়ের মিশ্রণ। এই এন্ডোমেন্ট প্ল্যানে বিমাকারী ব্যক্তি যদি পলিসির পিরিয়ডের থেকে বেশি সময় বাঁচে তাহলে ইনস্যুরেন্স কোম্পানি সেই বিমাকারী ব্যক্তিকে ম্যাচিউরিটি বেনিফিট প্রদান করে।
advertisement
মানি ব্যাক প্ল্যান (Money Back Plan)
মানি ব্যাকের মাধ্যমে বিনিয়োগকারীরা শর্ট টাইম ফিনান্সিয়াল গোল সহজেই পূরণ করতে পারে। এখানে ইনস্যুরেন্সের সঙ্গে সঙ্গে সময়ে রিটার্নের সুবিধা পাওয়া যায়।
সম্পূর্ণ জীবন বিমা (Whole Life Insurance)
এই ধরনের জীবন বিমা বিমাকারীদের সম্পূর্ণ জীবন কভার করে। কয়েকটি ক্ষেত্রে ১০০ বছর পর্যন্তও কভার করে। এই ধরণের জীবন বিমার মাধ্যমে সম্পূর্ণ জীবনের নিশ্চয়তা দেওয়া হয়।
Location :
First Published :
November 29, 2021 8:20 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Life Insurance: কোন লাইফ ইনস্যুরেন্স পলিসি সবথেকে ভালো, দেখে নিন এক নজরে!