হেডলাইট থেকে ফগলাইট; গাড়িতে LED আলোর ব্যবহার বেড়েই চলেছে, কারণ জানলে অবাক হবেন!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
অতীতে বেশি দামের আধুনিক গাড়িতে LED লাইটের ব্যবহার করা হলেও, বর্তমানে কম দামের গাড়িতেও ব্যবহার করা হচ্ছে LED লাইট।
#নয়াদিল্লি: বর্তমানে বিভিন্ন ধরনের গাড়িতে LED লাইটের ব্যবহার অনেকটাই বেড়ে গেছে। LED লাইটের ব্যবহার শুধুমাত্র গাড়ির হেডলাইটের ক্ষেত্রেই করা হচ্ছে না। গাড়ির বিভিন্ন ক্ষেত্রেই ব্যবহার করা হচ্ছে LED লাইট, যেমন- টেললাইট, ফগলাইট ইত্যাদি। এছাড়াও দিনের বেলা ব্যবহার করার জন্য গাড়ির মধ্যে লাগানো হচ্ছে বিভিন্ন ধরনের LED লাইট। অতীতে বেশি দামের আধুনিক গাড়িতে LED লাইটের ব্যবহার করা হলেও, বর্তমানে কম দামের গাড়িতেও ব্যবহার করা হচ্ছে LED লাইট। বিভিন্ন ধরনর গাড়িতে বিভিন্ন ধরনের LED লাইট ব্যবহার করার বিভিন্ন কারণ রয়েছে। গাড়িতে LED লাইট ব্যবহার করার সেই কারণগুলো হল-
LED লাইটের আলো বেশি সাদা হয়
LED লাইট তেজ আলো প্রদান করার ফলে এর আলোর রোশনাই বেশি সাদা হয়। হ্যালোজেন হলুদ আলো প্রদর্শন করার ফলে LED আলোর ব্যবহার বেশি করে হচ্ছে। কারণ LED এর মাধ্যমে একটা স্বচ্ছ উজ্জ্বল সাদা আলো প্রদর্শিত হয়, এতে দেখতেও সুবিধা হয়। এর ফলে বিভিন্ন ধরনের গাড়িতে LED লাইট ব্যবহার করার প্রচলন বেড়ে গিয়েছে।
advertisement
advertisement
LED লাইটের মাধ্যমে কম শক্তির খরচ হয়
LED লাইট অন্যান্য লাইটের তুলনায় কম শক্তি এবং বিদ্যুৎ খরচ করে। এর ফলে LED লাইট ব্যবহার করলে খরচও কিছুটা কম হয়। বিভিন্ন ধরনের গাড়িতে LED লাইট ব্যবহার করলে ব্যাটারির খরচ অনেক কম হয়, এর ফলে সাশ্রয় হয় গাড়ির মালিকদের।
advertisement
নর্মাল হ্যালোজেনের তুলনায় বেশি আলো
LED লাইট বিভিন্ন ধরনের হ্যালোজেন লাইটের তুলনায় অনেক বেশি আলো উৎপন্ন করতে সক্ষম। বাজারে বিভিন্ন ধরনের রেঞ্জের LED লাইট পাওয়া যায়। কম রেঞ্জের সঙ্গে সঙ্গে রয়েছে অনেক বেশি রেঞ্জের LED লাইট। গাড়ির ক্ষেত্রে তেজ আলো খুবই দরকারি। LED লাইটের মাধ্যমে বিভিন্ন ধরনের গাড়িতে অন্ধকারেও অনেক দূর অবধি পরিষ্কার দেখা যায়। এর ফলে গাড়িতে LED লাইটের ব্যবহার করলে দুর্ঘটনার সম্ভাবনা অনেকটাই কমে যায়।
advertisement
LED লাইট আকারে ছোট হয়
LED লাইট অন্যান্য হ্যালোজেন লাইটের তুলনায় আকারে অনেকটাই ছোট হয়। আকারে ছোট হলেও LED লাইট উজ্জ্বল, স্বচ্ছ এবং বেশি আলো প্রদান করে। LED লাইট বিভিন্ন রকমের রয়েছে। LED হেডলাইট অন্যান্য বিভিন্ন অটোমোটিভ LED লাইট রয়েছে। বিভিন্ন ডিজাইনের LED লাইট থাকার ফলে বিভিন্ন ধরনের গাড়িতে এই LED লাইট ব্যবহার করা যায়। LED লাইটের মাধ্যমে গাড়িতে বিভিন্ন ধরনের ডিজাইনও করা সম্ভব।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 29, 2021 7:32 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
হেডলাইট থেকে ফগলাইট; গাড়িতে LED আলোর ব্যবহার বেড়েই চলেছে, কারণ জানলে অবাক হবেন!