১ কোটি টাকার লাইফ ইনস্যুরেন্স প্ল্যান? এক নজরে দেখে নিন কত টাকার প্রিমিয়াম দিতে হয়!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
লাইফ ইনস্যুরেন্স প্ল্যানে বিনিয়োগ করার আগে জেনে নেওয়া দরকার কোন প্ল্যানে কত টাকা প্রিমিয়াম দিতে হবে।
#নয়াদিল্লি: লাইফ ইনস্যুরেন্স প্ল্যানে বিনিয়োগ করার আগে জেনে নেওয়া দরকার কোন প্ল্যানে কত টাকা প্রিমিয়াম দিতে হবে। এক্ষেত্রে মনে রাখা দরকার যে একএকজন ব্যক্তির ক্ষেত্রে এক এক রকম প্রিমিয়াম নির্ধারিত হয়।
Max Life Smart Secure Plus Plan
এই টার্ম ইনস্যুরেন্স প্ল্যানে ১ কোটি টাকার জন্য প্রিমিয়াম দিতে হবে প্রায় ১০,২০৮ টাকা। আর্থিক বর্ষ ২০১৯-২০-তে এই প্ল্যানের ডেথ ক্লেম সেটলমেন্ট রেশিওর পরিমাণ ছিল ৯৯.২২ শতাংশ।
HDFC Life Click2ProtectLife
এই টার্ম ইনস্যুরেন্স প্ল্যানে ১ কোটি টাকার জন্য প্রিমিয়াম দিতে হবে প্রায় ১১,৭১২ টাকা। আর্থিক বর্ষ ২০১৯-২০-তে এই প্ল্যানের ডেথ ক্লেম সেটলমেন্ট রেশিওর পরিমাণ ছিল ৯৯.০৭ শতাংশ।
advertisement
advertisement
TATA AIA Sampoorna Raksha Supreme
এই টার্ম ইনস্যুরেন্স প্ল্যানে ১ কোটি টাকার জন্য প্রিমিয়াম দিতে হবে প্রায় ১০,৭৩৮ টাকা। আর্থিক বর্ষ ২০১৯-২০-তে এই প্ল্যানের ডেথ ক্লেম সেটলমেন্ট রেশিওর পরিমাণ ছিল ৯৯.০৬ শতাংশ।
advertisement
Exide Life Elite Term Plan
এই টার্ম ইনস্যুরেন্স প্ল্যানে ১ কোটি টাকার জন্য প্রিমিয়াম দিতে হবে প্রায় ৮,৩৪৭ টাকা। আর্থিক বর্ষ ২০১৯-২০-তে এই প্ল্যানের ডেথ ক্লেম সেটলমেন্ট রেশিওর পরিমাণ ছিল ৯৮.১৫ শতাংশ।
CanaraHSBCOBC Life Insurance iSELECTSTAR
এই টার্ম ইনস্যুরেন্স প্ল্যানে ১ কোটি টাকার জন্য প্রিমিয়াম দিতে হবে প্রায় ৯,৫৯৬ টাকা। আর্থিক বর্ষ ২০১৯-২০-তে এই প্ল্যানের ডেথ ক্লেম সেটলমেন্ট রেশিওর পরিমাণ ছিল ৯৮.১২ শতাংশ।
advertisement
BajajAllianz Smart Protect
এই টার্ম ইনস্যুরেন্স প্ল্যানে ১ কোটি টাকার জন্য প্রিমিয়াম দিতে হবে প্রায় ৯,৭৭০ টাকা। আর্থিক বর্ষ ২০১৯-২০-তে এই প্ল্যানের ডেথ ক্লেম সেটলমেন্ট রেশিওর পরিমাণ ছিল ৯৮.০২ শতাংশ।
Aegon Life iTerm
এই টার্ম ইনস্যুরেন্স প্ল্যানে ১ কোটি টাকার জন্য প্রিমিয়াম দিতে হবে প্রায় ৭,৪৪১ টাকা। আর্থিক বর্ষ ২০১৯-২০-তে এই প্ল্যানের ডেথ ক্লেম সেটলমেন্ট রেশিওর পরিমাণ ছিল ৯৮.০১ শতাংশ।
advertisement
ICICI Prudential Life iProtect Smart Life
এই টার্ম ইনস্যুরেন্স প্ল্যানে ১ কোটি টাকার জন্য প্রিমিয়াম দিতে হবে প্রায় ১২,১৭৪ টাকা। আর্থিক বর্ষ ২০১৯-২০-তে এই প্ল্যানের ডেথ ক্লেম সেটলমেন্ট রেশিওর পরিমাণ ছিল ৯৭.৮৪ শতাংশ।
Aditya Birla Sunlife DigiShield Plan
এই টার্ম ইনস্যুরেন্স প্ল্যানে ১ কোটি টাকার জন্য প্রিমিয়াম দিতে হবে প্রায় ৯,৭৪২ টাকা। আর্থিক বর্ষ ২০১৯-২০-তে এই প্ল্যানের ডেথ ক্লেম সেটলমেন্ট রেশিওর পরিমাণ ছিল ৯৭.৫৪ শতাংশ।
advertisement
Bharti AXA Life Premier Protect Plan
এই টার্ম ইনস্যুরেন্স প্ল্যানে ১ কোটি টাকার জন্য প্রিমিয়াম দিতে হবে প্রায় ১০,৩৮৪ টাকা। আর্থিক বর্ষ ২০১৯-২০-তে এই প্ল্যানের ডেথ ক্লেম সেটলমেন্ট রেশিওর পরিমাণ ছিল ৯৭.৩৫ শতাংশ।
PNB MetLife Mera Term Plan Plus
এই টার্ম ইনস্যুরেন্স প্ল্যানে ১ কোটি টাকার জন্য প্রিমিয়াম দিতে হবে প্রায় ১১,৩২৮ টাকা। আর্থিক বর্ষ ২০১৯-২০-তে এই প্ল্যানের ডেথ ক্লেম সেটলমেন্ট রেশিওর পরিমাণ ছিল ৯৭.১৮ শতাংশ।
advertisement
Star Union Dai ichi SUD Life ABHAY
এই টার্ম ইনস্যুরেন্স প্ল্যানে ১ কোটি টাকার জন্য প্রিমিয়াম দিতে হবে প্রায় ১৩,৫৪৫ টাকা। আর্থিক বর্ষ ২০১৯-২০-তে এই প্ল্যানের ডেথ ক্লেম সেটলমেন্ট রেশিওর পরিমাণ ছিল ৯৬.৯৬ শতাংশ।
LIC Tech Term
এই টার্ম ইনস্যুরেন্স প্ল্যানে ১ কোটি টাকার জন্য প্রিমিয়াম দিতে হবে প্রায় ১১,০০৭ টাকা। আর্থিক বর্ষ ২০১৯-২০-তে এই প্ল্যানের ডেথ ক্লেম সেটলমেন্ট রেশিওর পরিমাণ ছিল ৯৬.৬৯ শতাংশ।
IndiaFirst Life Insurance Life E Term Plus Plan
এই টার্ম ইনস্যুরেন্স প্ল্যানে ১ কোটি টাকার জন্য প্রিমিয়াম দিতে হবে প্রায় ৯,০৮১ টাকা। আর্থিক বর্ষ ২০১৯-২০-তে এই প্ল্যানের ডেথ ক্লেম সেটলমেন্ট রেশিওর পরিমাণ ছিল ৯৬.৬৫ শতাংশ।
ageasFederal MyLife Protection Plan
এই টার্ম ইনস্যুরেন্স প্ল্যানে ১ কোটি টাকার জন্য প্রিমিয়াম দিতে হবে প্রায় ১২,৭২৩ টাকা। আর্থিক বর্ষ ২০১৯-২০-তে এই প্ল্যানের ডেথ ক্লেম সেটলমেন্ট রেশিওর পরিমাণ ছিল ৯৬.৪৭ শতাংশ।
Kotak e Term Plan
এই টার্ম ইনস্যুরেন্স প্ল্যানে ১ কোটি টাকার জন্য প্রিমিয়াম দিতে হবে প্রায় ১১,০৯২ টাকা। আর্থিক বর্ষ ২০১৯-২০-তে এই প্ল্যানের ডেথ ক্লেম সেটলমেন্ট রেশিওর পরিমাণ ছিল ৯৬.৩৮ শতাংশ।
SBI Life eShield Next
এই টার্ম ইনস্যুরেন্স প্ল্যানে ১ কোটি টাকার জন্য প্রিমিয়াম দিতে হবে প্রায় ১৩,৬৮৩ টাকা। আর্থিক বর্ষ ২০১৯-২০-তে এই প্ল্যানের ডেথ ক্লেম সেটলমেন্ট রেশিওর পরিমাণ ছিল ৯৪.৫২ শতাংশ।
Edelwiess Tokio Life Total Protect Plus
এই টার্ম ইনস্যুরেন্স প্ল্যানে ১ কোটি টাকার জন্য প্রিমিয়াম দিতে হবে প্রায় ৮,১৬৫ টাকা। আর্থিক বর্ষ ২০১৯-২০-তে এই প্ল্যানের ডেথ ক্লেম সেটলমেন্ট রেশিওর পরিমাণ ছিল ৮৩.৪৪ শতাংশ।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 16, 2021 8:07 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
১ কোটি টাকার লাইফ ইনস্যুরেন্স প্ল্যান? এক নজরে দেখে নিন কত টাকার প্রিমিয়াম দিতে হয়!