প্রতিদিন মাত্র ২৯ টাকা করে বিনিয়োগে মেয়াদ শেষে মিলবে ৪ লক্ষ টাকা রিটার্ন! স্কিমের ব্যাপারে বিস্তারিত জানুন

Last Updated:

৮ বছর থেকে শুরু করে ৫৫ বছর বয়সী মহিলারা এই যোজনার সুবিধা নিতে পারেন।

লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (এলআইসি) সমস্ত বয়স এবং সমস্ত শ্রেণির গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের পলিসি বাজারে আনতে থাকে। তবে বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় যে, মহিলারা এই সমস্ত পলিসি কেনার থেকে একটু দূরেই থাকেন। এই পরিস্থিতিতে মহিলাদের কথা মাথায় রেখেই এক বিমা পলিসি চালু করেছে এলআইসি। আর এর নাম এলআইসি আধারশিলা পলিসি। ৮ বছর থেকে শুরু করে ৫৫ বছর বয়সী মহিলারা এই যোজনার সুবিধা নিতে পারেন।
এই বিমা পলিসি মহিলাদের একাধিক সুবিধা প্রদান করে থাকে। এক জন মহিলা এই প্রকল্পে ৭৫ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন।
এই স্কিমে কী কী সুবিধা পাওয়া যাবে?
advertisement
এলআইসি-র এই স্কিমের আওতায় গ্রাহকরা ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক এবং বার্ষিক ভিত্তিতে বিনিয়োগ করতে পারবেন। এই প্রকল্পের আওতায় এক জন গ্রাহক সর্বনিম্ন ১০ বছর এবং সর্বোচ্চ ২০ বছরের জন্য বিনিয়োগ করতে পারবেন। কোনও গ্রাহক যদি ২০ বছর ধরে প্রতি মাসে ৮৯৯ টাকা (দৈনিক প্রায় ২৯ টাকা) জমা করে থাকেন, তা-হলে প্রথম বছরে মাত্র ১০,৯৫৯ টাকা জমা হবে। এর উপর আবার ৪.৫ শতাংশ কর দিতে হবে।
advertisement
কিন্তু কীভাবে মুনাফা পাওয়া যাবে?
কোনও গ্রাহক যদি ২০ বছরের জন্য প্রতি মাসে ৮৯৯ টাকা জমা করেন, তবে তিনি ২০ বছরে মোট ২ লক্ষ ১৪ হাজার টাকা বিনিয়োগ করবেন। ২০ বছরের শেষে মেয়াদ পূর্তির পর তিনি সুদ-সহ মোট ৩ লক্ষ ৯৭ হাজার টাকা ফেরত পাবেন। এই স্কিমে বিনিয়োগ করলে মহিলারা সহজেই ভবিষ্যতের জন্য মোটা অঙ্কের টাকা জমাতে পারবেন।
advertisement
কারা পাবেন এই প্রকল্পের সুবিধা?
এলআইসি আধারশিলা প্ল্যান নিরাপত্তার পাশাপাশি নিশ্চিত রিটার্ন প্রদান করে। যাঁদের আধার কার্ড তৈরি হয়ে গিয়েছে, তাঁরা এই প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন। এই পলিসি ধারকের মৃত্যু হলে শর্ত অনুযায়ী তাঁর পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করা হবে।
আধারশিলা স্কিমের বিস্তারিত বিবরণ:
ন্যূনতম বিনিয়োগ - ৭৫,০০০ টাকা
advertisement
সর্বোচ্চ বিনিয়োগ - ৩,০০,০০০ টাকা
পলিসির মেয়াদ - ১০ বছর থেকে ২০ বছর
প্রিমিয়াম জমা করার মেয়াদ - ১০ বছর থেকে ২০ বছর
ম্যাচিউরিটির সর্বোচ্চ বয়স - ৭৫ বছর
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
প্রতিদিন মাত্র ২৯ টাকা করে বিনিয়োগে মেয়াদ শেষে মিলবে ৪ লক্ষ টাকা রিটার্ন! স্কিমের ব্যাপারে বিস্তারিত জানুন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement