Business Idea: মাটির গয়না বিক্রি করে হতে পারে দারুণ আয়! জানুন কীভাবে শুরু করবেন এই ব্যবসা
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Business Idea: মাটির গয়না তৈরি ব্যবসায় খুব সহজে স্বাবলম্বী হতে পারে মহিলারা, অনলাইন ও অফলাইনে ভাল বাজার! জানুন এই ব্যবসা শুরু করতে কত টাকা এবং কী কী দরকার
হাওড়া: মাটির গয়না তৈরি করে স্বনির্ভর হাওড়ার অর্পিতা! বর্তমান সময়ে ধাতুর অলংকারের পরিবর্তে মহিলাদের পরনে মাটির গয়না পরার প্রবণতা দারুণ ভাবে বৃদ্ধি পেয়েছে। নানা উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের গয়না পছন্দ করে মহিলারা। পছন্দকে কাজে লাগাতে পারলেই ব্যবসাতে লাভ। সারা বছর বিভিন্ন উৎসবকে সামনে রেখে গয়নার তৈরি করলেই চাহিদার সঙ্গে বিক্রি। এই ব্যবসায় অফলাইন ও অনলাইনে বিক্রি করার সুযোগ। লকডাউনের পরবর্তী সময়ে অনলাইনে ব্যবসা বেশি সুবিধা জনক মহিলাদের কাছে।
অন্যদিকে বিভিন্ন মেলা ও এক্সিবিশন থেকেও ভাল বাজার ধরার সুযোগ। গত কয়েক বছরে মাটির গয়নার দারুণ চাহিদা বেড়েছে। বহু মহিলা স্বনির্ভর হচ্ছে এই ব্যবসায়। আবার যে সমস্ত উদ্যোগী ট্রেন্ডিং, নিত্য নতুন ও আরও মানানসই ডিজাইন তুলতে পারেন তাদের ব্যবসা অল্প দিনে আরও লাভজনক হতে পারে। মাটির গয়নার যেমন দামে কম হয়। তেমনি পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে পরার সুযোগ। অন্যদিকে পছন্দের মত ডিজাইন অর্ডার করা যায়।
advertisement
advertisement
বাংলা জুড়ে মানুষের শিল্প ও শিল্পীর প্রতি কদর তো ছিলই। সেই দিক থেকে শিল্পীদের হাতে তৈরি গয়নার প্রতি আকর্ষণ ও কদর বেড়েছে। মানুষের চাহিদা ও আকর্ষণের উপর গুরুত্ব দিয়ে খুব সহজেই বহু মহিলা স্বনির্ভর। আর সেই পথকে বেছে নিয়ে গত কয়েক বছরে স্বনির্ভর উলুবেড়িয়ার অর্পিতা পাল। লকডাউনে গৃহবন্দী সময়ে মাটির গয়না তৈরি করা শিখে অল্প কয়েক বছরেই ব্যবসায় সফলতা। এ প্রসঙ্গে শিল্পী অর্পিতা পাল জানান, বর্তমান সময়ে মাটির গয়না ব্যবসায় ভাল আয়ের সুযোগ। তবে সৃজনশীল চিন্তাভাবনা থাকতেই হবে। যত বেশি নতুন ডিজাইন তৈরি করা যাবে , ততই জিনিসের চাহিদা।
advertisement
রাকেশ মাইতি
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 02, 2025 11:07 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: মাটির গয়না বিক্রি করে হতে পারে দারুণ আয়! জানুন কীভাবে শুরু করবেন এই ব্যবসা