Business Idea: ইউটিউব দেখে কাটোয়ার যুবক পেলেন দুর্দান্ত বিজনেস আইডিয়া! জীবনে এল ১৮০ ডিগ্রি মোড়, রোজগার এখন দেখে কে...

Last Updated:

সংসারে যখন অন্ধকার নেমে এসেছিল, তখন সেই অন্ধকার কাটাতে আলোর পথই বেছে নিয়েছিলেন কাটোয়ার কাঞ্চন প্রামাণিক।

+
ইউটিউবের

ইউটিউবের বিজনেস আইডিয়ায় ব্যাপক রোজগার করছেন কাটোয়ার যুবক

কাটোয়া, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: সংসারে যখন অন্ধকার নেমে এসেছিল, তখন সেই অন্ধকার কাটাতে আলোর পথই বেছে নিয়েছিলেন কাটোয়ার কাঞ্চন প্রামাণিক। আজ তাঁর সেই আলো ছড়িয়ে পড়েছে শুধু নিজের ঘরে নয়, আরও অনেক মানুষের জীবনে। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের বাসিন্দা কাঞ্চন প্রামাণিক একসময় জীবিকা নির্বাহ করতেন একটি ছোট বই-খাতার দোকান চালিয়ে। স্ত্রীকে সঙ্গে নিয়ে চলত সেই ব্যবসা। কিন্তু দিন যত গড়িয়েছে, দোকানের বিক্রি ততই কমতে শুরু করে। সংসারে অভাব দেখা দেয়। তবুও হাল ছাড়েননি কাঞ্চনবাবু।
নিজের অবস্থার পরিবর্তন ঘটানোর ইচ্ছেটাই একদিন তাঁকে নতুন পথে হাঁটতে শেখায়। ২০২০ সালের লকডাউনের সময়, যখন গোটা দেশ থমকে গিয়েছিল, তখনই কাঞ্চন প্রামাণিক খুঁজে পান নতুন আশার দিশা। একদিন মোবাইল ফোনে ইউটিউবে মোমবাতি তৈরির ভিডিও দেখে তাঁর মাথায় আসে মোমবাতি তৈরির ব্যবসার কথা। সেই ভাবনাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন মোমবাতি তৈরির কাজ। হাতে-কলমে শেখেন কীভাবে গলানো মোমকে ছাঁচে ফেলে নানা আকারে রূপ দেওয়া যায়, কীভাবে রং ও সুগন্ধ মিশিয়ে আকর্ষণীয় পণ্য বানানো যায়।
advertisement
advertisement
প্রথম দিকে সমস্ত কাজই করতেন একা, মোম কেনা, গলানো, রঙ মেশানো, ছাঁচে ফেলা, শুকানো, প্যাকেট করা সবই নিজে হাতে। কিন্তু ধীরে ধীরে তাঁর মোমবাতির গুণমান এবং ডিজাইন জনপ্রিয় হয়ে উঠতে থাকে। চাহিদা বাড়ে বাজারে। ফলে আজ তাঁর কারখানায় ছয়জন কর্মচারী নিয়মিত কাজ করেন, যাঁদের জন্য এই উদ্যোগই এখন জীবিকার প্রধান উৎস। পূর্ব বর্ধমানের কাঞ্চন প্রামাণিক বলেন, “এভাবে এগোতে পারব ভাবিনি। প্রথমে আমি, আমার স্ত্রী এবং শ্বশুর মশাই মিলে শুরু করেছিলেন। এখন বেশ কিছুজন কাজ করে। আমার তৈরি মোমবাতি বিভিন্ন জায়গায় যাচ্ছে। কালীপুজোর আগে ভাল চাহিদা রয়েছে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কালীপুজোর মরশুমে মোমবাতির চাহিদা থাকে তুঙ্গে। এই সময় তাঁর কারখানায় কাজ চলছে রমরমিয়ে। প্রতিদিন তৈরি হচ্ছে প্রায় ২০০ কেজি মোমের মোমবাতি। দাম শুরু এক টাকা থেকে, আর সবচেয়ে বড় মোমবাতির দাম ৪০০ টাকা, যার ওজন প্রায় দুই কেজি। তাঁর তৈরি মোমবাতি আজ কাটোয়া শহর ছাড়িয়ে পৌঁছে গেছে ভিন জেলার দোকানেও। যেখানে একসময় জীবনে অন্ধকার ছিল, সেখানে আজ মোমবাতির আলোয় যেন সত্যিই উজ্জ্বল হয়েছে কাটোয়ার কাঞ্চন প্রামাণিকের জীবন।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: ইউটিউব দেখে কাটোয়ার যুবক পেলেন দুর্দান্ত বিজনেস আইডিয়া! জীবনে এল ১৮০ ডিগ্রি মোড়, রোজগার এখন দেখে কে...
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement