Piped Natural Gas: গিন্নিদের মুখে চওড়া হাসি! এবার সোনারপুরে শুরু রান্নার গ্যাসের পাইপ বসানোর কাজ, কোথায় মিলবে প্রথম কানেকশন

Last Updated:
গিন্নিদের মুখে হাসি, এলাকায় বসলো ফলক, মিটবে প্রতিদিনের সব থেকে রান্নাঘরে মূল সমস্যার সমাধান। রাজপুর সোনারপুর পুরসভার এলাকায় গ্যাসের পাইপ বসানোর কাজ শুরু হয়েছিল তা প্রায় শেষের মুখে। এলাকায় পড়েছে ফলক খুশি গিন্নিরা।
1/6
গিন্নিদের মুখে হাসি, এলাকায় বসলো ফলক, মিটবে প্রতিদিনের সব থেকে রান্নাঘরে মূল সমস্যার সমাধান। রাজপুর সোনারপুর পুরসভার এলাকায় গ্যাসের পাইপ বসানোর কাজ শুরু হয়েছিল তা প্রায় শেষের মুখে। এলাকায় পড়েছে ফলক খুশি গিন্নিরা।
গিন্নিদের মুখে হাসি, এলাকায় বসলো ফলক, মিটবে প্রতিদিনের সব থেকে রান্নাঘরে মূল সমস্যার সমাধান। রাজপুর সোনারপুর পুরসভার এলাকায় গ্যাসের পাইপ বসানোর কাজ শুরু হয়েছিল তা প্রায় শেষের মুখে। এলাকায় পড়েছে ফলক খুশি গিন্নিরা।
advertisement
2/6
বিভিন্ন সময় দেখা গিয়েছে রাজ্যে কোনও কিছু কাজ হওয়ার আগে, সেই এলাকায় ফলক বসানো হয়। আর সেই ফলক কখনও তুলে ফেলে দেয়, আবার মাঝেমধ্যে রোদ ঝড় বৃষ্টিতে ভেঙেও যায়। তারপরেও সোনারপুর পুরসভায় গ্যাসের পাইপ লাইনের ফলক পড়তেই এলাকার মহিলাদের মধ্যে আনন্দ ফুটে উঠেছে।
বিভিন্ন সময় দেখা গিয়েছে রাজ্যে কোনও কিছু কাজ হওয়ার আগে, সেই এলাকায় ফলক বসানো হয়। আর সেই ফলক কখনও তুলে ফেলে দেয়, আবার মাঝেমধ্যে রোদ ঝড় বৃষ্টিতে ভেঙেও যায়। তারপরেও সোনারপুর পুরসভায় গ্যাসের পাইপ লাইনের ফলক পড়তেই এলাকার মহিলাদের মধ্যে আনন্দ ফুটে উঠেছে।
advertisement
3/6
মূলত এই ধরনের পরিষেবা এলাকায় শুরু হলে, গ্যাস শেষ হওয়ার পর যে ঝক্কি পোহাতে হত, সেটা আর হবে না। দিনক্ষণ মনে রেখে বুকিংয়ের ঝামেলা নিতে হবে না। হঠাৎ গ্যাস শেষ হয়ে গেলে মহা বিপাকে পড়তে হয়। অন্যদের কাছে চেয়ে কাজ চালাতে হয়। সেই হ্যাপাও কমবে।
মূলত এই ধরনের পরিষেবা এলাকায় শুরু হলে, গ্যাস শেষ হওয়ার পর যে ঝক্কি পোহাতে হত, সেটা আর হবে না। দিনক্ষণ মনে রেখে বুকিংয়ের ঝামেলা নিতে হবে না। হঠাৎ গ্যাস শেষ হয়ে গেলে মহা বিপাকে পড়তে হয়। অন্যদের কাছে চেয়ে কাজ চালাতে হয়। সেই হ্যাপাও কমবে।
advertisement
4/6
প্রথম পর্যায়ে সোনারপুর, রাজপুর, হরিণাভি, কোদালিয়া, সুভাষগ্রাম সহ একাধিক জায়গায় বেঙ্গল গ্যাস কোম্পানির পাইপলাইন বসানো হয়েছে। স্থানগুলি মূলত ৮, ১৬, ১৭, ১৮, ১৯ এবং ২৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। কাজ শেষে মোড়ে মোড়ে বসেছে তারই ফলক। অলিগলি মিলিয়ে ৪৬.৫ কিলোমিটার পাইপ বসিয়ে ফেলেছে গ্যাস কর্তৃপক্ষ।
প্রথম পর্যায়ে সোনারপুর, রাজপুর, হরিণাভি, কোদালিয়া, সুভাষগ্রাম সহ একাধিক জায়গায় বেঙ্গল গ্যাস কোম্পানির পাইপলাইন বসানো হয়েছে। স্থানগুলি মূলত ৮, ১৬, ১৭, ১৮, ১৯ এবং ২৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। কাজ শেষে মোড়ে মোড়ে বসেছে তারই ফলক। অলিগলি মিলিয়ে ৪৬.৫ কিলোমিটার পাইপ বসিয়ে ফেলেছে গ্যাস কর্তৃপক্ষ।
advertisement
5/6
মেইন রোডে বসেছে সাড়ে ১০ কিলোমিটার পাইপ। এটা মূল লাইন। এর মাধ্যমেই গলিতে বসানো পাইপে যাবে গ্যাস। সেখান থেকে বাড়ির রান্নাঘরে। নয়া পরিষেবা নিয়ে উৎসাহিত বাড়ির মহিলারা। তাঁদের এখন প্রশ্ন, কবে থেকে বাড়ি বাড়ি আসবে পাইপ বাহিত এই প্রাকৃতিক গ্যাস।
মেইন রোডে বসেছে সাড়ে ১০ কিলোমিটার পাইপ। এটা মূল লাইন। এর মাধ্যমেই গলিতে বসানো পাইপে যাবে গ্যাস। সেখান থেকে বাড়ির রান্নাঘরে। নয়া পরিষেবা নিয়ে উৎসাহিত বাড়ির মহিলারা। তাঁদের এখন প্রশ্ন, কবে থেকে বাড়ি বাড়ি আসবে পাইপ বাহিত এই প্রাকৃতিক গ্যাস।
advertisement
6/6
গ্যাস কোম্পানির সূত্রে জানা গিয়েছে, গ্যাস দেওয়া শুরু হতে আরও কিছুটা সময় লাগবে। এদিকে, বাকি ওয়ার্ডগুলিতেও এখন কৌতূহল চরমে উঠেছে। তাঁদের এলাকায় কবে বসবে গ্যাসের লাইন, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে অনেকের মুখে।যশোর রোডে মূল পাইপলাইন বসানোর দিকে অগ্রাধিকার দিয়েছে গ্যাস কোম্পানি। তাই এই পুর এলাকায় কাজ শুরু হতে খানিকটা সময় লাগবে বলেই জানা গিয়েছে।
গ্যাস কোম্পানির সূত্রে জানা গিয়েছে, গ্যাস দেওয়া শুরু হতে আরও কিছুটা সময় লাগবে। এদিকে, বাকি ওয়ার্ডগুলিতেও এখন কৌতূহল চরমে উঠেছে। তাঁদের এলাকায় কবে বসবে গ্যাসের লাইন, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে অনেকের মুখে।যশোর রোডে মূল পাইপলাইন বসানোর দিকে অগ্রাধিকার দিয়েছে গ্যাস কোম্পানি। তাই এই পুর এলাকায় কাজ শুরু হতে খানিকটা সময় লাগবে বলেই জানা গিয়েছে।
advertisement
advertisement
advertisement