Piped Natural Gas: গিন্নিদের মুখে চওড়া হাসি! এবার সোনারপুরে শুরু রান্নার গ্যাসের পাইপ বসানোর কাজ, কোথায় মিলবে প্রথম কানেকশন
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
গিন্নিদের মুখে হাসি, এলাকায় বসলো ফলক, মিটবে প্রতিদিনের সব থেকে রান্নাঘরে মূল সমস্যার সমাধান। রাজপুর সোনারপুর পুরসভার এলাকায় গ্যাসের পাইপ বসানোর কাজ শুরু হয়েছিল তা প্রায় শেষের মুখে। এলাকায় পড়েছে ফলক খুশি গিন্নিরা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
গ্যাস কোম্পানির সূত্রে জানা গিয়েছে, গ্যাস দেওয়া শুরু হতে আরও কিছুটা সময় লাগবে। এদিকে, বাকি ওয়ার্ডগুলিতেও এখন কৌতূহল চরমে উঠেছে। তাঁদের এলাকায় কবে বসবে গ্যাসের লাইন, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে অনেকের মুখে।যশোর রোডে মূল পাইপলাইন বসানোর দিকে অগ্রাধিকার দিয়েছে গ্যাস কোম্পানি। তাই এই পুর এলাকায় কাজ শুরু হতে খানিকটা সময় লাগবে বলেই জানা গিয়েছে।









