#Budget2020: শুরু ক্যাবিনেট বৈঠক! ছোট ব্যবসায়ীদের জন্য থাকতে পারে বড় উপহার
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
যোজনার নাম দেওয়া হয়েছে নিয়ার্ত বিমা যোজনা ৷ এখানে মোট টাকা ও সুদের উপর ৯০ শতাংশ পর্যন্ত বিমা সুরক্ষা প্রদান করা হবে ৷
#নয়াদিল্লি: CCEA এর বৈঠক শুরু হয়ে গিয়েছে ৷ CNBC আওয়াজের সূত্রের খবর অনুযায়ী, এই বৈঠকে ছোট ব্যবসায়ীদের জন্য হতে পারে বড় ঘোষণা ৷ বিশেষ করে এক্সপোর্ট সংক্রান্ত নতুন যোজনাকে অনুমোদন দেওয়া হতে পারে ৷ নির্ভিক স্কিমকে অনুমোদন দেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে ৷ এই যোজনার মূল লক্ষ্য হচ্ছে যে এক্সপোর্টারদের লোন দেওয়ার প্রক্রিয়াটি আরও সহজ করা ৷ বাণিজন্য মন্ত্রালয়ের তরফে জানানো হয়েছে যে বেশ কিছু ক্ষেত্রে এক্সপোর্টারদের ভর্তুকি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে ৷
যোজনার নাম দেওয়া হয়েছে নিয়ার্ত বিমা যোজনা ৷ এখানে মোট টাকা ও সুদের উপর ৯০ শতাংশ পর্যন্ত বিমা সুরক্ষা প্রদান করা হবে ৷
মন্ত্রালয় ৮০ কোটি টাকার কম ঋণের ক্ষেত্রে ছোট এক্সপোর্টারদের ক্ষেত্রে বিমা প্রিমিয়াম দর কমিয়ে ০.৬ শতাংশ করা হয়েছে ৷ এর উপরে যারা ঋণ নেবেন তাদের ক্ষেত্রে প্রিমিয়াম দর ০.৭২ শতাংশ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে ৷ এই যোজনার ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ১৪ সেপ্টেম্বর ২০১৯ করেছিলেন ৷
advertisement
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 22, 2020 12:53 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
#Budget2020: শুরু ক্যাবিনেট বৈঠক! ছোট ব্যবসায়ীদের জন্য থাকতে পারে বড় উপহার