Bike Taxi: বাইক ট্যাক্সিচালকদের জন্য সুখবর! 'কমার্শিয়াল' লাইসেন্স দেওয়া শুরু! খরচ পড়ছে কত?

Last Updated:

Bike Taxi: সরকার অনেক দিন ধরেই পরিকল্পনা করেছিল বাণিজ্যিক কাজে ব্যবহার করা মোটরবাইকগুলিকে পৃথক লাইসেন্স দিতে। অবশেষে শুরু হল সেই প্রক্রিয়া।

বাইক ট্যাক্সি নিয়ে বড় পদক্ষেপ সরকারের!
বাইক ট্যাক্সি নিয়ে বড় পদক্ষেপ সরকারের!
কলকাতা : কাটতে চলেছে জটিলতা। এতদিন শহর ও শহরতলিতে ব্যক্তিগত লাইসেন্স নিয়ে বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছিল মোটরবাইক। বিভিন্ন অ্যাপ ক্যাবের পাশাপাশি খাবার সরবরাহকারী এবং ই-কমার্স সংস্থাতে এই ধরনের মোটরবাইক ব্যবহার দেখা যাচ্ছে। সরকার অনেক দিন ধরেই পরিকল্পনা করেছিল এই ধরনের বাণিজ্যিক কাজে ব্যবহার করা মোটরবাইকগুলিকে পৃথক লাইসেন্স দিতে। অবশেষে শুরু হল সেই প্রক্রিয়া।
পরিবহণ দফতরের আঞ্চলিক অফিস সল্টলেকে। শনিবার সেখান থেকেই বাণিজ্যিক মোটরবাইককে পৃথক লাইসেন্স দেওয়া শুরু হয়েছে। পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহে কসবাতে এই লাইসেন্স দেওয়া শুরু হবে।
advertisement
পরিবহণ দফতরের হিসাব অনুযায়ী, কলকাতায় প্রায় ১৫ হাজার বাইক চালক অ্যাপ নির্ভর সংস্থার সঙ্গে বাণিজ্যিক পরিবহণে যুক্ত। এ ছাড়াও আরও ১ লক্ষ ১০ হাজার বাইকচালক বিভিন্ন খাবার সরবরাহকারী সংস্থার সঙ্গে যুক্ত। সবাইকে এই বাণিজ্যিক লাইসেন্স নিতে হবে।
advertisement
বাণিজ্যিক পরিষেবার সঙ্গে যুক্ত মোটরবাইক চালকদের আলাদা সিরিজের নম্বর দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে বেশ কিছু নবম লাগু হবে। নম্বর প্লেটের রং হবে হলুদ। ফলে বাণিজ্যিক কাজে ব্যবহৃত মোটরবাইকগুলিকে আলাদা করে চিহ্নিত করা সহজ হবে।
advertisement
বাণিজ্যিক লাইসেন্স পেতে কত খরচ?
– আবেদনে খরচ পড়বে ১০০টাকা।
– আবেদনপত্র পরীক্ষা এবং অন্যান্য কাজের জন্য ৪০ টাকা।
– নথিভুক্ত করনে জন্য ৩৪০ টাকা
– সাধারণ বাইককে বাণিজ্যিক করার জন্য ১০৯০ টাকা
– নতুন নম্বর প্লেটের জন্য ৫০০ টাকা
– ৫ জেলায় পারমিটে জন্য ২০০০ টাকা
এ ছাড়া বাণিজ্যক গাড়িগুলিকে পৃথক বিমা ব্যবস্থার আওতায় আনা হবে।
advertisement
মূলত যে দুটি কারণে এই ব্যবস্থা তার একটি হল, বাণিজ্যিক পরিষেবা দিতে গিয়ে নানা আইনি জটিলতার মধ্যে পড়তে হচ্ছিল বাইক চালকদের। তাছাড়া বাইক অরোহীর নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়েও জটিলতা তৈরি হয়। এই সমস্যা কাটাতেই আলাদা করে বাণিজ্যিক লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বাণিজ্যিক লাইসেন্স থাকলে এই ধরনের সমস্যা মুখে পড়তে হবে না যাত্রীদের এমনটাই দাবি দফতরের।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bike Taxi: বাইক ট্যাক্সিচালকদের জন্য সুখবর! 'কমার্শিয়াল' লাইসেন্স দেওয়া শুরু! খরচ পড়ছে কত?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement