Bike Taxi: বাইক ট্যাক্সিচালকদের জন্য সুখবর! 'কমার্শিয়াল' লাইসেন্স দেওয়া শুরু! খরচ পড়ছে কত?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Bike Taxi: সরকার অনেক দিন ধরেই পরিকল্পনা করেছিল বাণিজ্যিক কাজে ব্যবহার করা মোটরবাইকগুলিকে পৃথক লাইসেন্স দিতে। অবশেষে শুরু হল সেই প্রক্রিয়া।
কলকাতা : কাটতে চলেছে জটিলতা। এতদিন শহর ও শহরতলিতে ব্যক্তিগত লাইসেন্স নিয়ে বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছিল মোটরবাইক। বিভিন্ন অ্যাপ ক্যাবের পাশাপাশি খাবার সরবরাহকারী এবং ই-কমার্স সংস্থাতে এই ধরনের মোটরবাইক ব্যবহার দেখা যাচ্ছে। সরকার অনেক দিন ধরেই পরিকল্পনা করেছিল এই ধরনের বাণিজ্যিক কাজে ব্যবহার করা মোটরবাইকগুলিকে পৃথক লাইসেন্স দিতে। অবশেষে শুরু হল সেই প্রক্রিয়া।
পরিবহণ দফতরের আঞ্চলিক অফিস সল্টলেকে। শনিবার সেখান থেকেই বাণিজ্যিক মোটরবাইককে পৃথক লাইসেন্স দেওয়া শুরু হয়েছে। পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহে কসবাতে এই লাইসেন্স দেওয়া শুরু হবে।
advertisement
পরিবহণ দফতরের হিসাব অনুযায়ী, কলকাতায় প্রায় ১৫ হাজার বাইক চালক অ্যাপ নির্ভর সংস্থার সঙ্গে বাণিজ্যিক পরিবহণে যুক্ত। এ ছাড়াও আরও ১ লক্ষ ১০ হাজার বাইকচালক বিভিন্ন খাবার সরবরাহকারী সংস্থার সঙ্গে যুক্ত। সবাইকে এই বাণিজ্যিক লাইসেন্স নিতে হবে।
advertisement
বাণিজ্যিক পরিষেবার সঙ্গে যুক্ত মোটরবাইক চালকদের আলাদা সিরিজের নম্বর দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে বেশ কিছু নবম লাগু হবে। নম্বর প্লেটের রং হবে হলুদ। ফলে বাণিজ্যিক কাজে ব্যবহৃত মোটরবাইকগুলিকে আলাদা করে চিহ্নিত করা সহজ হবে।
advertisement
বাণিজ্যিক লাইসেন্স পেতে কত খরচ?
– আবেদনে খরচ পড়বে ১০০টাকা।
– আবেদনপত্র পরীক্ষা এবং অন্যান্য কাজের জন্য ৪০ টাকা।
– নথিভুক্ত করনে জন্য ৩৪০ টাকা
– সাধারণ বাইককে বাণিজ্যিক করার জন্য ১০৯০ টাকা
– নতুন নম্বর প্লেটের জন্য ৫০০ টাকা
– ৫ জেলায় পারমিটে জন্য ২০০০ টাকা
এ ছাড়া বাণিজ্যক গাড়িগুলিকে পৃথক বিমা ব্যবস্থার আওতায় আনা হবে।
advertisement
মূলত যে দুটি কারণে এই ব্যবস্থা তার একটি হল, বাণিজ্যিক পরিষেবা দিতে গিয়ে নানা আইনি জটিলতার মধ্যে পড়তে হচ্ছিল বাইক চালকদের। তাছাড়া বাইক অরোহীর নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়েও জটিলতা তৈরি হয়। এই সমস্যা কাটাতেই আলাদা করে বাণিজ্যিক লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বাণিজ্যিক লাইসেন্স থাকলে এই ধরনের সমস্যা মুখে পড়তে হবে না যাত্রীদের এমনটাই দাবি দফতরের।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 25, 2023 9:24 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bike Taxi: বাইক ট্যাক্সিচালকদের জন্য সুখবর! 'কমার্শিয়াল' লাইসেন্স দেওয়া শুরু! খরচ পড়ছে কত?