Viral Nandini: দুর্দান্ত প্ল্যান 'ফাঁস' ভাইরাল নন্দিনী দিদির! রহস্য থেকে পর্দা সরিয়ে দিলেন বিরাট 'চমক'! টক্করে ছিটকে যাবেন প্রতিযোগীরা?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Viral Nandini: সোশ্যাল মিডিয়া থেকে দিদি নম্বর ওয়ান সর্বত্রই তাঁর জয়জয়কার। যদিও সম্প্রতি হঠাৎ শোনা যায় এবার বন্ধ হতে চলেছে স্মার্ট দিদির ভাতের হোটেল। ডালহৌসির অফিসপাড়াতে আর শোনা যাবে না নন্দিনী দি'র রান্নার গল্প।
advertisement
advertisement
advertisement
ঠিক কী থেকে ছড়িয়েছিল গুজব? বস্তুত দিনকয়েক আগে এক সাক্ষাৎকারে নন্দিনী দিদি বলেছিলেন, ‘যখনই দেখি না কেউ বাড়ছে, আমরা তাকে টেনে নামানোর চেষ্টা করি। তবে কথাতেই তো আছে রাখে হরি মারে কে। কপালে যা আছে তা তো হবেই। বলব, বলব… তোদের সবাইকে জানাব। আছে এরকম কিছু জিনিস। তোদের সব ইউটিউবারকেই ফোন করব। বসব। তোদের জন্যই তো আমি আজ এখানে।’
advertisement
advertisement
advertisement
হোটেল বন্ধ প্রসঙ্গে নন্দিনীর জবাব, ‘আমি প্রথম থেকে বলেছি এটা আমার স্থায়ী ঠিকানা নয়। এখানে আমি ভাড়া নিয়ে কাজ করেছি। হ্যাঁ আগে হলে আমি হয়তো চাকরি জীবনে ফেরত যেতাম। এখন আর চাকরি জীবনে ফিরব না। আরেকটা কিছু শুরু করব। অবশ্য আরেকটা নয়, আরও বহু। তবে রেস্তোরাঁ নয়, পাইস হোটেলই খুলব।’ যা জানা যাচ্ছে, তা হল, উত্তর কলকাতায় এবং নিউ টাউনে, অর্থাৎ মোট দুটো শাখা আসতে চলেছে তার হোটেলের।