Best Multi-bagger Stocks: মাল্টিব্যাগার স্টকে বিনিয়োগ করবেন? এই জিনিসগুলো মাথায় না রাখলেই বিপদ

Last Updated:

গত কয়েক বছরে শেয়ার বাজারের চালচলন খুঁটিয়ে দেখলে বোঝা যাবে মাল্টিব্যাগার স্টকগুলোই বিনিয়োগকারীদের মালামাল করে দিয়েছে

মোটা টাকা রিটার্ন পাওয়াই স্টক মার্কেটে বিনিয়োগের প্রধান লক্ষ্য। কিন্তু কোন স্টকে বিনিয়োগ লাভজনক, সেটা বোঝা যাবে কী করে? গত কয়েক বছরে শেয়ার বাজারের চালচলন খুঁটিয়ে দেখলে বোঝা যাবে মাল্টিব্যাগার স্টকগুলোই বিনিয়োগকারীদের মালামাল করে দিয়েছে। কিন্তু অনেকে আবার বলেন এই ধরনের স্টকে বিনিয়োগ ঝুঁকিবহুল। এটা কি সত্যি? আসলে কোনও কোম্পানির মাল্টিব্যাগার স্টকে বিনিয়োগ করার আগে কয়েকটা জিনিস দেখে নিতে হবে।
ক্রমবর্ধমান বিক্রয় এবং মুনাফা: ধারাবাহিকভাবে ক্রমবর্ধমান বিক্রয় এবং মুনাফা হলে সেই কোম্পানি যে লাভজনক সেটা স্পষ্ট। শেয়ার প্রতি ক্রমবর্ধমান আয় (ইপিএস) একটি কোম্পানির সম্পদ বৃদ্ধির চমৎকার সূচক।
কম ঋণ: খুব বেশি ঋণ একটা কোম্পানিকে ডুবিয়ে দিতে পারে। অতএব কোম্পানির ঋণ এবং সংশ্লিষ্ট অনুপাত পরীক্ষা করাই বুদ্ধিমানের কাজ। উচ্চ ডেট-টু-ইক্যুইটি অনুপাত থেকে বোঝা যায় কোনও কোম্পানি বাইরে থেকে তহবিল এনে তার বৃদ্ধির জন্যে টাকা যোগাচ্ছে কি না।
advertisement
advertisement
প্রতিযোগিতামূলক সুবিধা: কোম্পানির প্রতিযোগিতার মধ্যে টিকে থাকার ক্ষমতা আছে কি না সেটাও দেখতে হবে। প্রতিকূল পরিস্থিতিতে লড়ার ক্ষমতা দেখার জন্যে ব্যবসার গুণমান একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর।
ভাল রিটার্ন: একটি কোম্পানির কর্মক্ষমতা এবং ভবিষ্যতে বৃদ্ধির সম্ভাবনা বোঝার জন্যে বেশ কিছু পদ্ধতি রয়েছে। যেমন রিটার্ন অন ইক্যুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। স্টকটি ভাল পারফর্ম করছে কি না তা বুঝতে হলে পর্যবেক্ষণই একমাত্র পথ।
advertisement
হাই প্রফিট মার্জিন: মাল্টিব্যাগার স্টকে বিনিয়োগ লাভজনক কি না বোঝার আরেকটি সূচক হল হাই প্রফিট মার্জিন দেখা। কোম্পানি যদি দাম এবং খরচের সমন্বয় করতে পারে তাহলে মুনাফাও বাড়বে।
মাল্টিব্যাগার স্টকে বিনিয়োগের ঝুঁকি: একসঙ্গে অনেক মাল্টিব্যাগার স্টক কেনা হয়। এখন স্টক পড়ে গেলে বিনিয়োগকারীদের লোকসান। কিন্তু ঝুঁকি যত বেশি, লাভও তত, একথাও সমান সত্যি। মাল্টিব্যাগার স্টকে বিনিয়োগের সময় এই লাভের কথাই বিনিয়োগকারীদের মাথায় ঘোরে। বিনিয়োগ একটি সময় পর্যন্ত লক করা হয়। বেশির ভাগ মাল্টিব্যাগার স্টক ফুলে ফেঁপে উঠতে দুই দশকের বেশি সময় নেয়। যার অর্থ আগামী কয়েক বছর কোনওভাবেই সেগুলো বিক্রি করা যাবে না।
advertisement
অনেকে ট্রিক ট্রেডের ফাঁদেও পড়ে। অর্থাৎ বিনিয়োগ করার কারণে কৃত্রিম মুদ্রাস্ফীতি। এর মধ্যে বেশির ভাগই কম বাজার মূলধন সহ ছোট-ক্যাপ স্টক, যা সহজেই কারসাজি হওয়ার ঝুঁকি থাকে। প্রথম দিকে এই স্টকগুলোর কিছু সমস্যা থাকে। যেমন যে কোনও গুজবের কারণে দাম পড়তে পারে। সেটাকে আবার পুনরুদ্ধার করতে কয়েক মাস লেগে যায়।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Best Multi-bagger Stocks: মাল্টিব্যাগার স্টকে বিনিয়োগ করবেন? এই জিনিসগুলো মাথায় না রাখলেই বিপদ
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement