Bengal Global Summit 2022: আজ থেকে শুরু বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন, বড় লগ্নির আশায় রাজ্য

Last Updated:

Bengal Global Summit 2022: শিল্প সম্মেলনে হাজির থাকছেন দেশের একাধিক নামী শিল্পপতি। 

আজ থেকে শুরু বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলন, বড় লগ্নির আশায় রাজ্য
আজ থেকে শুরু বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলন, বড় লগ্নির আশায় রাজ্য
আবীর ঘোষাল, কলকাতা: করোনা অতিমারীর ধাক্কা সামলে চলতি বছরে ফের বসল বিশ্ব বাংলা শিল্প সম্মেলন। আজ, বুধবার থেকেই শুরু হয়ে যাচ্ছে দুই দিন ব্যাপী এই শিল্প সম্মেলন। ইতিমধ্যেই সেজে উঠেছে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার। মোট ১৪টি দেশের প্রতিনিধিরা এবার যোগ দিতে চলেছেন বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনের আসরে (Bengal Global Summit 2022) ৷
আমেরিকা, ইতালি, নেদারল্যান্ডস, জার্মানি, বাংলাদেশ, ভুটান, অস্ট্রেলিয়া, নরওয়ে, ফিনল্যান্ড, জাপান, কেনিয়ার মতো দেশের শিল্প প্রতিনিধিরা এখানে যোগ দেবেন। গতকাল, মঙ্গলবার নৈশভোজের মধ্যে দিয়ে শুরু হয়ে গিয়েছে শিল্প সম্মেলনের আসর। এবারের সম্মেলনে সবচেয়ে বড় বিনিয়োগ আসতে পারে তাজপুর গভীর সমুদ্র বন্দরকে ঘিরে ৷ সূত্রের খবর, এখানে বিনিয়োগ করতে পারে আদানি গোষ্ঠী। বিড়লা গোষ্ঠীর সিমেন্ট ও বস্ত্র কারখানা আছে। এবার গড়ে উঠতে পারে রঙের কারখানা। এ ছাড়া আজকের শিল্প সম্মেলনের মঞ্চ থেকে আরও কিছু ঘোষণা করতে পারেন কুমারমঙ্গলম বিড়লা। এমনটাই আশা করছে শিল্প মহল।
advertisement
advertisement
গাড়ি বা গাড়ির যন্ত্রাংশ তৈরিতেও বড় বিনিয়োগ আসতে পারে বলে মনে করছেন অনেকে ৷ আজকে হাজির থাকার কথা মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার প্রতিনিধিরা। আজ তাদের তরফ থেকেও ঘোষণা হতে পারে বিনিয়োগ। যারা যারা আজকের এই মঞ্চে হাজির থাকতে পারেন তারা হলেন, আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। আদিত্য বিড়লা গোষ্ঠীর চেয়ারম্যান কুমারমঙ্গলম বিড়লা। হিন্দুস্থান ইউনিলিভারের এমডি সঞ্জীব মেহতা।জেএসডাব্লু গোষ্ঠীর সজ্জন জিন্দল। এসবিআই-এর চেয়ারম্যান দীনেশ কুমার খাঁড়া। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা সংস্থার শীর্ষ কর্তা।
advertisement
এ ছাড়া থাকছেন আর বি মিত্তল, ওয়াই কে মোদি, নিরঞ্জন হিরানান্দানি, হর্ষবর্ধন নেওটিয়া, ওয়াই সি দেবেশ্বর, সঞ্জীব গোয়েঙ্কা, উমেশ চৌধুরী, পূর্ণেন্দু চট্টোপাধ্যায়, রুদ্র চট্টোপাধ্যায়, পুনীত ডালমিয়া। রাজ্য সরকারের পাখির চোখ যে শিল্প তা ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছে। গতকাল শিল্প সম্মেলন উপলক্ষ্যে নৈশভোজে এই বিষয়ে আলোচনা সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে লগ্নি নিয়েও কথা বলেন তিনি। আজ নজরে কোন সংস্থা কোন ক্ষেত্রে বিনিয়োগ করে এই রাজ্যে।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bengal Global Summit 2022: আজ থেকে শুরু বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন, বড় লগ্নির আশায় রাজ্য
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement