Business Idea: কম বিনিয়োগে ভাল রিটার্ন চান? শুরু করুন এই ব্যবসা
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Business Idea: গ্রাম হোক কিংবা শহর, তেলের মিলের ব্যবসা সফল হবেই।
#কলকাতা: আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যাঁরা নতুন ব্যবসা শুরু করতে চান কিন্তু মোটা অঙ্কের মূলধনের অভাবে আর হয়ে ওঠে না। এই সমস্ত উদ্যোগীদের জন্য নতুন ব্যবসার সবচেয়ে সেরা বিকল্প হল তেলের মিল। এই ব্যবসায় ন্যূনতম বিনিয়োগে উচ্চ আয় করা যেতে পারে। ভোজ্য তেলের দাম এবং চাহিদা সবসময় বেশি থাকার কারণে এই ব্যবসায় লোকসানের সম্ভাবনা খুবই কম। গ্রাম হোক কিংবা শহর, তেলের মিলের ব্যবসা সফল হবেই (Business Idea)।
আগে তেলের মিল শুরু করার জন্য বড় বড় দামি মেশিনের জন্য মোটা অঙ্কের লগ্নির প্রয়োজন হত। বর্তমানে বাজারে পোর্টেবল মেশিন চলে আসায় কম বিনিয়োগে এই ব্যবসায় নামা যায়। এ ছাড়া, এই আধুনিক মেশিন পরিচালনা করার জন্য বেশি শ্রমিকের প্রয়োজন হয় না।
advertisement
advertisement
কীভাবে শুরু করা যায় তেলের মিলের ব্যবসা?
ভোজ্য তেলের ব্যবসার শুরু করার জন্য তেল প্রস্তুতকারক মেশিন, একটি বড় ঘর এবং শস্যের প্রয়োজন হয়। এই শস্যের মধ্যে সর্ষে, তিল, বাদাম এবং অন্যান্য তেল প্রদানকারী যে কোনও ফসল রাখা যেতে পারে। আধুনিক মেশিনগুলোর সাহায্যে খুব কম সময়ে উপরোক্ত শস্যের তেল খুব সহজে নিষ্কাশন করা যায়। ব্যবসা শুরু করার জন্য প্রথমে মাঝারি সাইজের মেশিন কেনা উচিত। পরে ব্যবসা মুনাফা বৃদ্ধি পেলে বড় মেশিন কেনা যেতে পারে।
advertisement
তেল প্রস্তুতকারক অয়েল এক্সপেলার মেশিনের (Oil Expeller Machine) মূল্য প্রায় ২ লক্ষ টাকা। এরপর তেলের মিলের ব্যবসা শুরু করার জন্য লাইসেন্স সহ কিছু সরকারি নথিপত্র সংগ্রহ করতে হবে। সব মিলিয়ে মোট ৩-৪ লক্ষ টাকার বিনিয়োগের প্রয়োজন হবে। তেলের মান ভালো হলে খুব দ্রুতই ব্যবসা থেকে ভাল মুনাফা উপার্জন করা যাবে।
advertisement
ভোজ্য তেলের ব্যবসায় আয়
তেলের ব্যবসা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল গ্রাহক। ব্যবসার আয় এবং মুনাফা গ্রাহকদের ওপর নির্ভরশীল। তেল নিষ্কাশনের বাজারে দোকান খুলে খুচরো হিসেবে বা দোকানদারদের সঙ্গে চুক্তি করে তাদের মাধ্যমে বিক্রি করা যেতে পারে। তেল ছাড়াও পড়ে থাকা খোলও বিক্রি হয়। প্রাথমিকভাবে তেল ও খোল বিক্রি করে বিনিয়োগ করা অর্থ হাতে চলে আসবে। এরপর থেকে মুনাফা হতে শুরু করবে। তেলের ব্যবসায় আয় কাঁচামালের মূল্যের ওপরও নির্ভর করে। কাঁচামালের দাম কম হলে বিক্রয়ে বেশি লাভ রাখা যায়।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 19, 2022 11:14 AM IST