West Bengal Lottery: ছিলেন ভাগচাষী, হয়ে গেলেন কোটিপতি ! লটারিতে বাজিমাত মালদহের হতদরিদ্র যুবকের

Last Updated:

নিরাপত্তা সুনিশ্চিত করতে লটারির টিকিট নিয়ে পুলিশের দ্বারস্থ হন যুবক।

ছিলেন ভাগচাষী, হয়ে গেলেন কোটিপতি, লটারিতে বাজিমাত মালদহের হতদরিদ্র যুবকের
ছিলেন ভাগচাষী, হয়ে গেলেন কোটিপতি, লটারিতে বাজিমাত মালদহের হতদরিদ্র যুবকের
সেবক দেবশর্মা, মালদহ: কখনও ভাবেননি রাতারাতি ভাগ্যের চাকা এভাবে ঘুরে যাবে। মাত্র ৩০ টাকায় ভাগ্য বদল। ছিলেন ভাগচাষী, রাতারাতি হয়ে গেলেন কোটিপতি। শুনতে অবাক লাগলেও এমনই অভাবনীয় ঘটনা ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার সাদলিচক গ্রাম পঞ্চায়েতের সূর্যাপুরা গ্রামের বাসিন্দা মহবুব আলমের সঙ্গে (West Bengal Lottery)।
জানা গিয়েছে,সোমবার দুপুরে মহবুব মাত্র ৩০ টাকা দিয়ে লটারির টিকিট কেটে ছিলেন। আর তাতেই বাজিমাত। সন্ধ্যার পর রেজাল্ট জানতে গিয়ে নিজেই হতবাক মহবুব। জানতে পারেন, প্রথম পুরস্কার ১ কোটি টাকা জিতেছেন তিনি। চোখের সামনে এমন রেজাল্ট দেখে  প্রথমে বিশ্বাসই হয়নি তাঁর। এরপর খানিকক্ষণের মধ্যে যেন ঘোর কাটে। কী করবেন কিছুই ভেবে উঠতে পারছিলেন না মহবুব আলম। দিন-আনা,দিন-খাওয়া মহবুব ভাগচাষী থেকে হঠাৎ করে কোটিপতি হয়ে যাওয়ায় নিরাপত্তার অভাব বোধ করছিলেন। তাই তিনি তড়িঘড়ি লটারির টিকিট নিয়ে হাজির হন কুমেদপুর পুলিশ ফাঁড়িতে। সব শুনে উপস্থিত পুলিশ কর্মী ও অফিসারদের মধ্যেও হইচই পড়ে যায় মহবুবকে নিয়ে। কোটিপতির নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় পড়েন ফাঁড়ির পুলিশরাও। এরপর কুমেদপুর ফাঁড়ির পুলিশকে সঙ্গে নিয়ে মহবুব পৌঁছে যান হরিশ্চন্দ্রপুর থানায়।
advertisement
advertisement
কিন্তু রাতারাতি কোটিপতি হওয়ার পর কী ভাবছেন মহবুব। কী ভেবেই বা লটারির টিকিট কিনেছিলেন? মহবুব আলম জানান, তিনি একজন ভাগচাষী। তাঁর ভাঙা বাড়িতে স্ত্রী ছাড়াও এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।অন্যের জমি চাষবাস করে কোনওরকমে সংসার চলছিল। তবে, অবস্থা ফেরার স্বপ্ন নিয়ে প্রায়শই লটারির টিকিট কাটতেন তিনি। এদিনও মাঠ থেকে কৃষিকাজ সেরে ফেরার পথে কুমেদপুরে এক লটারি টিকিট বিক্রেতার কাছ থেকে মাত্র ৩০ টাকা দিয়ে ওই লটারির টিকিট কাটেন। ভাবতে পারেননি, ওই ৩০ টাকার লটারির টিকিট তাঁর জীবনের চাকা এভাবে ঘুরিয়ে দেবে, মুহূর্তে কোটিপতি হয়ে যাবেন তিনি।
advertisement
কিন্তু এতদিন যেভাবে অত্যন্ত কষ্ট করে জীবন চলতো, এখন কোটি টাকা নিয়ে কী করবেন? মহবুব জানিয়েছেন, নিজের একটি ভাল বাড়ি তৈরির ইচ্ছে রয়েছে। পাশাপাশি নিজের ছেলে, মেয়েদের ভালোভাবে পড়াশোনা শিখিয়ে সমাজে প্রতিষ্ঠিত করতে চান তিনি। তবে এভাবে হঠাৎ করে ‘কোটিপতি’ হয়ে গিয়ে যেন গ্রামের বিখ্যাত হয়ে গিয়েছেন মহবুব। তাঁকে দেখতে রীতিমত ভিড় করছেন লোকজন। অনেকেই বলছেন, এমন ভাগ্য আর ক’জনের বা হয়। আবার কেউ বলছেন, এমন হতদরিদ্রদের কপালেই তো লটারি জেতা উচিত। সবমিলিয়ে তাঁর লটারিতে ১ কোটি টাকা জেতার খবর শুনে বেজায় খুশি আত্মীয়-পরিজন থেকে গোটা গ্রাম।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
West Bengal Lottery: ছিলেন ভাগচাষী, হয়ে গেলেন কোটিপতি ! লটারিতে বাজিমাত মালদহের হতদরিদ্র যুবকের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement