Good News: কর্মচারীদের প্রায় ১২ শতাংশ পর্যন্ত বেতন বাড়াল এই ব্যাঙ্ক
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
১ অক্টোবর থেকে লাগু হয়ে গিয়েছে বেতন বৃদ্ধি-
#নয়াদিল্লি: করোনা সংক্রমণের জেরে যে আর্থিক সঙ্কট দেখা দিয়েছে তাতে সংস্থাগুলি খরচ কম করার জন্য কর্মীদের ছাঁটাই করছে বা বেতন কাটছে ৷ করোনা সঙ্কটের জেরে লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যেই চাকরি হারিয়েছেন ৷ এর পাশাপাশি কোটি কোটি মানুষের রোজগারে প্রভাব পড়েছে ৷ এর মধ্যেই দেশের তৃতীয় বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank) তাদের প্রায় ৭৬,০০০ কর্মীদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে ৷ এর পাশাপাশি কর্মীদের বোনাসও দেওয়া হচ্ছে ৷
১ অক্টোবর থেকে লাগু হয়ে গিয়েছে বেতন বৃদ্ধি-
অ্যাক্সিস ব্যাঙ্ক লিমিটেড পারফরম্যান্সের ভিত্তিতে কর্মীদের বেতন ৪ থেকে ১২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে ৷ এই সিদ্ধান্ত ১ অক্টোবর ২০২০ থেকে লাগু করা হবে ৷ এর আগে দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাঙ্ক HDFC Bank Ltd. এপ্রিল ২০২০ কর্মীদের বেতন বৃদ্ধির উপহার দিয়েছিল ৷ ICICI ব্যাঙ্কও ১,০০,০০০ কর্মচারীদের ৮০ শতাংশ পর্যন্ত বোনাস ও বেতন বৃদ্ধির উপহার দিয়েছিল ৷
advertisement
বেসরকারি ব্যাঙ্কগুলি কেবল বেতন বৃদ্ধি করছে এমনটা নয় ৷ এর পাশাপাশি বেশ কিছু ব্যাঙ্ক কর্মীদের বেতন কমও করেছে ৷ কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক যে সমস্ত কর্মীদের বার্ষিক আয় ২৫ লক্ষের বেশি তাদের বেতন ১০ শতাংশ কমিয়ে দিয়েছে ৷ সিনিয়র ম্যানেজমেন্টের বেতন ১৫ শতাংশ পর্যন্ত কম করা হয়েছে ৷
advertisement
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 07, 2020 12:56 PM IST