আমেরিকার ব্যাটারি স্টার্ট-আপ কোম্পানি ভারতীয় সিইও-কে দিয়েছে এলন মাস্কের মতো পে প্যাকেজ!

Last Updated:

আমেরিকার একটি ব্যাটারি স্টার্ট আপ কোম্পানি তাদের ভারতীয় সিইও-কে মাল্টি বিলিয়ন ডলারের প্যাকেজ দিয়েছে।

#নয়াদিল্লি: আন্তর্জাতিক চাকরির বাজারে ভারতীয় সিইও-র বাড়তি জনপ্রিয়তা এবং চাহিদার রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক নামকরা কোম্পানির সিইও এবং উচ্চ পদে নিয়োগ করা হয়েছে ভারতীয়দের। সম্প্রতি এমনই একটি খবর আবার সামনে এসেছে, যা বেশ চমকপ্রদ। আমেরিকার একটি ব্যাটারি স্টার্ট আপ কোম্পানি তাদের ভারতীয় সিইও-কে মাল্টি বিলিয়ন ডলারের প্যাকেজ দিয়েছে। বলা হচ্ছে এই মাল্টি বিলিয়ন ডলারের প্যাকেজ টেসলা (Tesla) কোম্পানির সিইও এলন মাস্কের (Elon Musk) পে প্যাকেজের সমান। আমেরিকার সলিড স্টেট ব্যাটারি স্টার্ট আপ কোয়ান্টামস্কেপ কর্প-এর (Solid-State Battery Startup QuantumScape Corp) শেয়ার হোল্ডাররা কোম্পানির শীর্ষ আধিকারিকের জন্য এই মাল্টি বিলিয়ন ডলার প্যাকেজের অনুমতি দিয়ে দিয়েছে।
আমেরিকার সলিড স্টেট ব্যাটারি স্টার্ট আপ কোম্পানির সেই চুক্তি অনুযায়ী যদি কোম্পানির সিইও জগদীপ সিং (Jagdeep Singh) সেই লক্ষ্যে পৌঁছাতে পারেন তাহলে তিনি, ২.৩ বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ১৭ হাজার কোটি টাকার বেশি ভ্যালুর শেয়ার পাবেন। প্রক্সি অ্যাডভাইজারি ফার্ম গ্লাস লুইস (Glass Lewis) এই অনুমান লাগিয়েছে। আমেরিকার সলিড স্টেট ব্যাটারি স্টার্ট আপ কোয়ান্টামস্কেপ কর্প কোম্পানির শেয়ার হোল্ডারদের মিটিংয়ে শেয়ারধারকেরা অনুমতি দিয়েছে এই প্যাকেজের। কোম্পানির তরফে জানানো হয়েছে যে ফাইনাল ট্যালি পরে করা হবে।
advertisement
advertisement
বড় প্যাকেজের ট্রেন্ড তেজ গতিতে বাড়ছে
এই প্যাকেজ নিয়ে ফ্যারিয়েন্ট অ্যাডভাইজার ফার্মের ডায়না হ্যারিস জানিয়েছেন যে, তেজ গতিতে এগিয়ে যাওয়া স্টার্ট আপের মধ্যে এই ধরনের বড় পে প্যাকেজ নিয়মিত ঘটনা হতে চলেছে, বিশেষ করে টেসলার বিরাট সাফল্যের পর। বৈদ্যুতিক গাড়ির বাজারে এই ধরনের ট্রেন্ড তেজ গতিতে বেড়ে চলেছে। বিগত বছরে কম করে প্রায় ১৫টি কর্পোরেট লিডারকে প্রায় ১০০ মিলিয়ন ডলার অর্থাৎ ৭০০ কোটি টাকা বা তার বেশি ভ্যালুর প্যাকেজ দেওয়া হয়েছে। ২০১৮ সালে যখন এলন মাস্ক সবথেকে দামি পে প্যাকেজ পেয়েছিল, তার থেকে এখনকার পে প্যাকেজের টাকার পরিমান ৩ গুণ বেশি।
advertisement
কোয়ান্টামস্কেপ কর্প কোম্পানি পেয়েছে ফক্সওয়াগন বিল গেটস ভেঞ্চার ফান্ডের সাহায্য
কোয়ান্টামস্কেপ কর্প হল একটি আমেরিকান কোম্পানি যারা বৈদ্যুতিক গাড়ির সলিড স্টেট লিথিয়াম মেটাল ব্যাটারি সরবরাহ করে। এই কোম্পানিকে সাহায্য করে ফক্সওয়াগন বিল গেটস ভেঞ্চার ফান্ড। বিভিন্ন ধরনের বৈদ্যুতিক গাড়ির কোম্পানি এদের থেকে সলিড স্টেট লিথিয়াম মেটাল ব্যাটারি ক্রয় করে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আমেরিকার ব্যাটারি স্টার্ট-আপ কোম্পানি ভারতীয় সিইও-কে দিয়েছে এলন মাস্কের মতো পে প্যাকেজ!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement