Bank Holidays : জুলাই মাসে ১৪ দিন ব্যাঙ্ক বন্ধ, কবে যাবেন এখনই ঠিক করে নিন

Last Updated:

আরবিআই এই হলিডে ক্যালেন্ডার জারি করে...

Bank Holidays: in july 2022
Bank Holidays: in july 2022
#নয়াদিল্লি:  Bank Holidays in July 2022 : ব্যাঙ্কের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষকে বিভিন্ন সময়েই কাজের জন্য বিভিন্ন ব্যাঙ্কে যেতে হয়৷ অনেক সময়েই অনেক কাজ অনলাইনে হয় না, আবার অনেক ক্ষেত্রেই অনলাইনে কাজ করতে পারেন না এমন গ্রাহকও থাকেন৷ তাই ব্যাঙ্ক অবধি দৌড়তেই হয়৷ তার মধ্যে ব্যাঙ্কে গিয়ে যদি দেখেন ব্যাঙ্ক বন্ধ তাহলে তো মাথায় হাত৷ তাই ব্যাঙ্ক কবে বন্ধ থাকবে তা আগাম জানা থাকলে সব গ্রাহকদেরই সুবিধা হয়৷ জুলাই মাসে ব্যাঙ্কের কাজ ১৪ দিন বন্ধ থাকবে৷ অর্থাৎ প্রায় অর্ধেক মাস ব্যাঙ্ক বন্ধ থাকবে৷ ব্যাঙ্কের এই ছুটির কারণে নিজের সময় বুঝে ব্যাঙ্কে যান৷
অবশ্য গোটা দেশে ১৪ দিন ধরে ব্যাঙ্ক বন্ধ থাকবে না৷ রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ অনুযায়ি অঞ্চলভিত্তিক অনুষ্ঠানে ঘুরিয়ে ফিরিয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে৷ আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদা ছুটি থাকবে৷
advertisement
advertisement
আরবিআই এই হলিডে ক্যালেন্ডার জারি করে
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক প্রতি বছর ব্যাঙ্ক হলিডে বা ব্যাঙ্কের ছুটির লিস্ট জারি করে৷ এতে প্রতিটা রাজ্যের আলাদা আলাদা ছুটির ক্যালেন্ডার ইস্যু করে৷ এছাড়া অল্টারনেটিভ শনিবার এবং রবিবারের ছুটির লিস্ট দিয়েছে৷
জুলাই ২০২২ -র ছুটির সূচি
১ জুলাই - রথযাত্রা - ভুবনেশ্বর ও ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ থাকবে
advertisement
৩ জুলাই - রবিবার (সাপ্তাহিক ছুটি)
৭ জুলাই- খর্চি পুজো - আগরতলায় ব্যাঙ্ক বন্ধ
৯ জুলাই - শনিবার (মাসের দ্বিতীয় শনিবার), ইদ -উল -অধা (বখরিইদ)
১০ জুলাই- রবিবার (সাপ্তাহিক ছুটি)
১১ জুলাই- ইজ-উল-অজা - জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে
১৩ জুলাই- ভানু জয়ন্তী- গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে
১৪ জুলাই- বেন -ডিএনখলাম- শিলং ব্যাঙ্ক বন্ধ থাকবে
advertisement
১৬ জুলাই- হরেলা- দেরাদুনে ব্যাঙ্ক বন্ধ থাকবে
১৭ জুলাই- রবিবার (সাপ্তাহিক ছুটি)
২৩ জুলাই- শনিবার- (মাসের চতুর্থ শনিবার)
২৪ জুলাই- রবিবার (সাপ্তাহিক অবকাশ)
২৬ জুলাই- কের পূজা (আগরতলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে)
৩১ জুলাই- রবিবার (সাপ্তহিক অবকাশ)
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bank Holidays : জুলাই মাসে ১৪ দিন ব্যাঙ্ক বন্ধ, কবে যাবেন এখনই ঠিক করে নিন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement