Bank Holidays: চলতি সপ্তাহে ৫ দিন বন্ধ ব্যাঙ্ক, জরুরি কাজ সারতে সময় মাত্র ২ দিন

Last Updated:

Bank Holidays: চলতি সপ্তাহে অনেকদিন ব্যাঙ্ক বন্ধ থাকায় বেশ কিছু সমস্যায় পড়তে হতে পারে গ্রাহকদের।

৫ দিন বন্ধ ব্যাঙ্ক। প্রতীকী ছবি
৫ দিন বন্ধ ব্যাঙ্ক। প্রতীকী ছবি
নয়া দিল্লি: জানুয়ারি মাস শেষ হতে আর মাত্র একটা সপ্তাহ বাকি। এর মধ্যে গুরুত্বপূর্ণ কাজ থাকলে দ্রুত মিটিয়ে নিন। কারণ এই সপ্তাহে ব্যাঙ্কগুলিতে ৫ দিন ছুটি থাকবে। সাধারণত, ব্যাঙ্কের ছুটি নির্ভর করে স্থানীয় এলাকাগুলির উৎসবের উপর নির্ভর করে।
প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। এছাড়াও, প্রতি রবিবারও ব্যাঙ্ক ছুটি থাকে। সেই সঙ্গে প্রতি মাসে দেশের বিভিন্ন রাজ্যে অনেক ব্যাঙ্কে ছুটি থাকে।
advertisement
যদিও এখনকার দিনে নেট ব্যাঙ্কিংয়ের দৌলতে ব্যাঙ্ক সংক্রান্ত বেশিরভাগ কাজ এখন বাড়িতে বসেই করা যায়। কিন্তু তার পরেও কিছু কাজ এমন থাকে যেগুলি ব্যাঙ্কে গিয়েই করতে হয়। চলতি সপ্তাহে অনেকদিন ব্যাঙ্ক বন্ধ থাকায় বেশ কিছু সমস্যায় পড়তে হতে পারে গ্রাহকদের।
advertisement

কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে

  • ২৩ জানুয়ারি - নেতাজি সুভাষ চন্দ্র বসু জন্মবার্ষিকীতে অসমে ব্যাঙ্ক থাকবে।
  • ২৫ জানুয়ারি - হিমাচল প্রদেশে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।
  • ২৬ জানুয়ারি - প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সারা দেশে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।
  • ২৮ জানুয়ারি - চতুর্থ শনিবার উপলক্ষে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।
  • ২৯ জানুয়ারি - রবিবারের জন্য সারা দেশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
  • ৩১ জানুয়ারি - অসমে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।
advertisement
তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও গ্রাহকদের টাকা তোলা কিংবা টাকা জমা দেওয়ার মতো কাজে কোনও সমস্যা হবে না। কারণ এটিএম পরিষেবা কোনও বন্ধ থাকবে না। এটিএম পরিষেবা সচল থাকবে। এর পাশাপাশি ব্যাঙ্ক সংক্রান্ত কাজও নেট ব্যাঙ্কিং কিংবা ব্যাঙ্কগুলির অ্যাপ থেকেও সারতে পারবেন। কিন্তু ব্যাঙ্কে গিয়ে যদি কোনও জরুরি কাজ থাকে, তাহলে এই ছুটির দিনে আপনি সংশ্লিষ্ট শহরগুলির বাসিন্দা হলে করতে পারবেন না।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bank Holidays: চলতি সপ্তাহে ৫ দিন বন্ধ ব্যাঙ্ক, জরুরি কাজ সারতে সময় মাত্র ২ দিন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement