Bandhan Bank: ফিক্সড ডিপোজিটে চমক বন্ধন ব্যাঙ্কের ! সেভিংস অ্যাকাউন্টেও মিলছে নজরকাড়া সুদ

Last Updated:

Bandhan Bank Fixed Deposit Rates: ৫ বছর মেয়াদের ট্যাক্স সেভার ফিক্সড ডিপোজিটের সুদের হারও পরিবর্তন করেছে বন্ধন ব্যাঙ্ক। সাধারণ গ্রাহকরা ৭ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৭.৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে।

ফিক্সড ডিপোজিটে চমক বন্ধন ব্যাঙ্কের !
ফিক্সড ডিপোজিটে চমক বন্ধন ব্যাঙ্কের !
কলকাতা: ফিক্সড ডিপোজিটে বর্তমানে সবচেয়ে বেশি সুদ দেওয়া ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম হল বন্ধন ব্যাঙ্ক। প্রবীণ নাগরিকদের ৫০০ দিনের এফডি-তে মিলছে ৮.৩৫ শতাংশ হারে সুদ। একই মেয়াদে সাধারণ গ্রাহকদের ৭.৮৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। ৫ বছর মেয়াদের ট্যাক্স সেভার ফিক্সড ডিপোজিটের সুদের হারও পরিবর্তন করেছে বন্ধন ব্যাঙ্ক। সাধারণ গ্রাহকরা ৭ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৭.৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে।
একনজরে সুদের হার:
১. এক বছর থেকে ৪৯৯ দিনের ফিক্সড ডিপোজিটে সাধারণ গ্রাহকরা ৭.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা ৭.৭৫ শতাংশ হারে সুদ পাচ্ছেন।
advertisement
২. ৫০০ দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার সবচেয়ে বেশি। সাধারণ গ্রাহকদের ৭.৮৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৮.৩৫ শতাংশ হারে সুদ দিচ্ছে বন্ধন ব্যাঙ্ক।
advertisement
৩. ৫০১ দিন থেকে ২ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটে সাধারণ গ্রাহকরা ৭.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা ৭.৭৫ শতাংশ হারে সুদ পাচ্ছেন।
৪. ২ বছর থেকে ৩ বছর এবং ৩ বছর থেকে ৫ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটেও সুদের হার একই। অর্থাৎ সাধারণ গ্রাহকদের ৭.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৭.৭৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে।
advertisement
৫. ৫ বছর থেকে ১০ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটে সাধারণ গ্রাহকরা ৫.৮৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা ৬.৬০ শতাংশ হারে সুদ পাচ্ছেন।পাশাপাশি সেভিংস ব্যালেন্স অ্যাকাউন্টে ৭ শতাংশ হারে সুদ দিচ্ছে বন্ধন ব্যাঙ্ক। ১ লাখ টাকা পর্যন্ত ব্যালেন্সে ৩ শতাংশ, ১ লাখ টাকা থেকে ১০ লাখ টাকা ব্যালেন্সে ৬ শতাংশ এবং ১০ লাখ থেকে ২ কোটি টাকা ব্যালেন্সে ৭ শতাংশ হারে সুদ পাচ্ছেন গ্রাহকরা।
advertisement
বন্ধন ব্যাঙ্কের গ্রাহকরা রিটেল ইন্টারনেট ব্যাঙ্কিং বা mBandhan মোবাইল অ্যাপের মাধ্যমে এখন বাড়ি বা অন্যান্য যে কোনও জায়গা থেকে ফিক্সড ডিপোজিট বুকিং বা বিনিয়োগ করতে পারবেন। সময় লাগবে মাত্র কয়েক মিনিট। অনলাইনের কারণে কাজ হবে দ্রত। সময়ও বাঁচবে। ঝঞ্ঝাটমুক্ত ভাবেই কয়েক মিনিটের মধ্যে ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের সুবিধা এখন গ্রাহকের হাতের মুঠোয়।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bandhan Bank: ফিক্সড ডিপোজিটে চমক বন্ধন ব্যাঙ্কের ! সেভিংস অ্যাকাউন্টেও মিলছে নজরকাড়া সুদ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement