বেড়াতে গিয়ে নিজেকে সুরক্ষিত রাখতে হোটেল রুমে থাকাকালীন দরজায় রাখুন তোয়ালে; ভ্রমণ সংক্রান্ত টিপস শেয়ার করে জানালেন বিমানসেবিকা
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Air Hostess Travel Tips: যাঁরা হামেশাই বেড়াতে যান, তাঁরা হোটেলে থাকাকালীন বেশ কিছু ভুল করে থাকেন। যা অনেক বড় বলে প্রমাণিত হতে পারে।
কলকাতা: আমরা যখন বাইরে কোথাও বেড়াতে যাই, সেখানে থাকার জন্য হোটেল বুক করতে হয়। কিন্তু হোটেলে থাকাকালীন অতিথিদের একাধিক বিষয় মাথায় রাখা উচিত। আর যাঁরা হামেশাই বেড়াতে যান, তাঁরা হোটেলে থাকাকালীন বেশ কিছু ভুল করে থাকেন। যা অনেক বড় বলে প্রমাণিত হতে পারে। কিন্তু এবার এক বিমানসেবিকা সম্প্রতি কিছু টিপস ভাগ করে নিয়েছেন। বলা ভাল, তিনি কিছু ট্র্যাভেল হ্যাকের কথা জানিয়েছেন। আর ভ্রমণার্থীদেরও সেই টিপস সম্পর্কে জানা উচিত।
ডেইলি স্টার নিউজ ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, সিসি নামে এক বিমানসেবিকা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি জানিয়েছেন যে, হোটেলে থাকাকালীন কী কী বিষয় মাথায় রাখা উচিত! যাঁরা নিয়মিত বেড়াতে যান, তাঁদের প্রত্যেকের এই তথ্যগুলি জানা আবশ্যক।
advertisement
advertisement
সিসি নামের ওই বিমানসেবিকা জানিয়েছেন যে, বেড়াতে গিয়ে কোনও হোটেলে উঠলে সেখানে কতগুলি প্রস্থানের দ্বার আছে, সেটা জেনে রাখা আবশ্যক। সেই সঙ্গে ওইসব দরজা কোন দিকে রয়েছে, সেটাও জেনে নিতে হবে। যদি ওই হোটেলে কোনও অপ্রীতিকর ঘটনা বা দুর্ঘটনা ঘটে যায়, তাহলে প্রস্থানের দ্বার জেনে নিলে বেরোতে সুবিধা হবে। ধরা যাক, হোটেলে আগুন লাগল, সেই সময় আগুন আর ধোঁয়া থেকে পালানোর পথ খুঁজতে বেশি বেগ পেতে হবে না! এখানেই শেষ নয়, সিসি আরও বলেন যে, যখনই তিনি কোনও হোটেলে ওঠেন, তখন তিনি শাওয়ার, আলমারি, আয়না এবং ঘরের আনাচকানাচ খুঁজে দেখেন। কারণ সেখানে কেউ লুকিয়ে থাকতে পারেন কিংবা কোনও গোপন ক্যামেরা বসানো থাকতে পারে।
advertisement
আর সিসির শেয়ার করা হ্যাকের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল, দরজায় তোয়ালে রাখা। তিনি বলেন যে, এই হ্যাকের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা সম্ভব। তাই রাতে ঘুমোনোর সময় দরজা এবং দরজার ফ্রেমের মাঝে একটি তোয়ালে রেখে দরজাটি লক করে নিতে হবে। এতে দরজা এঁটে বন্ধ হবে। আর কেউ ধাক্কা মারলেও তা সহজে খুলবে না। যদি খুলতেও হয়, তাহলে যথেষ্ট বল প্রয়োগ করতে হবে। আর এই সময়ের মধ্যেই ঘরে থাকা অতিথি জেগে যেতে পারবেন।
advertisement
এ ছাড়া সিসি আরও বলেন, অনেক সময় কেউ দরজায় টোকা মেরে বলতে পারেন যে, রুম সার্ভিস থেকে এসেছেন। অথচ দেখা গেল, ঘরে থাকা অতিথি কোনও কিছুই অর্ডার করেননি। তাই সেক্ষেত্রে ঘরের দরজা খোলার আগে রিসেপশনে ফোন করে গোটা বিষয়টা জেনে নিতে হবে। এর পাশাপাশি, যদি হোটেলের নিচের তলায় ঘর পাওয়া যায়, তাহলে নিজের সেই ঘরের জানলার লক সাবধানে পরীক্ষা করে নিতে হবে। আর এই সমস্ত নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করে নিজেকে সুরক্ষিত রাখা সম্ভব।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 02, 2024 8:42 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বেড়াতে গিয়ে নিজেকে সুরক্ষিত রাখতে হোটেল রুমে থাকাকালীন দরজায় রাখুন তোয়ালে; ভ্রমণ সংক্রান্ত টিপস শেয়ার করে জানালেন বিমানসেবিকা