হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
গ্রাহক সংখ্যা ছাড়াল ৩ কোটি ! বন্ধন ব্যাঙ্কের মোট ব্যবসার পরিমাণ ২.১৭ লক্ষ কোটি

Bandhan Bank: গ্রাহক সংখ্যা ছাড়াল ৩ কোটি ! বন্ধন ব্যাঙ্কের মোট ব্যবসার পরিমাণ ২.১৭ লক্ষ কোটি টাকা

Bandhan Bank crosses the milestone of 3 crore customers

Bandhan Bank crosses the milestone of 3 crore customers

গত অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের তুলনায় চলতি আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকে প্রদত্ত ঋণের পরিমাণ ১০ শতাংশ বেড়ে হয়েছে ১.০৯ লক্ষ কোটি টাকা ৷

  • Share this:

কলকাতা: বন্ধন ব্যাঙ্কের পক্ষ থেকে চলতি ২০২২-২৩ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের আর্থিক ফলাফল আজ, শুক্রবার ঘোষণা করা হল। বর্তমানে ব্যাঙ্কের গ্রাহক সংখ্যা তিন কোটির বেশি। মাত্র সাড়ে সাত বছরের কার্যকালে ব্যাঙ্কের মোট ব্যবসার পরিমাণ বৃদ্ধি পেয়ে ২.১৭ লক্ষ কোটি টাকার বেশি হয়েছে। অনুকূল কাজের পরিবেশের উন্নতির সঙ্গে এবং ডিস্ট্রিবিউশনে উন্নতির মাধ্যমে ব্যাঙ্ক এই ত্রৈমাসিকে তার প্রভূত ব্যবসায়িক উন্নতির ধারা অব্যাহত রাখতে পেরেছে।

২০২৩ সালের ৩১ মার্চ তারিখে বন্ধন ব্যাঙ্কের মোট ব্যবসার (আমানত এবং ঋণ ) পরিমাণ গত অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের তুলনায় চলতি আর্থিক বছরের সমকালে ১১ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ২.১৭ লক্ষ কোটি টাকা। ভারতের ৩৬টির মধ্যে ৩৪টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে থাকা মোট ৬,০০০টি ব্যাঙ্কিং আউটলেটের মাধ্যমে তিন কোটির বেশি গ্রাহককে পরিষেবা দেয় বন্ধন ব্যাঙ্ক। বন্ধন ব্যাঙ্কে কর্মরত বর্তমান কর্মী সংখ্যা ৭০ হাজারের কাছাকাছি।

আরও পড়ুন– মহিলাদের স্বাস্থ্যের জন্য উপকারী; তাই ৩৫ পেরোলেই খাওয়া শুরু করতে হবে এই সুপারফুড! পরামর্শ বিশেষজ্ঞদের

FY23-এর শেষ ত্রৈমাসিকে ব্যাঙ্কের মোট আমানত গত অর্থবর্ষের সমকালের তুলনায় ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মোট আমানতের পরিমাণ বর্তমানে ১.০৮ লক্ষ কোটি টাকা । ব্যাঙ্কের মোট আমানতের মধ্যে কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট (কাসা) অনুপাত বর্তমানে ৩৯.৩ শতাংশ। গত অর্থবর্ষের সমকালের তুলনায় গ্রাহকদের প্রদত্ত ঋণের পরিমাণ ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে মোট প্রদত্ত ঋণের পরিমাণ ১.০৯ লক্ষ কোটি টাকা।

আরও পড়ুন– সামনে এল সত্য! দ্রুত নারী হয়ে উঠতে ইঞ্জেকশন নেওয়ার বিতর্কে মুখ খুললেন হংসিকা!

ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিও (সিএআর) যা কোনও ব্যাঙ্কের সুস্থিরতা প্রতিফলিত করে । বন্ধন ব্যাঙ্কের ক্ষেত্রে সিএআর এখন ১৯.৮ % শতাংশ, যা নিয়ন্ত্রক নির্ধারিত প্রয়োজনীয় মাত্রার তুলনায় অনেকটাই বেশি।

ব্যাঙ্ক পূর্ব ও উত্তর পূর্বের মূল ব্যবসায়িক ক্ষেত্রের বাইরে তার উপস্থিতি প্রসারিত করে চলেছে। বন্ধন ব্যাঙ্ক এসএমই লোন, গোল্ড লোন,পার্সোনাল লোন এবং গাড়ির লোনের মতো ক্ষেত্রে নিজের পোর্টফোলিও বিস্তার করে চলেছে। কমার্শিয়াল ভেহিকেল লেন্ডিং এবং ব্যবসার জন্য লোন এগেইনস্ট প্রোপার্টির মতো নতুন নতুন ক্ষেত্রেও ব্যাঙ্ক ব্যবসা সম্প্রসারণ করছে।

ব্যাঙ্কের আর্থিক ফলাফল প্রসঙ্গে বন্ধন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও চন্দ্রশেখর ঘোষ বলেন, “গত অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের তুলনায় এই চতুর্থ ত্রৈমাসিকে প্রভূত ব্যবসায়িক উন্নতি হয়েছে। আমরা আমাদের ক্ষমতা প্রসারণের মাধ্যমে ব্যবসাক্ষেত্রে আরও ভালো প্রভাব বিস্তারের চেষ্টা করছি। আমাদের নতুন ব্যবসা গুলি যেমন – কমার্শিয়াল ভেহিক্যাল লেন্ডিং, ব্যবসার জন্য লোন এগেইনস্ট প্রপার্টি, গভর্নমেন্ট বিজনেস অপারেশনস পরবর্তী ত্রৈমাসিকগুলিতে ব্যবসাতে অবদান রাখবে।’’

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Bandhan Bank, Chandra Shekhar Ghosh