Biriyani In Pressure Cooker:দোকানের বিরিয়ানিকে হারিয়ে দেবে,মাত্র ১০ মিনিটে প্রেশার কুকারে বানিয়ে নিন বিরিয়ানি, জেনে নিন পদ্ধতি
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
আট থেকে আষির প্রিয় খাবার বিরিয়ানি। হাঁড়িতে ভাত, ডিম, আলু আর মশলার লোভনীয় মিশেল। অনেকেই বাড়িতে বিরিয়ানি বানানও। কিন্তু হাঁড়িতে, এবং তাতে সময়ও লাগে বিস্তর। কিন্তু এবার মাত্র ১০ মিনিটেই বাড়িতে বানিয়ে ফেলুন বিরিয়ানি, তাও আবার প্রেশার কুকারে! কীভাবে? রইল পদ্ধতি--
advertisement
প্রেশার কুকারে বিরিয়ানি বানাতে লাগবে-- ৫০০ গ্রাম মুরগির মাংস, ২ কাপ বাসমতি চাল, ২ কাপ পেঁয়াজকুচিআধকাপ টম্যাটো কুচি, আধকাপ টক দই, ২ টেবিল চামচ আদা-রসুন বাটা, ৪টি চেরা কাঁচালঙ্কা, ২ টেবিল চামচ বিরিয়ানি মশলা, আধ চা চামচ হলুদ, ১ টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, ২ টি তেজপাতা, লবঙ্গ, এলাচ, ৩ টেবিল চামচ ঘি, আড়াই কাপ জল
advertisement
advertisement
advertisement
advertisement






