Anti Aging Food For Women: মহিলাদের স্বাস্থ্যের জন্য উপকারী; তাই ৩৫ পেরোলেই খাওয়া শুরু করতে হবে এই সুপারফুড! পরামর্শ বিশেষজ্ঞদের

Last Updated:

৩৫ থেকে ৪০ বছর বয়সের মধ্যে নারীর দেহে নানা ধরনের সমস্যা দেখা দিতে শুরু করে। তাই এই সময়টা থেকেই শরীরের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন।

মহিলাদের স্বাস্থ্যের জন্য উপকারী; তাই ৩৫ পেরোলেই খাওয়া শুরু করতে হবে এই সুপারফুড! পরামর্শ বিশেষজ্ঞদের
মহিলাদের স্বাস্থ্যের জন্য উপকারী; তাই ৩৫ পেরোলেই খাওয়া শুরু করতে হবে এই সুপারফুড! পরামর্শ বিশেষজ্ঞদের
কলকাতা: দিনকাল যা পড়েছে, তাতে বয়স তিরিশের কোঠা পার করলেই নিয়মমাফিক স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত। এটা অবশ্য নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। তবে বহু মহিলাই স্বাস্থ্যের যত্ন নেওয়ার কথা ভুলে যান। যেটা একেবারেই ঠিক নয়। আসলে ৩৫ থেকে ৪০ বছর বয়সের মধ্যে নারীর দেহে নানা ধরনের সমস্যা দেখা দিতে শুরু করে। তাই এই সময়টা থেকেই শরীরের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। তবে বিশেষজ্ঞরা বলছেন, একটি সুপারফুড খেলে স্বাস্থ্য সংক্রান্ত নানা সমস্যা দূর করা সম্ভব। আজ সেই বিষয়েই আলোচনা করব আমরা।
আসলে ৩৫ বছর পার করার সঙ্গে সঙ্গে মহিলাদের দেহে হরমোনের ভারসাম্যহীনতার মতো সমস্যা আরও বেশি করে প্রকট হয়। ফলে ওজন বাড়তে থাকে। ত্বক শুষ্ক হয়ে আসে, চুল ঝরে যেতে থাকে। এর পাশাপাশি দ্রুত মেজাজের পরিবর্তনও ঘটে। এ ছাড়াও আরও নানা ধরনের শারীরিক সমস্যা তৈরি হতে থাকে। এই সময় স্বাস্থ্যের প্রতি অবহেলা করা হলে উচ্চ রক্তচাপ, থাইরয়েড এবং ডায়াবেটিসের মতো রোগের ঝুঁকি জাঁকিয়ে বসে। তাই এহেন পরিস্থিতি এড়াতে চাইলে ৩৫ বছর পেরোলেই মহিলাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়া উচিত।
advertisement
advertisement
আর স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়ার জন্য বিশেষজ্ঞরা এক ধরনের খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন। সেটা হল গোজি বেরি। বিশেষজ্ঞদের মতে, এটা হল সুপারফুড। তিরিশের কোঠা পার করলে প্রতিটি মহিলারই যা খাওয়া শুরু করা উচিত। আসলে গোজি বেরিতে প্রচুর পরিমাণে রয়েছে ফাইটোকেমিক্যাল এবং বিটা-ক্যারোটিন। এর পাশাপাশি এই সুপারফুডে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন এ, ভিটামিন সি, রাইবোফ্ল্যাভিন, পটাশিয়াম, আয়রন এবং ফাইবারও রয়েছে।
advertisement
পুষ্টিগুণে ভরপুর গোজি বেরি চোখ, স্বাস্থ্য এবং ত্বকের জন্য দুর্দান্ত উপকারী। এমনকী, ক্যানসার আর লিভারের রোগের ঝুঁকিও কমাতে সাহায্য করে এই সুপারফুড। এর মধ্যে থাকে অ্যান্টি-এজিং ধর্মী উপাদানও, যা বলিরেখা তো কমায়, সেই সঙ্গে কোলাজেনও বাড়াতে সাহায্য করে। সেই সঙ্গে চুল জেল্লাদার ও মজবুত করতেও সহায়ক এই গোজি বেরি। এখানেই শেষ নয়, আরও নানা গুণাগুণ রয়েছে গোজি বেরির। রক্তে শর্করা নিয়ন্ত্রণের পাশাপাশি হতাশা, মানসিক চাপ এবং অনিদ্রার মতো গুরুতর সমস্যা দূর করতে সহায়ক এই সুপারফুড।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Anti Aging Food For Women: মহিলাদের স্বাস্থ্যের জন্য উপকারী; তাই ৩৫ পেরোলেই খাওয়া শুরু করতে হবে এই সুপারফুড! পরামর্শ বিশেষজ্ঞদের
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement