Indian Railways: বুক করতে পারেন ট্রেনের একটা কোচ, এমনকী গোটা একটা ট্রেনই! ভারতীয় রেলের এই নিয়ম জানা আছে তো?

Last Updated:
Train Booking | রেলগাড়ির একটা গোটা কোচ বুক করতে কত খরচ হবে? আর কীভাবেই বা তা করা সম্ভব?
1/6
ভারতের বিভিন্ন জায়গায় যাতায়াতের দুর্দান্ত বিকল্প হল রেলগাড়ি। আসলে রেলপথে কম টাকায় অনায়াসে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাওয়া সম্ভব। সাধারণ লোকাল ট্রেনে যাতায়াত করার জন্য সাধারণ টিকিট কাটি আমরা। তবে দূরবর্তী স্থানে যাওয়ার ক্ষেত্রে দূরপাল্লার স্লিপার বা এসি কোচে টিকিট কাটা হয়। কিন্তু বড় পরিবার কিংবা বড় গ্রুপ নিয়ে ভ্রমণ করার ক্ষেত্রে অনেক সময়ই মনে হয়, যদি গোটা একটা কোচ বুক করে নেওয়া যেত!
ভারতের বিভিন্ন জায়গায় যাতায়াতের দুর্দান্ত বিকল্প হল রেলগাড়ি। আসলে রেলপথে কম টাকায় অনায়াসে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাওয়া সম্ভব। সাধারণ লোকাল ট্রেনে যাতায়াত করার জন্য সাধারণ টিকিট কাটি আমরা। তবে দূরবর্তী স্থানে যাওয়ার ক্ষেত্রে দূরপাল্লার স্লিপার বা এসি কোচে টিকিট কাটা হয়। কিন্তু বড় পরিবার কিংবা বড় গ্রুপ নিয়ে ভ্রমণ করার ক্ষেত্রে অনেক সময়ই মনে হয়, যদি গোটা একটা কোচ বুক করে নেওয়া যেত!
advertisement
2/6
 এমনটা আদতে করা যায়। এর ফলে একই পরিবারের বা কোনও বড় দলের সদস্যদের আলাদা আলাদা কোচে ছড়িয়ে-ছিটিয়ে থাকতে হয় না। আজ এই বিষয়েই আলোচনা করে নেওয়া যাক। প্রথমেই মনে প্রশ্ন জাগে যে, রেলগাড়ির একটা গোটা কোচ বুক করতে কত খরচ হবে? আর কীভাবেই বা তা করা সম্ভব? এই সব প্রশ্নের উত্তরই আজ আমরা দিচ্ছি।
এমনটা আদতে করা যায়। এর ফলে একই পরিবারের বা কোনও বড় দলের সদস্যদের আলাদা আলাদা কোচে ছড়িয়ে-ছিটিয়ে থাকতে হয় না। আজ এই বিষয়েই আলোচনা করে নেওয়া যাক। প্রথমেই মনে প্রশ্ন জাগে যে, রেলগাড়ির একটা গোটা কোচ বুক করতে কত খরচ হবে? আর কীভাবেই বা তা করা সম্ভব? এই সব প্রশ্নের উত্তরই আজ আমরা দিচ্ছি।
advertisement
3/6
ফুল ট্যারিফ রেট (এফটিআর) পরিষেবার অধীনে যাত্রীদের কাছে ট্রেনের গোটা কোচ এমনকী, গোটা ট্রেন বুক করার বিকল্প থাকে। তবে সবার আগে ব্যবহারকারীকে একটি বিশেষ ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করতে হবে। আর এর জন্য যেতে হবে এই https://www.ftr.irctc.co.in/ftr/ সাইটে।
ফুল ট্যারিফ রেট (এফটিআর) পরিষেবার অধীনে যাত্রীদের কাছে ট্রেনের গোটা কোচ এমনকী, গোটা ট্রেন বুক করার বিকল্প থাকে। তবে সবার আগে ব্যবহারকারীকে একটি বিশেষ ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করতে হবে। আর এর জন্য যেতে হবে এই https://www.ftr.irctc.co.in/ftr/ সাইটে।
advertisement
4/6
এবার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করতে হবে। এখানে ইউজার পেয়ে যাবেন অপশনও। গোটা ট্রেন না কি গোটা কোচ বুক করতে চান - এই দুইয়ের মধ্যে থেকে নিজের পছন্দের বিকল্পটি বেছে নিতে হবে। এর পর প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এই তালিকায় থাকবে - যাত্রার দিন, কোন কোচ নির্বাচন করতে চান ইত্যাদি তথ্য। এর পর পেমেন্ট অপশন আসবে। তবে এই পেমেন্ট করার ক্ষেত্রে কিছু নিয়ম আগে থেকে জেনে রাখা ভাল।
এবার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করতে হবে। এখানে ইউজার পেয়ে যাবেন অপশনও। গোটা ট্রেন না কি গোটা কোচ বুক করতে চান - এই দুইয়ের মধ্যে থেকে নিজের পছন্দের বিকল্পটি বেছে নিতে হবে। এর পর প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এই তালিকায় থাকবে - যাত্রার দিন, কোন কোচ নির্বাচন করতে চান ইত্যাদি তথ্য। এর পর পেমেন্ট অপশন আসবে। তবে এই পেমেন্ট করার ক্ষেত্রে কিছু নিয়ম আগে থেকে জেনে রাখা ভাল।
advertisement
5/6
যাত্রী তাঁর নিজের পছন্দের কোচ যেমন - এসি ফার্স্ট ক্লাস, এসি ২ টায়ার, এসি ৩ টায়ার, এসি ২ কাম ৩ টায়ার, এসি চেয়ার কার এবং স্লিপার কোচ বুক করতে পারবেন। ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, এর জন্য ওই যাত্রীকে ৩০ থেকে ৩৫ শতাংশ বেশি অর্থ প্রদান করতে হবে। এর পাশাপাশি প্রদান করতে হবে একটা সিকিওরিটি অ্যামাউন্টও। তবে যাত্রার শেষে এই অর্থ যাত্রীকে ফেরত দেবে ভারতীয় রেল।
যাত্রী তাঁর নিজের পছন্দের কোচ যেমন - এসি ফার্স্ট ক্লাস, এসি ২ টায়ার, এসি ৩ টায়ার, এসি ২ কাম ৩ টায়ার, এসি চেয়ার কার এবং স্লিপার কোচ বুক করতে পারবেন। ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, এর জন্য ওই যাত্রীকে ৩০ থেকে ৩৫ শতাংশ বেশি অর্থ প্রদান করতে হবে। এর পাশাপাশি প্রদান করতে হবে একটা সিকিওরিটি অ্যামাউন্টও। তবে যাত্রার শেষে এই অর্থ যাত্রীকে ফেরত দেবে ভারতীয় রেল।
advertisement
6/6
কোনও যাত্রী যদি ট্রেনের একটি কোচ বুক করতে চান, তাহলে তাঁর খরচ পড়তে পারে ৫০ হাজার টাকা পর্যন্ত। তবে যাত্রীর গন্তব্যস্থল এবং দূরত্বের উপর নির্ভর করে এই খরচের পরিমাণ পরিবর্তিত হতে পারে। কিন্তু যদি কোনও যাত্রী গোটা ট্রেনটাই বুক করার পরিকল্পনা করেন, তাহলে প্রচুর টাকা লাগবে। এমনকী এই পরিমাণটা ৯ লক্ষ টাকা পর্যন্ত যেতে পারে। তবে বুকিং করার ক্ষেত্রে একটি জরুরি বিষয় মনে রাখতে হবে। এই বিশেষ রিজার্ভেশনের জন্য ৩০ দিন থেকে ৬ মাস আগেই বুকিং সেরে রাখতে হবে।
কোনও যাত্রী যদি ট্রেনের একটি কোচ বুক করতে চান, তাহলে তাঁর খরচ পড়তে পারে ৫০ হাজার টাকা পর্যন্ত। তবে যাত্রীর গন্তব্যস্থল এবং দূরত্বের উপর নির্ভর করে এই খরচের পরিমাণ পরিবর্তিত হতে পারে। কিন্তু যদি কোনও যাত্রী গোটা ট্রেনটাই বুক করার পরিকল্পনা করেন, তাহলে প্রচুর টাকা লাগবে। এমনকী এই পরিমাণটা ৯ লক্ষ টাকা পর্যন্ত যেতে পারে। তবে বুকিং করার ক্ষেত্রে একটি জরুরি বিষয় মনে রাখতে হবে। এই বিশেষ রিজার্ভেশনের জন্য ৩০ দিন থেকে ৬ মাস আগেই বুকিং সেরে রাখতে হবে।
advertisement
advertisement
advertisement