উৎসবের মরশুমে দারুণ বৃদ্ধি ! ঋণের পরিমাণ ২৭ শতাংশ বাড়ল বাজাজ ফাইন্যান্সের

Last Updated:

Bajaj Finance records 27% surge in festive loan volume: বাজাজ ফাইন্যান্স লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে যে উৎসবের মরশুমে রেকর্ড সংখ্যায় ঋণ বিতরণ করা হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় পরিমাণের দিক থেকে ২৭% এবং মূল্যের দিক থেকে ২৯% বেশি।

Bajaj Finance records 27% surge in festive loan volume
Bajaj Finance records 27% surge in festive loan volume
কলকাতা: ভারতের বৃহত্তম বেসরকারি খাতের নন-ব্যাঙ্ক ঋণদাতা এবং বাজাজ ফিনসার্ভের অংশ, বাজাজ ফাইন্যান্স লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে যে উৎসবের মরশুমে অর্থায়নে বৃদ্ধি দেখা গিয়েছে, রেকর্ড সংখ্যায় ঋণ বিতরণ করা হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় পরিমাণের দিক থেকে ২৭% এবং মূল্যের দিক থেকে ২৯% বেশি।
ভোগ্যপণ্যের জন্য ঋণ দ্বারা প্রতিনিধিত্ব করা ভোগ্যপণ্যের ঋণের বৃদ্ধি, সরকারের পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার এবং ব্যক্তিগত আয়করের পরিবর্তনের ইতিবাচক ফলাফলকে প্রতিফলিত করে, যার লক্ষ্য গ্রাহকদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা।
advertisement
বাজাজ ফাইন্যান্স ২২ সেপ্টেম্বর থেকে ২৬ অক্টোবর, ২০২৫ পর্যন্ত প্রায় ৬৩ লক্ষ ঋণ বিতরণ করেছে। এই সময়ের মধ্যে, কোম্পানিটি ২৩ লক্ষ নতুন গ্রাহক অর্জন করেছে, যার মধ্যে ৫২% নতুন ঋণগ্রহীতা, যা উল্লেখযোগ্যভাবে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি করেছে।
advertisement
বাজাজ ফাইন্যান্সের চেয়ারম্যান সঞ্জীব বাজাজ বলেন, ‘‘সরকারের পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার এবং ব্যক্তিগত আয়করের পরিবর্তন ভারতের ভোগ-নেতৃত্বাধীন প্রবৃদ্ধির গল্পে একটি নতুন প্রেরণা জুগিয়েছে। দৈনন্দিন পণ্যগুলিকে আরও সাশ্রয়ী করে তোলার মাধ্যমে, এই পদক্ষেপগুলি লক্ষ লক্ষ মধ্যম এবং নিম্ন আয়ের পরিবারকে উৎসবের মরশুমে আত্মবিশ্বাসের সঙ্গে ব্যয় করতে সক্ষম করেছে। এই ইতিবাচক প্রভাব কেবল ভোগ ঋণের ২৭ শতাংশ বেশি বিতরণেই নয়, বরং গ্রাহকরা উন্নত জীবনযাত্রার জন্য উচ্চমানের পণ্যের দিকে ঝুঁকছেন বলে প্রিমিয়ামাইজেশনের প্রবণতাতেও প্রতিফলিত হয়।’’
advertisement
টেলিভিশন (টিভি) এবং এয়ার-কন্ডিশনারের উপর কম জিএসটি গ্রাহকদের তাদের ঋণের গড় আকার ৬% কমাতে সাহায্য করেছে, পাশাপাশি তাদের উচ্চমানের পণ্যগুলিতে আপগ্রেড করতে সক্ষম করেছে। বাজাজ ফাইন্যান্স তার ডিজিটাল প্ল্যাটফর্ম এবং অন-গ্রাউন্ড বিতরণ কেন্দ্রের মাধ্যমে ১.১ কোটি গ্রাহককে সেবা প্রদান করে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
উৎসবের মরশুমে দারুণ বৃদ্ধি ! ঋণের পরিমাণ ২৭ শতাংশ বাড়ল বাজাজ ফাইন্যান্সের
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement