Train Cancellation: আজ বাতিল ১৪২ ট্রেন, স্টেশনে ঢোকার আগে দেখে নিন তালিকা!

Last Updated:

স্টেশনে যাওয়ার আগে বাতিল ট্রেনের তালিকা দেখে নেওয়া উচিত যাত্রীদের। না হলে হয়রানির সম্ভাবনা রয়েছে।

#নয়াদিল্লি: আজ বুধবার ১৪২টি ট্রেন বাতিল করেছে ভারতীয় রেল (Indian Railways)। এর মধ্যে ১০৪টি ট্রেন সম্পূর্ণ বাতিল করা হয়েছে এবং ৩৮টি ট্রেন আংশিকভাবে বাতিল করা হয়েছে। তাই স্টেশনে যাওয়ার আগে বাতিল ট্রেনের তালিকা দেখে নেওয়া উচিত যাত্রীদের। না হলে হয়রানির সম্ভাবনা রয়েছে।
ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, ভারী বৃষ্টি ও রক্ষণাবেক্ষণের কারণে ভারতীয় রেল আজ এই ১৪২ ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এই অবস্থায়, রেলস্টেশনের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে যাত্রীদের অবশ্যই বাতিল ট্রেনের তালিকা পরীক্ষা করে দেখতে হবে। ভারতীয় রেল ৫টি ট্রেনের সময়সূচী পরিবর্তন করেছে এবং ১২টি ট্রেনের পথ পরিবর্তন করেছে।
advertisement
advertisement
এই ট্রেনগুলি এই রাজ্যগুলিতে যায়: আজ বাতিল হওয়া ট্রেনের মধ্যে যাত্রীবাহী, মেল এবং এক্সপ্রেস ট্রেন অন্তর্ভুক্ত রয়েছে। বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিসগঢ়, মহারাষ্ট্র, দিল্লি, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং বিহারগামী ট্রেন। বাতিল হওয়া ট্রেনের সংখ্যা আইআরসিটিসি-র (IRCTC) ওয়েবসাইটে দেখা যাবে।
advertisement
আজকের বাতিল ট্রেনের নম্বর: ০১৬০৫, ০১৬০৬, ০১৬০৭, ০১৬০৮, ০১৬০৯, ০১৬১০, ০৩৩১১, ০৩৩১২, ০৩৩৪১, ০৩৩৪২, ০৩৩৪৩, ০৩৩৪৪, ০৫৫৫৯, ০৩৩৬০, ০৩৩৬১, ০৩৩৬২, ০৩৩৭১, ০৩৩৭২, ০৩৩৫৫, ০৩৩৫৬, ০৩৫৯১, ০৩৫৯২, ০৩৬০৭, ০৩৬০৮, ০৪৩৫০, ০৪৬০১, ০৪৬০২, ০৪৬৪৭, ০৪৬৪৮, ০৪৬৮৫, ০৪৬৮৬, ০৪৬৯৯, ০৪৭০০,০৫২৬০, ০৫৩৬৬, ০৬৯৭৭, ০৭৬৯৩, ০৭৬৯৪, ০৭৯০৬, ০৭৯০৭, ০৮১৬৭, ০৮৩১৭, ০৮৩১৮, ০৮৪৩৯, ০৮৪৩০, ০৮৫০৪, ০৮৫৪৬, ০৯১০৮, ০৯১০৯, ০৯১১০, ০৯১১৩, ০৯৪৮৩, ০৯৪৮৪, ১০১০১, ১০১০২, ১১৪২১, ১১৪২২, ১২১৬৯, ১২১৭০, ১৩৩৪৭, ১৩৩৪৮, ১৫৭৭৭, ১৫৭৭৮, ১৮১০৯, ১৮১১০, ১৮১৭৫, ১৮১৭৬, ২০৯৪৮, ২৯০৯৪৯, ৩১৪১১,৩১৪১৪, ৩১৪২৩, ৩১৪৩২, ৩১৭১১, ৩১৭১২, ৩৩৬৫৭, ৩৩৬৫৮, ৩৬০৩৩, ৩৭২১১, ৩৭২১৬, ৩৭৩০৫, ৩৭৩০৬, ৩৭৩০৮, ৩৭৩১৯, ৩৭৩২৭, ৩৭৩৩০, ৩৭৩৩৮, ৩৭৩৪৩, ৩৭৩৪৮, ৩৭৪১১, ৩৭৪১২, ৩৭৪১৫, ৩৭৪১৬, ৩৭৭৪১, ৩৭৪৪৬, ৩৭৭৮২, ৩৭৭৮৫, ৩৭৭৮৬, ৫২৫৪৪, ৫২৫৯৪, ৫২৫৯১, ৫২৫৯০।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Train Cancellation: আজ বাতিল ১৪২ ট্রেন, স্টেশনে ঢোকার আগে দেখে নিন তালিকা!
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement