Alert! ‘আধার কার্ডের উপর ৫ লক্ষ টাকা লোন দিচ্ছে সরকার ?’ জেনে নিন সত্যিটা না হলে ঠকতে হবে
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
শীঘ্রই সাবধান হয়ে যান ৷ এই ফাঁদে পা দেওয়ার আগে সত্যটা জেনে নেওয়া দরকার ৷
#নয়াদিল্লি: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি খবর ভাইরাল হয়েছে যাতে দাবি করা হয়েছে মোদি সরকার আধার কার্ড থাকলে সহজেই লোন দিচ্ছে ৷ আপনার কাছেও কি এরকম মেসেজ এসেছে ? যদি এসে থাকে তাহলে শীঘ্রই সাবধান হয়ে যান ৷ এই ফাঁদে পা দেওয়ার আগে সত্যটা জেনে নেওয়া দরকার ৷
মোদি সরকার দেশের যুব সম্প্রদায়ের জন্য একাধিক যোজনা চালিয়ে থাকে ৷ এই সমস্ত যোজনায় সহজে লোন দেওয়ার কথা বলা হয়েছে ৷ এছাড়াও সরকারের তরফে মুদ্রা লোন যোজনা চালানো হয়ে থাকে ৷ এর মাধ্যমে কম সুদে লোন নিয়ে নিজেদের রোজগার শুরু করতে পারবেন যুবকরা ৷
advertisement
advertisement
ভাইরাল হওয়া মেসেজে কী বলা হয়েছে ?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মেসেজে দাবি করা হয়েছে কেন্দ্র সরকার সমস্ত নাগরিকদের আধার কার্ডের উপরে ৪.৭৮ লক্ষ টাকার লোন দিচ্ছে ৷ যাঁদের কাছে আধার কার্ড রয়েছে তাঁরা এই লোনের জন্য আবেদন করতে পারবেন ৷ এর আগে আরও একটি ভাইরাল মেসেজে দাবি করা হয়েছে যে সরকার বেকার যুবকদের ৬০০০ টাকার ভাতা দিচ্ছে এবং তার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷ কিন্তু দুটি মেসেজের দাবির কোনও সত্যতা নেই বলে জানিয়ে দিয়েছে সরকার ৷
advertisement
কী জানাল সরকার ?
ভাইরাল পোস্টের ফ্যাক্ট যাচাই করার পর পিআইবি-র তরফে ট্যুইট করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে এই সমস্ত দাবি সম্পূর্ণ ভুয়ো ৷ সরকারের তরফে এই ধরনের কোনও লোন অফার দেওয়া হচ্ছে না ৷ পিআইবি এই সমস্ত মেসেজ শেয়ার না করার পরামর্শ দিয়েছে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 17, 2022 2:24 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Alert! ‘আধার কার্ডের উপর ৫ লক্ষ টাকা লোন দিচ্ছে সরকার ?’ জেনে নিন সত্যিটা না হলে ঠকতে হবে