Gold Rate Today : ফের বিপুল দাম বাড়ল সোনার, চেক করে নিন কলকাতায় ১০ গ্রামের দাম কত হল

Last Updated:
সোনা ও রুপোর দাম এদিন বিশ্ব বাজারেও বেড়েছে ৷ দেখে নিন লেটেস্ট রেট ৷
1/5
একদিন আগে দাম কমলেও এদিন দেশের বাজারে দাম বাড়ল সোনা ও রুপোর ৷ গ্লোবাল মার্কেটে দাম বাড়তে থাকায় তার প্রভাব বুধবার দেশের বাজারেও পড়তে শুরু করেছে ৷ এর জেরে সোনার দাম আবারও ৫২ হাজার টাকার আশপাশে পৌঁছে গিয়েছে ৷
একদিন আগে দাম কমলেও এদিন দেশের বাজারে দাম বাড়ল সোনা ও রুপোর ৷ গ্লোবাল মার্কেটে দাম বাড়তে থাকায় তার প্রভাব বুধবার দেশের বাজারেও পড়তে শুরু করেছে ৷ এর জেরে সোনার দাম আবারও ৫২ হাজার টাকার আশপাশে পৌঁছে গিয়েছে ৷
advertisement
2/5
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে এদিন সকালে ২৪ ক্যারেট শুদ্ধতার সোনার দাম ৬০ টাকা বেড়ে প্রতি ১০ গ্রামে ৫১,৮৯৭ টাকা হয়ে গিয়েছে ৷ এদিন মার্কেট খোলার সময় সোনার দাম ৫১,৮৪৩ টাকা ছিল কিন্তু চাহিদা বাড়তে থাকায় শীঘ্রই এর দাম ৫১,৯০০ টাকা হয়ে গিয়েছে ৷ সোনার দাম আগের দিন থেকে ০.১২ শতাংশ বেড়েছে ৷
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে এদিন সকালে ২৪ ক্যারেট শুদ্ধতার সোনার দাম ৬০ টাকা বেড়ে প্রতি ১০ গ্রামে ৫১,৮৯৭ টাকা হয়ে গিয়েছে ৷ এদিন মার্কেট খোলার সময় সোনার দাম ৫১,৮৪৩ টাকা ছিল কিন্তু চাহিদা বাড়তে থাকায় শীঘ্রই এর দাম ৫১,৯০০ টাকা হয়ে গিয়েছে ৷ সোনার দাম আগের দিন থেকে ০.১২ শতাংশ বেড়েছে ৷
advertisement
3/5
দাম বেড়েছে রুপোরও -  সোনার পাশাপাশি দাম বেড়েছে রুপোরও ৷ এমসিএক্সে রুপোর দাম ১৬৫ টাকা বেড়ে প্রতি কিলোগ্রামে ৫৭৮৩০ টাকা হয়ে গিয়েছে ৷ বাজার খোলার সময় রুপোর দাম ছিল ৫৫,৭৭৬ টাকা ৷ কিন্তু চাহিদা বাড়তে থাকায় শীঘ্রই দাম বেড়ে ৫৭৮০০ পেরিয়ে গিয়েছে ৷ আগের দিন থেকে এদিন রুপোর দাম ০.২৯ শতাংশ বেড়ে গিয়েছে ৷
দাম বেড়েছে রুপোরও - সোনার পাশাপাশি দাম বেড়েছে রুপোরও ৷ এমসিএক্সে রুপোর দাম ১৬৫ টাকা বেড়ে প্রতি কিলোগ্রামে ৫৭৮৩০ টাকা হয়ে গিয়েছে ৷ বাজার খোলার সময় রুপোর দাম ছিল ৫৫,৭৭৬ টাকা ৷ কিন্তু চাহিদা বাড়তে থাকায় শীঘ্রই দাম বেড়ে ৫৭৮০০ পেরিয়ে গিয়েছে ৷ আগের দিন থেকে এদিন রুপোর দাম ০.২৯ শতাংশ বেড়ে গিয়েছে ৷
advertisement
4/5
দাম বেড়েছে বিশ্ব বাজারেও-  সোনা ও রুপোর দাম এদিন বিশ্ব বাজারেও বেড়েছে ৷ মার্কিন বাজারে সোনার বর্তমান দাম ১৭৭৮.৭৮ ডলার প্রতি আউন্স হয়ে গিয়েছে যা আগের দিনের থেকে ০.১৭ শতাংশ বেশি ৷ একই ভাবে রুপোর বর্তমান দাম ০.২৯ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ২০.১৯ ডলার হয়ে গিয়েছে ৷ একদিন আগে সোনা ও রুপোর দামে বড় পতন দেখা গিয়েছিল ৷ এর জেরে একদিন আগে সোনার দাম ৫৭৩ টাকা এবং রুপোর দাম ১৩০০ টাকা সস্তা হয়ে গিয়েছিল ৷
দাম বেড়েছে বিশ্ব বাজারেও- সোনা ও রুপোর দাম এদিন বিশ্ব বাজারেও বেড়েছে ৷ মার্কিন বাজারে সোনার বর্তমান দাম ১৭৭৮.৭৮ ডলার প্রতি আউন্স হয়ে গিয়েছে যা আগের দিনের থেকে ০.১৭ শতাংশ বেশি ৷ একই ভাবে রুপোর বর্তমান দাম ০.২৯ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ২০.১৯ ডলার হয়ে গিয়েছে ৷ একদিন আগে সোনা ও রুপোর দামে বড় পতন দেখা গিয়েছিল ৷ এর জেরে একদিন আগে সোনার দাম ৫৭৩ টাকা এবং রুপোর দাম ১৩০০ টাকা সস্তা হয়ে গিয়েছিল ৷
advertisement
5/5
গ্লোবাল মার্কেটের প্রভাব দেশের বাজারে সোনা ও রুপোর দামেও দেখা গিয়েছে ৷ এক মাসে আগে পর্যন্ত সোনার দাম ৫০ হাজার টাকার আশপাশে ছিল যা এখন প্রায় ৫২ হাজার টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে ৷ ডলার যেমন যেমন পড়বে সোনা ও রুপোর দাম তত বাড়তে থাকবে ৷ বিশেষজ্ঞদের মতে চলতি বছরের শেষে সোনার দাম ৫৫ হাজার টাকা হয়ে যেতে পারে ৷
গ্লোবাল মার্কেটের প্রভাব দেশের বাজারে সোনা ও রুপোর দামেও দেখা গিয়েছে ৷ এক মাসে আগে পর্যন্ত সোনার দাম ৫০ হাজার টাকার আশপাশে ছিল যা এখন প্রায় ৫২ হাজার টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে ৷ ডলার যেমন যেমন পড়বে সোনা ও রুপোর দাম তত বাড়তে থাকবে ৷ বিশেষজ্ঞদের মতে চলতি বছরের শেষে সোনার দাম ৫৫ হাজার টাকা হয়ে যেতে পারে ৷
advertisement
advertisement
advertisement