নয়াদিল্লি: সাধারণের জন্য বড় ধাক্কা ৷ ফের দাম বাড়ল আমূল দুধের ৷ এক ধাক্কায় বেড়ে গেল তিন টাকা দাম ৷ এখন আমূল তাজার দাম ৫০০ ml হয়ে গিয়েছে, আমূল তাজা ১ লিটারের দাম ৫৪ টাকা হয়ে গিয়েছে ৷ আমূল তাজা ২ লিটারের দাম এখন ১০৮ টাকা ৷
আরও পড়ুন: চাহিদা প্রচুর, চাষের খরচ কম, 'এই' ফুল চাষ করে লাফিয়ে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ছেগুজরাটের অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেডের তথ্য অনুযায়ী, আমূল তাজা ৬ লিটারের দাম এখন ২২৪ টাকা হবে ৷ অন্যদিকে, আমূল গোল্ড ৫০০ ml এর দাম এখন ৩৩ টাকা করা হয়েছে ৷
গুজরাটের অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন গত এক বছরে দিল্লিতে তাদের আমূল ব্র্যান্ড ফুল ক্রিম দুধের এমআরপি (MRP) ৫৮ থেকে বাড়িয়ে ৬৪ টাকা প্রতি লিটার করা হচ্ছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amul Milk Price, Milk Price Hike