Milk Price Hike: মধ্যবিত্তের জন্য বড় ধাক্কা, ফের দাম বাড়ল দুধের

Last Updated:

আমূল তাজা ৬ লিটারের দাম এখন ২২৪ টাকা হবে ৷ অন্যদিকে, আমূল গোল্ড ৫০০ ml এর দাম এখন ৩৩ টাকা করা হয়েছে ৷

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
নয়াদিল্লি: সাধারণের জন্য বড় ধাক্কা ৷ ফের দাম বাড়ল আমূল দুধের ৷ এক ধাক্কায় বেড়ে গেল তিন টাকা দাম ৷ এখন আমূল তাজার দাম ৫০০ ml হয়ে গিয়েছে, আমূল তাজা ১ লিটারের দাম ৫৪ টাকা হয়ে গিয়েছে ৷ আমূল তাজা ২ লিটারের দাম এখন ১০৮ টাকা ৷
advertisement
গুজরাটের অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেডের তথ্য অনুযায়ী, আমূল তাজা ৬ লিটারের দাম এখন ২২৪ টাকা হবে ৷ অন্যদিকে, আমূল গোল্ড ৫০০ ml এর দাম এখন ৩৩ টাকা করা হয়েছে ৷
advertisement
গুজরাটের অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন গত এক বছরে দিল্লিতে তাদের আমূল ব্র্যান্ড ফুল ক্রিম দুধের এমআরপি (MRP) ৫৮ থেকে বাড়িয়ে ৬৪ টাকা প্রতি লিটার করা হচ্ছে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Milk Price Hike: মধ্যবিত্তের জন্য বড় ধাক্কা, ফের দাম বাড়ল দুধের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement