Milk Price Hike: মধ্যবিত্তের জন্য বড় ধাক্কা, ফের দাম বাড়ল দুধের
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
আমূল তাজা ৬ লিটারের দাম এখন ২২৪ টাকা হবে ৷ অন্যদিকে, আমূল গোল্ড ৫০০ ml এর দাম এখন ৩৩ টাকা করা হয়েছে ৷
নয়াদিল্লি: সাধারণের জন্য বড় ধাক্কা ৷ ফের দাম বাড়ল আমূল দুধের ৷ এক ধাক্কায় বেড়ে গেল তিন টাকা দাম ৷ এখন আমূল তাজার দাম ৫০০ ml হয়ে গিয়েছে, আমূল তাজা ১ লিটারের দাম ৫৪ টাকা হয়ে গিয়েছে ৷ আমূল তাজা ২ লিটারের দাম এখন ১০৮ টাকা ৷
advertisement
গুজরাটের অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেডের তথ্য অনুযায়ী, আমূল তাজা ৬ লিটারের দাম এখন ২২৪ টাকা হবে ৷ অন্যদিকে, আমূল গোল্ড ৫০০ ml এর দাম এখন ৩৩ টাকা করা হয়েছে ৷
advertisement

গুজরাটের অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন গত এক বছরে দিল্লিতে তাদের আমূল ব্র্যান্ড ফুল ক্রিম দুধের এমআরপি (MRP) ৫৮ থেকে বাড়িয়ে ৬৪ টাকা প্রতি লিটার করা হচ্ছে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 03, 2023 9:45 AM IST