এক সুতোয় বাঁধা পড়ল Airtel ও Axis Bank, আশা শক্তিশালী হবে ডিজিটাল ইকোসিস্টেম

Last Updated:

Airtel and Axis Bank announce partnership: বিভিন্ন আর্থিক পরিসরে দেশের ক্রমবর্ধমান ডিজিটাল ইকোসিস্টেমকে শক্তিশালী করতেই এই কৌশলগত অংশীদারিত্ব বলে জানান হয়েছে।

#কলকাতা: গাঁটছড়া বাঁধছে ভারতের অন্যতম প্রধান টেলিকম সংস্থা ভারতী এয়ারটেল (Airtel) এবং ভারতের তৃতীয় বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক Axis Bank। বুধবার, এ বিষয়ে ঘোষণাও করে ফেলেছে তারা। লঞ্চ করা হল ‘এয়ারটেল-অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড’-এরও। আসলে, বিভিন্ন আর্থিক পরিসরে দেশের ক্রমবর্ধমান ডিজিটাল ইকোসিস্টেমকে শক্তিশালী করতেই এই কৌশলগত অংশীদারিত্ব বলে জানান হয়েছে।
দেশে ডিজিটাল লেনদেনকে ত্বরান্বিত করার লক্ষ্যে আগামী দিনে Airtel এবং Axis Bank একত্রে কাজ করবে। জানা গিয়েছে, Airtel-এর ৩৪০ মিলিয়নের বেশি গ্রাহকের জন্য বিভিন্ন ধরনের ইনোভেটিভ ফাইন্যান্সিয়াল অফার এবং ডিজিটাল পরিষেবা বাজারে আনতে চলেছে। এর মধ্যে থাকবে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড-সহ অনেক সুবিধা, প্রি-অ্যাপ্রুভড ইনস্ট্যান্ট লোন, ‘বাই নাও পে লেটার’ (Buy Now Pay Later) অফার এবং আরও অনেক কিছু। ডিজিটাইজড আদানপ্রদানের উচ্চতর গ্রহণযোগ্যতাকে সক্ষম করতে এই পার্টনারশিপ করা হবে।
advertisement
advertisement
এই পার্টনারশিপের সূচনা হল আজকের প্রথম ‘এয়ারটেল অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড’ লঞ্চের মাধ্যমে যা এয়ারটেল গ্রাহকদের জন্য ক্যাশব্যাক, বিশেষ ডিসকাউন্ট, ডিজিটাল ভাউচার এবং কমপ্লিমেন্টারি সার্ভিসের মতো অনেক আকর্ষণীয় সুবিধা প্রদান করবে।
advertisement
এয়ারটেল অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা তাদের কার্ড খরচে আকর্ষণীয় পুরস্কার উপভোগ করবেন-
• এয়ারটেল মোবাইল/ডিটিএইচ রিচার্জ, এয়ারটেল ব্ল্যাক এবং এয়ারটেল এক্সস্ট্রিম ফাইবার পেমেন্টে ২৫% ক্যাশব্যাক
• AirtelThanks অ্যাপের মাধ্যমে বিদ্যুৎ/গ্যাস/পানির বিল পেমেন্টে ১০% ক্যাশব্যাক
• পছন্দের ব্যবসায়ীদের খাতে খরচ করলে ১০% ক্যাশব্যাক - BigBasket, Swiggy, Zomato
advertisement
• অন্য সব খরচে ১% ক্যাশব্যাক৷
• অ্যামাজন ই-ভাউচার ইস্যু করার ৩০ দিনের মধ্যে কার্ড অ্যাক্টিভেশনে ৫০০ টাকা
এই ক্রেডিট কার্ডটি শুধুমাত্র যোগ্য Airtel গ্রাহকদের জন্য AirtelThanks অ্যাপে একটি নির্বিঘ্ন ডিজিটাল যাত্রার মাধ্যমে উপলব্ধ হবে। উপরন্তু, Axis Bank এয়ারটেলের ডিজিটাল পরিষেবাগুলির স্যুট যেমন তার C-PaaS প্ল্যাটফর্ম -Airtel IQ ভয়েস, মেসেজিং, ভিডিও, স্ট্রিমিং, কল মাস্কিং এবং ভার্চুয়াল কন্টাক্ট সেন্টার সলিউশনগুলিকে বিস্তৃত করবে। Axis Bank Airtel থেকে বিভিন্ন সাইবার নিরাপত্তা পরিষেবাও ব্যবহার করা যাবে। কোম্পানি ক্লাউড এবং ডেটা সেন্টার পরিষেবাগুলি-সহ সহযোগিতার আরও নানান স্কিম অন্বেষণ করবে৷
advertisement
ভারতী এয়ারটেলের এমডি এবং সিইও (ভারত ও দক্ষিণ এশিয়া) গোপাল ভিট্টল (Gopal Vittal) বলেছেন: “এয়ারটেল তার গ্রাহকদের বিশ্বমানের ডিজিটাল পরিষেবা দেওয়ার প্রচেষ্টা হিসাবে একটি শক্তিশালী আর্থিক সার্ভিস পোর্টফোলিও তৈরি করছে৷ এই বিশেষ যাত্রায় অ্যাক্সিস ব্যাঙ্কের সঙ্গে যোগ দিতে পেরে আমরা আনন্দিত। এই টেলকো-ব্যাঙ্ক অংশীদারিত্বের মাধ্যমে, এয়ারটেল গ্রাহকরা অ্যাক্সিস ব্যাঙ্কের বিশ্ব-মানের আর্থিক পরিষেবার পোর্টফোলিও এবং একচেটিয়া সুবিধাগুলিতে অ্যাক্সেস পাবেন, অন্যদিকে অ্যাক্সিস ব্যাঙ্ক এয়ারটেলের শক্তিশালী ডিজিটাল ক্ষমতা প্রাপ্তি থেকে উপকৃত হবে।"
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এক সুতোয় বাঁধা পড়ল Airtel ও Axis Bank, আশা শক্তিশালী হবে ডিজিটাল ইকোসিস্টেম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement