Air India-Manish Malhotra: এয়ার ইন্ডিয়ার কর্মীদের নয়া ইউনিফর্ম ডিজাইন করছেন মণীশ মালহোত্রা, বছর শেষেই আসছে নয়া লুক

Last Updated:

Manish Malhotra to design new uniforms for Air India: শাহরুখ খান থেকে ঐশ্বর্য রাই বচ্চন, তাঁর ডিজাইনার পোশাক পরার জন্য মুখিয়ে থাকেন। এবার এয়ার ইন্ডিয়ার কর্মীদের পোশাক ডিজাইন করছেন মণীশ মালহোত্রা।

এয়ার ইন্ডিয়ার কর্মীদের নয়া ইউনিফর্ম ডিজাইন করছেন মণীশ মালহোত্রা, বছর শেষেই আসছে নয়া লুক
এয়ার ইন্ডিয়ার কর্মীদের নয়া ইউনিফর্ম ডিজাইন করছেন মণীশ মালহোত্রা, বছর শেষেই আসছে নয়া লুক
নয়াদিল্লি: বলিউডে বড় বাজেটের ছবি মানেই মণীশ মালহোত্রার পোশাকের কারিকুরি। তারকাদের বিয়েতেও তাঁর ছোঁয়া। আলিয়া ভাটের লেহঙ্গা হোক কিংবা পরিণীতি চোপড়ার, মালহোত্রা টাচ থাকবেই। শাহরুখ খান থেকে ঐশ্বর্য রাই বচ্চন, তাঁর ডিজাইনার পোশাক পরার জন্য মুখিয়ে থাকেন। এবার এয়ার ইন্ডিয়ার কর্মীদের পোশাক ডিজাইন করছেন মণীশ মালহোত্রা।
ভোল বদলে নতুন সাজে আসছে টাটা গ্রুপের এয়ারলাইন এয়ার ইন্ডিয়া। চলছে আধুনিকীকরণের কাজ। এয়ার ইন্ডিয়াকে গ্লোবাল ব্র্যান্ড হিসেবে তুলে ধরার যাবতীয় তোড়জোড় চলছে। তারই অংশ হিসেবে কেবিন ক্রু, ককপিট ক্রু, গ্রাউন্ড এবং সিকিউরিটি স্টাফ-সহ ফ্রন্টলাইনের প্রায় ১০ হাজার কর্মীর নতুন ইউনিফর্ম ডিজাইন করছেন মণীশ মালহোত্রা। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ মণীশ মালহোত্রার ডিজাইন করা ইউনিফর্মে দেখা যাবে কর্মীদের।
advertisement
advertisement
এয়ার ইন্ডিয়ার সিইও এবং এমডি ক্যাম্পবেল উইলসনের কথায়, ‘‘বিশ্ব মঞ্চে প্রাণবন্ত, সাহসী এবং প্রগতিশীল ভারতের প্রতিনিধিত্ব করবেন এয়ার ইন্ডিয়ার কর্মীরা। আমাদের ব্র্যান্ড, ভারতের ঐতিহ্য এবং সংস্কৃতিকে এয়ারলাইন পরিবেশের সঙ্গে মানিয়ে যায় এমন পোশাকের জন্য আমরা মণীশ এবং তাঁর দলের সঙ্গে কাজ করছি। আমাদের আশা নতুন ইউনিফর্ম নতুন এয়ার ইন্ডিয়ার প্রতিনিধিত্ব করবে ৷’’
advertisement
advertisement
টাটা গ্রুপের সঙ্গে হাত মিলিয়ে উত্তেজিত মণীশ। স্পষ্ট বলে দিলেন, ‘‘এয়ার ইন্ডিয়া আমাদের ন্যাশনাল ফ্লাইং অ্যাম্বাসাডার। তাদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করা আমার কাছে পরম সম্মানের। নতুন ইউনিফর্মে খুশি এবং সহযোগিতার মেলবন্ধন ঘটানোর চেষ্টা করছি। আমি অত্যন্ত উত্তেজিত। আমাদের মতাদর্শ সহজ কিন্তু গভীর, পুরনোকে ভুলে না গিয়ে আধুনিকীকরণ, সবাইকে আত্মীকরণ করে নেওয়া। ইউনিফর্মে এই সব কিছু ফুটিয়ে তোলার চেষ্টা হচ্ছে। সঙ্গে মাথায় রাখা হচ্ছে স্বাচ্ছন্দ্যের বিষয়টাও।’’
advertisement
ইতিমধ্যেই মণীশ এবং তাঁর দল এয়ার ইন্ডিয়ার ফ্রন্টলাইন কর্মীদের সঙ্গে একপ্রস্থ আলোচনা করেছেন। তাঁদের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব আরও ভালভাবে বোঝার চেষ্টা চলছে। শুরু হয়েছে ফিটিং সেশনও। প্রসঙ্গত, হৃদয়ে ভারতীয়ত্ব নিয়ে বিশ্বমানের বিমান সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করতে একটি পাঁচ বছরের রোডম্যাপের সঙ্গে নয়া উড়ান শুরু করেছে এয়ার ইন্ডিয়া।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Air India-Manish Malhotra: এয়ার ইন্ডিয়ার কর্মীদের নয়া ইউনিফর্ম ডিজাইন করছেন মণীশ মালহোত্রা, বছর শেষেই আসছে নয়া লুক
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement