Vegetable: এক কৃষকের কেরামতি, নিজের জমিতে যা উৎপাদন করলেন! দেখতে ছুটে আসছে দলে-দলে মানুষ

Last Updated:

Vegetable: পূর্ণিয়ার কৃষক সুরেন্দ্র টুডু জানান, জীবনে প্রথমবারের মতো সীতা ফল বা কুমড়োর এত ওজন ও আকার দেখে তিনি অবাক হয়েছেন।

পূর্ণিয়া: আপনি আপনার বাড়িতে সীতা ফল এবং কুমড়ো তো দেখেছেন। কিন্তু আপনি কি কখনও ১৮ কেজির সীতা ফল বা ১৫ কেজির কুমড়ো দেখেছেন? কৃষক দীপু কুমার সিং তাঁর চাষ পদ্ধতি এবং জৈব সার দিয়ে এরকম অনেক সবজি উৎপাদন করে থাকেন। আর এই বিরাট ধরনের সবজি উৎপাদনের জন্যই তিনি খুব বিখ্যাত। ওই কৃষক জানিয়েছেন, তিনি অর্গানিক পদ্ধতির চাষ থেকে ২৩ কেজি ওজনের সবজি উৎপাদন করেও সুনাম অর্জন করছেন।
পূর্ণিয়ার কৃষক সুরেন্দ্র টুডু জানান, জীবনে প্রথমবারের মতো সীতা ফল বা কুমড়োর এত ওজন ও আকার দেখে তিনি অবাক হয়েছেন। তাই আর দেরি না করে তিনি দীপু কুমার সিংয়ের সঙ্গে যোগাযোগ করে এই ধরনের চাষাবাদের কৌশল শিখে নেন।
advertisement
advertisement
কাটিহার জেলার মনিহারির কৃষক দীপু কুমার সিং নিউজ 18 লোকাল-কে জানিয়েছেন, বিভাগীয় স্তরের কৃষি প্রদর্শনী মেলায় জৈব পণ্যের প্রদর্শনীতে অংশ নেওয়ার জন্য উদ্যানতত্ত্ব বিভাগ তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এরপরই ১৮ কেজির সীতা ফল এবং ১৫ কেজির জৈব কুমড়ো নিয়ে তিনি ওই প্রদর্শনীতে পৌঁছলে তাঁর সবজি দেখতে ভিড় জমে যায়।
advertisement
তিনি জানান, সীতা ফলের ওজন ১৮ কেজি হলেও তার চেয়েও বড় কুমড়ো তিনি উৎপাদন করে থাকেন। যা ২৩ কেজি পর্যন্ত হয়েছিল। তিনি বলেন, এটি তৈরি করতে ৫ থেকে ৬ মাস সময় লেগেছে। কিন্তু গাছের শুকনো পাতা, ডাল ভেঙে রাখলেও গাছের কোনও ক্ষতি হয়নি। ফলন একই ভাবে বাড়তে থাকে এবং আজ তা অনেক বড় হয়ে গিয়েছে। ওই কৃষকের কথায়, ''আমি অনেক বছর ধরে নিজের অর্গানিক পদ্ধতিতে চাষ করে আসছি।''
advertisement
অন্য কৃষকদের উদ্দেশে তিনি বার্তা দেন, ''আপনারা আপনাদের জমিতে রাসায়নিক সার ব্যবহার করবেন না। আপনি জৈব সার এবং গোবর সারের মিশ্রণ যোগ করে ব্যবহার করতে পারেন। এর থেকেই আপনি এই জাতীয় ফসল উৎপাদন করতে পারবেন। আপনার ফসলের এবং সর্বোপরি আপনার নামও এতে ছড়িয়ে পড়বে। কৃষি বিজ্ঞানীদেরও অনুরোধের সুরে তিনি আর্জি জানান, ''আপনারাও সময়ে সময়ে কৃষকদের যে কোনও কিছুর তথ্য দিন। নির্দিষ্ট সময় অন্তর পঞ্চায়েত স্তর, জেলা স্তর এবং ব্লক স্তরে তথ্য দিতে থাকুন।''
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Vegetable: এক কৃষকের কেরামতি, নিজের জমিতে যা উৎপাদন করলেন! দেখতে ছুটে আসছে দলে-দলে মানুষ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement