হোম /খবর /হাওড়া /
বাড়িতেই লাগান এই গাছ, কত যে রোগ থেকে মুক্তি পাবেন! আশ্চর্য হবেন, লোকে আসবে নিতে

Treatment: বাড়িতেই লাগান এই গাছ, কত যে রোগ থেকে মুক্তি পাবেন! আশ্চর্য হবেন, লোকে আসবে নিতে

X
আশ্চর্যজনক [object Object]

Treatment: আশ্চর্যজনক ঔষধি গুণ, কাটা স্থানের রক্তক্ষরণ বা ব্যাকটেরিয়াল ইনফেকশন দূর করতে অপরিসীম ভূমিকা রাখে অ্যালোভেরা।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

হাওড়া: যুগ যুগ ধরে অ্যালোভেরা (Aloe vera) Medicinal Aloe বা ঘৃতকুমারী মানুষের কাছে অতি পরিচিত। এই গাছে থাকে কাটাযুক্ত সরু লম্বা পাতা। পাতার ভিতর জেলির মতো আঠাল রস থাকে। ভেষজ ঔষধি গুনেভারা এই গাছ। ঔষধি হিসাবে দারুণ ভাবে ব্যবহৃত হয়ে আসছে। অ্যালোভেরাতে রয়েছে আশ্চর্যজনক ঔষধি গুণ। কাটা স্থানের রক্তক্ষরণ বা ব্যাকটেরিয়াল ইনফেকশন দূর করতে অপরিসীম ভূমিকা রাখে অ্যালোভেরা।

শরীরে কোনো কাটা স্থানে অ্যালোভেরা গাছের জেল লাগিয়ে দিলে চট জলদি রক্ত পড়া বন্ধ হয়। ব্যাকটেরিয়াল ইনফেকশন রোধে দারুণ কার্যকর। বর্তমান সময়ে পেটের নানা সমস্যা দূর করতে অ্যালোভেরা ব্যাপক ভাবে ব্যবহার হচ্ছে। মেনস্ট্রুয়াল সমস্যা বা পেট পরিষ্কার অথবা লিভার ভালো রাখতে ভীষণ উপকারী জানালেন ডাঃ শক্তিপদ ঘোষ।

আরও পড়ুন: দমকা হাওয়া, সঙ্গে মুষলধারে বৃষ্টি, জেলায় জেলায় দ্রুত বদলাবে আবহাওয়া! বিরাট আপডেট

সকালে এক চা চামচ অ্যালোভেরা জেলি গরম জলে মিশিয়ে খালি পেটে খাওয়া যায়। নিয়মিত কয়েকদিন খেলে পেট পরিস্কার ও পেটের পক্ষে দারুণ উপকারী। পাশাপাশি প্রাপ্তবয়স্ক মহিলাদের মেনস্ট্রুয়াল ব্যথার সমস্যা দূর করতে। এক গ্লাস গরম জলে অ্যালোভেরা জেলি মিশিয়ে সাধারণত খাবার পর খেলে উপকার পাওয়া যায়।এছাড়াও অ্যালোভেরার মধ্যে রয়েছে আরও বেশ কিছু ঔষধি গুণ। ডাক্তারি পরামর্শে খেলে নিশ্চিত উপকার পাওয়া যায়। অ্যালোভেরা ত্বকের জন্য দারুন উপকারি উপাদান। ত্বকের ফোড়া, ব্রণ, শুষ্কতা দূর করতে ব্যবহার করা যেতে পারে।

আরও পড়ুন: ফের সেই সাগরদিঘি, ফের হারল তৃণমূল! বিপুল ভোট জয়ী বাম কংগ্রেস জোট প্রার্থী!

অ্যালোভেরা জুস দাঁত ও মাড়ির পক্ষে উপকারী ভূমিকা রাখে। অ্যালোভেরা অ্যান্টি মাইকোবিয়াল ও অ্যান্টি ফাঙ্গাস উপাদান সমৃদ্ধ একটি ভেষজ গাছ। ত্বক ও চুলের পক্ষে দারুন পক্ষে দারুন কার্যকর। মাথার খুশকি ও চুল ঝলমলে করতে ব্যবহার হয় অ্যালোভেরা। নিয়মিত অ্যালোভেরা জুস পান করলে দেহের ক্লান্তি ভাব দুর্বলতা দূর হয়। নিয়মিত অ্যালোভেরা জুস পান করলে দেহ থেকে ক্ষতিকারক পদার্থ দূর হয়।

-----রাকেশ মাইতি

Published by:Suman Biswas
First published:

Tags: Alo vera, Howrah news, Treatment